পাবনায় প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা

পাবনার রামচন্দ্রপুরে পূর্বশত্রুতার জের ধরে সুমন প্রামাণিক (৩৮) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জুলাই) দুপুর ২টা দিকে সদরের দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর ৭নং ওয়ার্ড এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সুমন দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লার মৃত বাকিবিল্লাহ প্রামাণিকের ছেলে ও স্থানীয় বালু ব্যবসায়ী। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত সুমন প্রামাণিক শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে হত্যা করে বলে এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী হত্যাকাণ্ডে অভিযুক্ত খুনিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তিনটি বসতবাড়ি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত সুমন প্রামাণিকের স্ত্রী প্রত্যক্ষদর্শী রিমা খাতুন বলেন, আমার স্বামী অনন্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সময় একজন আমাকে বাড়ির উপরে এসে বলে আমার স্বামী সুমনকে কারা যেন মারছে। আমি দ্রুত সেখানে গিযে দেখি ওরা এলাকার আমাদের প্রতিবেশী টিটু, মিঠু, সঞ্জু, মান্না সকলের হাতে ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীকে মারছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও মারতে আসে। তাদের সাথে তাদের পরিবারের সদস্যরাও ছিল। খুনিদের সম্পর্কে চাচা সেলিম ও মানিক সেখানে উপস্থিত ছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহত সুমন প্রামাণিক প্রায় ৭ বছর বিদেশে ছিলেন। বিদেশ থেকে আসার পর স্থানীয় দোগাছি ইউনিয়েনের চেয়ারম্যান আলী হাসানের গাড়ি চালাতেন। সম্প্রতি তিনি ওই কাজ ছেড়ে দিয়ে বালুর ব্যবসা শুরু করেন। গত বছর একই এলাকার কাউন্সিলর বকুল শেখকে হত্যা করা হয়। নিহত সুমন বকুল শেখের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বকুল হত্যাকাণ্ডের ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের সম্পর্ক থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে পরিবার এই হত্যাকাণ্ডের সঠিক কারণ বলতে পারেনি। কী কারণে এবং কীসের জন্য তাকে হত্যা করা হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি পরিবারসহ স্থানীয়দের।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে আমরা তদন্ত করছি। পূর্বশত্রুতার জের ধরে হত্যাকান্ডের ঘটনা হয়ে থাকতে পারে। হত্যাকারীদরে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। আশা করছি সল্প সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
