ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মেসিকে ‘হ্যালো’ বলাটাও উপভোগ করেন পিএসজি কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ২:৫৫

পিএসজিতে লিওনেল মেসির প্রথম বছরটা ভালো কাটেনি। গোল পাননি, দলও পায়নি সাফল্য। সে কারণেই কোচ মরিসিও পচেত্তিনোর চাকরি গেছে গেল মৌসুমের শেষে। নতুন কোচ হিসেবে এসেছিলেন ক্রিস্তোফ গালতিয়ের। পিএসজির ফরাসি এই কোচ একরাশ প্রশংসাই করলেন আর্জেন্টাইন অধিনায়কের।

তিনি বলেন, ‘সে কত ভালো, সেটা দেখে আমি বিস্মিত হতে পারি না। কারণ যখন আপনার এত ভালো রেকর্ড থাকবে, এতগুলো ম্যাচ যখন খেলবেন, এমন সব ট্রফি যখন জিতলেন, তার মানে তো এই যে আপনি একজন দারুণ খেলোয়াড়!’

গেল মৌসুমের গ্লানি পেছনে ফেলে মেসি যে নতুন শুরুর জন্য মুখিয়ে আছেন, সেটা অনুশীলনেই বুঝা গিয়েছিল। ছুটি না কাটিয়ে চলে গিয়েছিলেন অনুশীলনে। এরপর ম্যাচেও দারুণ অন্তর্ভুক্তি তার। 

গালতিয়েরের ভাষ্য, ‘সে অনুশীলনে অনেক কিছু করে। সে অনুশীলনে একেবারে গভীরে চলে যায়, হাসে, সতীর্থদের সঙ্গে কথা আদানপ্রদান করে, আমার খেলোয়াড়দের জন্য সে একজন অনুপ্রেরণা। তাকে মাঠে দেখা প্রতিটা মুহূর্ত, তাকে হ্যালো বলাটা উপভোগ করি আমি, কারণ সে উদাহরণ তৈরি করে, যা সবার জন্য অনুসরণীয়।’ 

সর্বজয়ী মেসিকে দলে পেয়ে পিএসজির খেলোয়াড়রাও বেশ আনন্দিত, পিএসজি কোচের কথা, ‘সে সবকিছু জিতেছে, তবে তার শুধু একটা বিশ্বকাপই জেতা বাকি। তবে ক্লাব পর্যায়ে সে সব জিতেছে। ব্যক্তিগত শিরোপাও জিতেছে। কিন্তু সে মোটেও সন্তুষ্ট নয়, সে সন্তুষ্ট হওয়া থেকে অনেক দূরে অবস্থান করছে। আমার মনে হয় মেসি হাসলে দল হাসে। মেসিকে পিএসজির সবাই ভালোবাসে, তার বন্ধুদের সবাই তার তারিফ করে।’

গেল গ্রীষ্মকালীন দলবদলের বাজারে মেসি বাধ্য হয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। তবে মৌসুমটা মেসির মানে মোটেও ভালো কাটেনি। ৩৪ ম্যাচ খেলে করেছেন ১১ গোল, করিয়েছেন আরও ১৪টি। এমন ফর্ম আর যাই হোক মেসির সঙ্গে মানায় না। 

যদিও তিনি ফরাসি লিগ জিতেছেন, তবে সাবেক বার্সা অধিনায়ক এবার পিএসজির হয়ে নিজেকে নতুন করে চেনাতে মরিয়া। ছুটি ছোট করে অনুশীলনে ফেরা, গোলের জন্য ক্ষুধার্ত থাকা… সব মিলিয়ে মেসি এবার নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে বেশ আশাই দেখাচ্ছেন।

এমএসএম / এমএসএম

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ