ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

৭১ মিনিট খেলেই গার্দিওলাকে খুশি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ২:৫২

ইউরোপে অভিষেকের আগেই ইউরোপীয় সংবাদ মাধ্যমের আলোচনায় চলে এসেছিলেন। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের নজরেও চলে এসেছিলেন। আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে কেনার যুদ্ধে শেষমেশ জয়ী হয়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাব আমেরিকার বিপক্ষে অভিষেকও হয়ে গেছে তার। সেই অভিষেকে খেলেছেন ৭১ মিনিট, তবে সেখানে তিনি যা করেছেন তাতে কোচ পেপ গার্দিওলার চোয়াল ঝুলে গেছে রীতিমতো। স্প্যানিশ কোচের ভাষায় ‘অবিশ্বাস্য’ খেলেছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। 

ক্লাব আমেরিকার বিপক্ষে গতকাল শুরুর একাদশে ছিলেন তিনি। সেই ম্যাচে দুটো গোলই করেছেন কেভিন ডি ব্রুইনা। তবে তাতে আলভারেজের ওপর থেকে আলো কমেনি একটু।

শুরু থেকে বেশ কিছু সুযোগ তৈরি করেছেন। বক্সের মুখে স্ট্রাইকাররা যা করেন, তেমন রোমাঞ্চকর কিছু না করে খুঁজেছেন গোলের জন্য নিরাপদ বিকল্প, পাস বাড়িয়েছেন সতীর্থকে, কেভিন ডি ব্রুইনা, বার্নার্ডো সিলভা, জ্যাক গ্রিলিশদের সঙ্গে যোগাযোগটা দেখে মনে হচ্ছিল তাদের সঙ্গে বুঝি কয়েক বছর ধরে খেলছেন তিনি! এমন স্ট্রাইকারই তো চাই গার্দিওলার, যিনি দলের কথাটাই ভাবেন সবার আগে।

 ২২ বছর বয়সী এই স্ট্রাইকারের অভিষেক ম্যাচের পারফর্ম্যান্সে মুগ্ধ যে হয়েছেন গার্দিওলা, সেটা বোঝা গেল ম্যাচ শেষেই। স্প্যানিশ কোচ বললেন, ‘জুলিয়ান অবিশ্বাস্য ছিল। তার রক্ষণাত্মক কাজগুলো অনেকটা গ্যাব্রিয়েল জেসুসের মতো। দু’জনের ভেতর সম্ভবত গ্যাব্রিয়েলই সেরা, তবে আগ্রাসন আর বুদ্ধিমত্তার দিক থেকে জুলিয়ান গ্যাব্রিয়েলের কাছাকাছি। সে দারুণ খেলেছে।’

অভিষেকে সতীর্থদের সঙ্গে মাঠে আলভারেজের যোগাযোগটা বেশ চোখে পড়েছে তার। তিনি বলেন, ‘সে বল ধরে রাখতে পারে, তার সঙ্গে যোগাযোগ করতে আপনার কোনো সমস্যাই হবে না।’

এ কারণেই গার্দিওলার মনে হচ্ছে,এক দারুণ খেলোয়াড়কে বড় সময়ের জন্য পেয়ে গেছে সিটি। বললেন, ‘আমাদের মনে হচ্ছে, একটা তরুণ বিশ্বমানের খেলোয়াড়কে পরবর্তী অনেক বছরের জন্য পেয়ে গেছি। তাকে নিয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত।’ 

এমন পারফর্ম্যান্স আলভারেজ দিয়েছেন প্রীতি ম্যাচে। তবে প্রিমিয়ার লিগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে গার্দিওলার আশা, আলভারেজ ইংলিশ ফুটবলেও দাপট দেখিয়ে বেড়াবেন। তিনি বলেন, ‘মার্সেলো গ্যালার্দো রিভারপ্লেটে তাকে নিয়ে যে কাজটা করেছে, তার ফলটা ভোগ করছি আমরা। আশা করি সে প্রিমিয়ার লিগের মতো গুরুত্বপূর্ণ লিগেও আলো ছড়াতে পারবে।’

এমএসএম / এমএসএম

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ