নেইমার-রিভালদোর ছায়া তার মাঝে দেখেন জাভি
এখনো বার্সেলোনার জার্সি গায়ে একটা ম্যাচও খেলেননি তিনি। এরই মধ্যে বার্সা কোচ জাভি হার্নান্দেজ তার মাঝে দেখতে শুরু করেছেন নেইমার-রিভালদোদের মতো কিংবদন্তিদের ছায়া। বার্সেলোনায় নাম লিখিয়ে দলটির যুক্তরাষ্ট্র সফর আর হোয়ান গ্যাম্পার ট্রফির কিছু ম্যাচে খেলেছেন রাফিনিয়া। তাতেই যা ঝলক দেখিয়েছেন তা-ই দলের কোচকে মনে করিয়ে দিচ্ছে ব্রাজিলিয়ান কিংবদন্তিদের খেলা।
তবে এবার মূল মঞ্চে আলো কেড়ে নেওয়ার পালা। আজ রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২-২৩ মৌসুমটা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে বার্সা। তার আগে সংবাদ সম্মেলনে রাফিনিয়াকে নিয়ে প্রাথমিক মূল্যায়নটা করলেন জাভি, যেখানে টেনে আনলেন নিজের রিভালদো-নেইমারের স্মৃতিকে।
ব্রাজিলের দুই কিংবদন্তির সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে জাভির। এবার রাফিনিয়াকে দেখছেন কাছ থেকে। দেখেই তাকে অন্যদের চেয়ে আলাদা মনে হয়েছে সাবেক বার্সা অধিনায়কের।
আনুষ্ঠানিক ম্যাচ না খেললেও অনানুষ্ঠানিক অভিষেকটা মন্দ হয়নি তার। পাঁচ ম্যাচ খেলেছেন, করেছেন ২ গোল, যোগান দিয়েছেন আরও চার গোলে। এর মধ্যে এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে আছে তার একটি গোল। বক্সের বাইরে থেকে করা তার গোলটাই গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য।
এমন সব পারফর্ম্যান্সের পর রাফিনিয়াকে নিয়ে জাভির মূল্যায়ন, ‘আমার মনে হয় অন্যান্য সব খেলোয়াড়ের চেয়ে সে আলাদা। তার স্বভাবটা জাত উইঙ্গারদের মতো। সম্ভবত সে নেইমারের মতো, কিন্তু সে রিভালদোর মতো শট নিতেও পছন্দ করে। সে এই দুইজনের মিশেল।’
ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে কেন আলাদা মনে হয়, সেটাও জানালেন জাভি, ‘সে হুট করে ভেতরে ঢুকে যাবে, গোল করবে। ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা তার মাঝে আছে। আমরা তার ক্ষমতা সম্পর্কে জানি। যখন আপনি বার্সায় আসেন আর এই মনোভাব দেখান, তাই অনেক কিছু বলে দেয়।’
নেইমার বার্সেলোনায় চার বছর কাটিয়েছেন, গাদাগাদা গোল করেছেন-করিয়েছেন। বার্সাকে জিতিয়েছেন দুটো লিগ আর একটি চ্যাম্পিয়ন্স লিগ। রিভালদোও বার্সেলোনায় অজস্র গোল করেছেন, দলটির ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা আছে তার নামও।
স্বদেশী কিংবদন্তিরা অতীতে দারুণ সব কীর্তি গড়ে গেছেন বার্সায়। রাফিনিয়া জানালেন, তার অর্ধেকও যদি ছুঁতে পারেন, তাহলেও নিজেকে ধন্য মনে করবেন। নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘এটা যথেষ্ঠ থেকেও বেশি কিছু হবে। আমার দেশের অনেক খেলোয়াড় এখানে খেলে ইতিহাস গড়ে গেছেন। আমি তখন বার্সাকে অনুসরণ করা শুরু করেছি যখন থেকে রোনালদিনিও এখানে এসেছিলেন।’
‘নেইমারের দ্বারাও আমি অনেক প্রভাবিত হয়েছিলাম। তারা যা করেছেন, তার অর্ধেকও যদি আমি করতে পারি, তাহলে তা যথেষ্ট থেকেও বেশি হবে।’
বার্সেলোনায় যোগ দিয়ে শৈশবের স্বপ্ন সত্যি হয়েছে, জানান রাফিনিয়া। বলেন, ‘আমি আমার বাল্যকালের স্বপ্নকে ছুঁয়ে ফেলেছি, এমনটা মনে হচ্ছে। এখানে খেলতে পেরে আমি নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছি।’
বার্সায় যোগ দিলেও তার বার্সায় খেলা নিয়ে শঙ্কা ছিল বৈকি! স্যালারি ক্যাপ সমস্যায় যে তাকে দলে নিবন্ধিত করতে পারছিল না বার্সা! তবে সেই শঙ্কাটাও গত রাতে শেষ হয়ে গেছে, কাতালান ক্লাবটি নিবন্ধন করিয়েছে তিনিসহ রবার্ট লেভান্ডভস্কি, ফ্র্যাঙ্ক কেসি আর আন্দ্রেস ক্রিশ্চেনসেনদের। আজ রায়োর বিপক্ষে ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে আনুষ্ঠানিক অভিষেকটা হয়ে যেতে পারে ব্রাজিলিয়ান এই উইঙ্গারের।
এমএসএম / এমএসএম
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার