ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

লিভারপুল ছেড়ে জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছেন সাদিও মানে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১২:১২

লিভারপুলে তার অর্জনের খাতাটা নেহায়েত খারাপ নয়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছেন তিন বার, শিরোপা উঁচিয়ে ধরেছেন একটি; লিগ, লিগ কাপ, কারাবাও কাপও জিতেছেন। এরপরও সাদিও মানে জানালেন, লিভারপুল ছেড়ে চলতি দলবদল মৌসুমে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়াটাই ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত।

বায়ার্নে যোগ দেওয়ার পরই তিনি জিতেছেন আফ্রিকার বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানালেন, বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে যারপরনাই আনন্দিত তিনি। 

সেনেগাল তারকার ভাষ্য, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না। তবে জীবনে আপনাকে কিছু কিছু সময় সিদ্ধান্ত নিতে হয়। আর আমি মনে করি, আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে এটাই সেরা।’

‘আমি মনে করি, আজ বিশ্বসেরা এক ক্লাবেই আছি আমি। আর আমি এখানে যোগ দিয়ে বেশ খুশি, নতুন মৌসুম নিয়ে রোমাঞ্চ কাজ করছে আমার ভেতর।’

লিভারপুলে অর্জনের শেষ নেই। এরপরও কেন বায়ার্নে যোগ দিলেন? এমন প্রশ্নের জবাবে বায়ার্ন তারকা জানান, ‘যখন বায়ার্ন মিউনিখ আমার কাছে এলো, আর আমি তাদের প্রকল্পটা দেখলাম, আমি খুবই রোমাঞ্চিত বোধ করছিলাম এ নিয়ে।’

প্রিমিয়ার লিগে ২৬৩ ম্যাচে ১১১ গোল করা আর ৩৮টি গোলে সরাসরি অবদান রাখা এই খেলোয়াড় আরও যোগ করেন, ‘তাদের বড় লক্ষ্য আছে, বিশ্বের অন্যতম সেরা ক্লাব এটি, এমন তো হওয়ারই কথা। আমি শিরোপা জিততে চাই, চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। যদি সবকিছুর জন্য আপনাকে লড়াই করতে হয়, তাহলে এটা অবশ্যই একটা সহজ সিদ্ধান্ত।’

তাই বলে লিভারপুলকেও ভুলে গেলেন না মানে। বললেন, ‘আমি আট বছর প্রিমিয়ার লিগে খেলেছি, আর ছয়টা দারুণ বছর খেলেছি লিভারপুলের হয়ে। আমি বলতে পারি, আমরা সম্ভাব্য সব শিরোপাই জিতেছি।’

সাদিও মানের সেনেগালও সফল। চলতি বছর আফ্রিকান নেশন্স কাপ জিতেছে তার দল, এরপর মোহামেদ সালাহর মিসরকে হারিয়ে পৌঁছে গেছে বিশ্বকাপে। এমন সাফল্যকে ক্লাব সাফল্য থেকে ওপরেই রাখলেন তিনি। বললেন, ‘দেশের সাফল্য সবসময়ই বড়। শিরোপা জিতে আমি খুব খুশি ছিলাম।’

‘অবশ্যই, আমার স্বপ্ন শুধু দেশের হয়েই শিরোপা জেতা নয়, ক্লাবের হয়েও সব শিরোপা জিততে চাই আমি। এটাই আমার লক্ষ্য।’

চলতি বছর ফেব্রুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে মিসরকে হারায় তার দল। মানের চোখে, এটাই তার জীবনের সেরা শিরোপা। তিনি বলেন, ‘আফ্রিকান নেশন্স কাপই আমার জীবনের সেরা শিরোপা। যে কারণে এটা স্পেশাল তা হলো, আমার দেশ এর আগে কখনোই এই শিরোপা জেতেনি।’

এমএসএম / এমএসএম

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ