ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপের আগে ২ বছরের জেল হয়ে যেতে পারে নেইমারের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ৪:৪৩

বিশ্বকাপের ঠিক আগে নেইমারের দুয়ারে এসে হাজির নতুন আপদ। কর ফাঁকির অভিযোগ উঠেছে ব্রাজিল তারকার বিরুদ্ধে। তারই বিচার করা হবে আগামী ১৭ অক্টোবর। যেখানে তার আর্থিক জরিমানার শঙ্কা তো আছেই, তার চেয়েও বেশি চোখরাঙানি দিচ্ছে ২ বছরের জেল।

স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, ২০১৩ সালে ব্রাজিল থেকে যে স্পেনে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায় নাম লিখিয়ে, সেই দলবদলের করটা ফাঁকি দিয়েছেন নেইমার। সে কারণেই পিএসজি তারকার দুই বছরের জেল আর ৯৬ কোটি টাকা জরিমানা চান তারা। সে কারণেই নেইমারের নামে দেওয়া হয়েছে মামলা ঠুকে।

স্প্যানিশ পত্রিকা এল পাইস জানাচ্ছে, আগামী ১৭ অক্টোবর শুনানি হবে এই মামলার। তার জন্য বার্সেলোনায় যেতে হবে নেইমারকে। প্রসিকিউশনের বিশ্বাস, সব মিলিয়ে নেইমারের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় ৮০ কোটি ৮ লাখ টাকা কর ফাঁকি দিয়েছেন।

এখানেই শেষ নয়। ব্রাজিলের ‘ডিআইএস’ নামক এক কোম্পানির দাবি, নেইমারের ৪০ শতাংশ তাদের মালিকানায়, ২০০৯ সালে নেইমারের বয়স যখন ১৭ বছর, তখন নেইমারের এই স্বত্ব ২০ লাখ ইউরোর বিনিময়ে কিনেছিলেন তারা, জানাচ্ছে এল পাইস। তবে নেইমার এখন বিষয়টি অস্বীকার করছেন। সেজন্যে যেন নেইমারের ৫ বছরের জেল আর ১৪৪ কোটি টাকার জরিমানা দাবি করছে কোম্পানিটি।

শুধু নেইমার নয়, তার বাবা ও মা, বার্সেলোনার দুই সাবেক সভাপতি সান্দ্রো রোসেল আর হোসে মারিয়া বার্তোমেউ, সান্তোস আর বার্সেলোনার সাবেক দুই কোচকেও দায়ী করা হয়েছে। এল পাইস জানাচ্ছে, কর কর্তৃপক্ষ নেইমারের বাবার ২ ও নেইমারের মায়ের ১ বছরের জেল হোক এমনটাই চাইছে।

এমএসএম / এমএসএম

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ