ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চুলের যত্নে উপকারি তিসির তেল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২২ বিকাল ৫:৩৪

তিসির তেল চুলের জন্য বেশ উপকারি তা আমাদের অনেকেরই অজানা। তিসির তেল যেকোনো খাবারের কাচামালের দোকানে অথবা মুদির দোকানে পেয়ে যাবেন খুব সহজেই। আসুন জেনে নেই চুলের যত্নে এর কার্যকরীতা সম্পর্কে-

১. তিসির তেল চুল পোড়া বন্ধ করতে সাহায্য করে।

২. চুলে খুশকির সমস্যা দূর করে।

৩. চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে।

৪. চুলকে সিল্কি করে তোলে।

৫. চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে।

৬. চুলকে মজবুত করে।

৭. চুল ঘন হতে তিসির তেল বেশ কার্যকরী।

ভালো উপকার পেতে প্রতি রাতে ঘুমানোর আগে তিসির তেল দিয়ে হেয়ার ম্যাসাজ করে ঘুমাতে পারেন। এতে করে রক্ত সঞ্চালন ভালো থাকবে এবং চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। 

প্রীতি / প্রীতি