ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মেসি এখন শুধুই আর্জেন্টিনার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ১০:০

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে ক্লাববিহীন বলতে হয়তো বিতর্কে জড়াবেন না কেউই। এমতাবস্থায় বলাই যায় মেসির এখন আর কারই নয়, মেসি শুধুই আর্জেন্টিনার।

আপাতত কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত রয়েছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও হয়তো যোগাযোগ রাখছেন ক্লাব বার্সেলোনার সঙ্গেও। কেননা ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ। মেসি হয়তো চাইছেন নতুন করে চুক্তি করতে। অবশ্য এ বিষয়ে আগ্রহ বেশি বার্সেলোনার। ক্লাব কর্তৃপক্ষ এর মধ্যেই মেসির প্রতি তাদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছে। কিন্তু মেসি এখনো সিদ্ধান্তে আসেননি।

আর্জেন্টাইন তারকা এখন ইচ্ছা করলে যে কোনো ক্লাবে যেতে পারবেন, চাইলে বার্সায়ও থাকতে পারবেন। অর্থ্যাৎ রাত ১২ টার পর পুরোপুরি স্বাধীন হয়ে গেছেন তিনি।

মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা শুরু হয়েছিল প্রায় ২০ বছর আগে। ২০০০ সালের ডিসেম্বরে এক পেপার ন্যাপকিনে সই করিয়ে তাকে বার্সেলোনার করে নিয়েছিলেন তৎকালীন কাতালান প্রতিনিধিরা। সেই যে শুরু, তারপর থেকে ২০ বছরে আর এক মুহূর্তের জন্যও ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়নি তার। প্রতি বারই চুক্তি শেষ হওয়ার অনেক আগেই নতুন চুক্তিতে সই করিয়েছিল বার্সা।

উল্লেখ্য, কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ইতোমধ্যেই গ্রুপসেরা হয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। সেরা চারে উঠতে সহজ প্রতিপক্ষই পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। সেমিফাইনালের টিকেট পাওয়ার জন্য ইকুয়েডরকে হারাতে হবে মেসিদের।

প্রীতি / প্রীতি

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা

‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’

ক্লাব কিনছেন দানি আলভেস

বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার

সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা

ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে বেড়ানো, অতিরিক্ত মদ্যপানের অভিযোগ