পাইকগাছায় সাংবাদিক পরিবারের জমি জবরদখলের অপচেষ্টা ভূমিদস্যুদের

আদালতের রায়, ডিগ্রি, নিষেধাজ্ঞা এবং প্রায় ৮০ বছরের দখলে থাকা খুলনার পাইকগাছায় সাংবাদিক মিজান ও তার শরিকদের সম্পত্তি জবরদখলের অপচেষ্টা করছে ভূমিদস্যুরা। ইতোমধ্যে তাদের চিংড়ি ঘেরের মাছ ও বাসার আসবাবপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া সাংবাদিক মিজান ও তার পরিবারের লোকদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে পৌরসভার গোপালপুরের নাসির, মজিদ গোলদার ও তার ভাড়াটয়ারা।
দৈনিক যুগান্তরের পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জিএম মিজানুর রহমান উপজেলার চেঁচুয়া গ্রামের মৃত বিশে গাজীর ছেলে। তাদের শিববাটী মৌজায় ৪.৭ একর পৈত্রিক সম্পত্তি অবস্থিত, ১৯৪৪ সাল থেকে আজ পর্যন্ত যা তাদের দখলে। বিআরএস রেকর্ডসহ হাল খাজনা পরিশোধ সেই থেকে। এই জমি নিয়ে প্রথম দিকে বিরোধ দেখা দিলে ১৯৪৭ সালে আদালতে বাটোয়ারা ও স্বত্বপ্রচার মামলা হলে প্রতিপক্ষ কোনাই গোলদারদের বিরুদ্ধে প্রাথমিক ও চূড়ান্ত ডিগ্রি হয়।
এরপর আদালতে রেকর্ড সংশোধনীয় মামলা হয়, রায় অনুপাতে ৫৪ ধারায় এসএ রেকর্ড সংশোধন করে বিশে গাজীর নামে নামপত্তন হয়। এরপরও আদালত থেকে নিষেধাজ্ঞা মামলা করে রায় ডিগ্রিপ্রাপ্ত হন বিশে গাজী। অবশেষে কোনাই গোলদাররা সবকটি মামলার হেরে যাওয়ায় তাদের আর কোনো উপায় না থাকায় তার বোন ছবি বিবিকে দিয়ে ডিগ্রি রদের মামলা করায়। ওই মামলায়ও হেরে যায় ছবি বিবি। পরে আবার আপিল মামলা করলে আদালত থেকে তা ডিসমিস হয়।
সম্প্রতি কিছু দালাল চক্র মামলায় হেরে যাওয়া কোনাই গোলদারের ওয়ারিশ ও ছবির ওয়ারিশদের নিয়ে এসএ রেকর্ড নিয়ে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ ৫৪ ধারায় আদালতের রায়ের মাধ্যমে রেকর্ড সংশোধন করে তা নামপত্তন করা হয়েছে। পৌরসভার অভ্যন্তরের জমি ও দাম অনেক বেশি হওয়ায় পেশীশক্তি ব্যবহার করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জবরদখলের অপচেষ্টা করছে।
এদিকে সাংবাদিক মিজানুর রহমান গংদের ঘেরের মাছ ও বাসার আসবাবপত্র লুটপাট করেছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
এদিকে সাংবাদিক মিজান, তার ভাই অ্যাড, জিএম আমজাদ হোসেন, ভ্রাতুষ্পুত্র খায়রুল, মিলনকে লাঞ্চিত করে নাসির গোলদার ও তার ভাড়া করা সন্ত্রাসীরা। এব্যাপারে প্রতিবাদ করায় তারা প্রকাশ্য সাংবাদিক জিএম মিজানুর রহমান ও তার পরিবারকে জানমালের ক্ষয় ক্ষতির হুমকি দিচ্ছে। তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক জরুরি হস্তক্ষেপ ও আইনগত সহায়তার দাবি করেছেন।
এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত
Link Copied