ব্ল্যাকহেডস থেকে মুক্তির উপায়

আমাদের মুখের সৌন্দর্য অনেকাংশেই বাধাগ্রস্ত হয় ব্ল্যাকহেডসের কারণে। যখন ত্বকের লোমকূপগুলো তেল-ময়লা জমে বন্ধ হয়ে যায় তখনই দেখা দেয় ব্ল্যাকহেডস। একবার এটি দেখা দিলে একে স্থায়ীভাবে দূর করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে এ সমস্যা থেকে মুক্তি পেতে নিমোক্ত উপায়গুলো অবলম্বন করা যেতে পারে -
২ চা চামচ বাদাম গুড়ার সাথে ১ চা চামচ গোলাপ জল নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে সেটি মুখমন্ডলে লাগিয়ে আঙ্গুলের সাহায্যে আলতোভাবে ম্যাসাজ করুন ৪ মিনিট সময় নিয়ে। ম্যাসাজের ২০-২৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ দিন এটি করলে ফলাফল নিজেই দেখতে পাবেন।
অ্যালোভেরা ব্ল্যাকহেডস দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। ভালো ফল পেতে অ্যালোভেরার উপরের আবরণ ছাড়িয়ে ভিতরের শাঁস বের করে ব্লেন্ড করে নিন। এরপর উক্ত মিশ্রণকে পুরো মুখমন্ডলে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। এটি নিয়মিত ব্যবহারে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। তবে যাদের অ্যালোভেরায় এলার্জি আছে তাদের এটি প্রয়োগ না করাই ভালো।
ডিমের সাদা অংশের সাথে মধু মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন। মিশ্রণটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর শীতল পানি দিয়ে মখ ধুয়ে ফেলুন। নিয়মিত এটি প্রয়োগে মুখ হবে আরও উজ্জ্বল ও লাবণ্যময়।
আক্রান্ত স্থানে টুথপেষ্ট লাগিয়ে ব্রাশ দিয়ে কিছু সময় ঘসলেও এ সমস্যা থেকে রেহাই পাবেন।
গরম জলের ভাপ নিন অন্তত ৩ মিনিট তারপর মধু, লেবু ও চিনি দিয়ে একটি পেস্ট বানিয়ে সেটি ব্ল্যাকহেডসের জায়গায় প্রয়োগ করেন । তারপর আলতো হাতে কিছ সময় ঘসে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্ল্যাকহেডস কমে যাবে।
প্রীতি / প্রীতি

মিষ্টি পেয়ারা চিনবেন কীভাবে?

খেজুর কতটা উপকারী?

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার

মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়
