চুলের যত্নে টকদইয়ের হেয়ার প্যাক

ঝলমলে সুন্দর চুল কে না চায়? তাই চুলকে আরও সুন্দর দেখাতে আমরা নানান রকম প্রসাধনী ব্যবহার করি যা চুলকে আরও ক্ষতির মুখে ঠেলে দেয়। চুলের প্রয়োজন বিশেষ যত্নের যা ঘরোয়া ভাবেই নেয়া সম্ভব। এতে করে চুলের কোন ক্ষতি হয়না এবং আপনি পাবেন ঝলমলে চুল।
চুলের যত্নে টকদই বেশ কার্যকরী। টক দই দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। টকদই এর হেয়ার প্যাক চুলের হারিয়ে যাওইয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে। টক দই ও মেথি বাটা দিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া মেথি চুলকে সিল্কি করতে সাহায্য করে।
পাকা কলা এবং টক দই একসাথে পেষ্ট করেও চুলে ব্যবহার করতে পারেন হেয়ার প্যাক হিসেবে। এর সাথে সামান্য মধু মিশিয়ে নিন। এই প্যাক ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে।
একটি ডিম ফেটে ১ টেবিল চামচ টকদই এবং ১ চা চামচ অলিভওয়েল তেল দিয়ে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যবান একটি হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক চুলকে রাখে সুন্দর এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
প্রীতি / প্রীতি

মিষ্টি পেয়ারা চিনবেন কীভাবে?

খেজুর কতটা উপকারী?

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার

মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়
