ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মেসির মতো খেলোয়াড় আছেন ম্যানসিটিতে!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৮-২০২২ দুপুর ১১:৫

লিওনেল মেসি তার ক্যারিয়ারে কতশত কীর্তি গড়েছেন!  সবচেয়ে বেশি ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা পুরস্কার জেতার কীর্তি তার; এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড, সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড গড়েছেন তিনি। 

এমন সব কীর্তির কারণে মেসিকে মতো আর কাউকে সহসাই দেখা যাবে না, এমন কথা বলেছেন অনেক বিশেষজ্ঞই। তবে তার সাবেক কোচ পেপ গার্দিওলা জানালেন ভিন্ন কথা। বললেন, মেসির সঙ্গে মিল আছে, এমন এক খেলোয়াড় আছেন তার দলে।

ম্যানচেস্টার সিটি নিজেদের লিগ মৌসুম শুরু করেছে ২-০ গোলের জয় দিয়ে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে সেই ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন আর্লিং হালান্ড। প্রথমার্ধের পেনাল্টির পর দ্বিতীয়ার্ধেও পেয়েছেন প্রতিপক্ষ জালের দেখা। প্রিমিয়ার লিগ অভিষেকেই এমন পারফর্ম্যান্সে আর কেউ হলে তৃপ্তির ঢেঁকুরই তুলে বসতেন, কিন্তু তা তিনি করেননি। 

‘ধুর, হ্যাটট্রিকটা পেলাম না!’-ম্যাচ শেষে এই বলতে বলতে ফেরেন তিনি। সেটাই কানে গিয়েছে গার্দিওলার। হালান্ডের এই মনোভাবটা মনে ধরেছে গার্দিওলার। তিনি বললেন, ‘এটা ভালো, এটা আমার পছন্দ হয়েছে।’ 

হালান্ডের এই প্রতিক্রিয়া গার্দিওলাকে মনে করিয়ে দিচ্ছে মেসির স্মৃতি। আর্জেন্টাইন তারকার বছরে ৯১ গোলের কীর্তির শুরুটা হয়েছিল স্প্যানিশ এই কোচের হাত ধরেই। কী করে সেই কীর্তি গড়েছিলেন মেসি, গোল করে চলেছেন এখনো, সেটাই জানালেন তিনি।

ম্যানচেস্টার সিটি কোচের ভাষ্য, ‘মেসির কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছিল। সে যখন দুই গোল করত, তখন সে তিন গোলের চেষ্টা করত, তিনটা করলে চতুর্থ গোলের জন্য ক্ষুধার্ত থাকত।’ 

হালান্ডের এই ক্ষুধাটাকে গার্দিওলার মনে হচ্ছে মেসির মতোই, নিদেনপক্ষে শীর্ষ মানের গোলস্কোরারদের মতো তো বটেই। গার্দিওলা , ‘শীর্ষ মানের গোলস্কোরারদের কখনো তৃপ্তি থাকে না মনে। তারা সবসময় ক্ষুধার্ত থাকে, আরও বেশি গোল করতে চায়।’

তবে এর আগের সপ্তাহেই সহজ এক গোলের সুযোগ নষ্ট করে তোপের মুখে পড়েছিলেন হালান্ড। স্প্যানিশ কোচের মতে সেই চাপটা ভালোভাবেই সামলেছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। বললেন, ‘আমি জানি কীভাবে সে গেল সপ্তাহের সমালোচনাটা সহ্য করেছে, সে একেবারে শান্ত ছিল। বেশ ভালোভাবে অনুশীলন করেছে সে। তবে যেভাবে সে পেনাল্টির জন্য সুযোগটা এনেছে, তাতে আমার বলতেই হচ্ছে, ‘আমার এটা পছন্দ হয়েছে’। 

এমএসএম / এমএসএম

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ