ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এক চার্জেই চলবে ৫০০ কিলোমিটার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ১:৩৪

যতই দিন যাচ্ছে ততই বাড়ছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তাও বাড়ছে। একদিকে জ্বালানি খরচের ঝামেলা যেমন নেই তেমনি এই গাড়ি এক চার্জে চলে অনেক দূর পর্যন্ত। বলা যায় জ্বালানির দাম যে হারে বাড়ছে তাতে বৈদ্যুতিক গাড়িই হবে আগামী দিনে একমাত্র ভরসা।

ওলা গাড়ির জগতে পুরোনো হয়েও এবারই প্রথম সংস্থাটির বৈদ্যুতিক গাড়ি আসছে বাজারে। সংস্থাটি তার প্রথম ইলেকট্রিক চার-চাকা গাড়িটিকে দেশের ‘সবথেকে স্পোর্টিয়েস্ট’ গাড়ির আখ্যা দিচ্ছে। আসন্ন বিদ্যুচ্চালিত গাড়িটির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর অল-গ্লাস রুফ। পাশাপাশি ওলার ইলেকট্রিক গাড়িতে অ্যাসিস্টেড ড্রাইভ প্রযুক্তি দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গেই কিলেস অপারেশন অর্থাৎ চাবি ছাড়াই গাড়িটি চালানোর যাবে বলেও জানানো হয়েছে।

সংস্থার সিইও ভবিশ আগরওয়াল আগেই ট্যুইটারে লিখেছিলেন, সোমবার সেই গাড়ি সামনে আনলেন তিনিই। ঘোষণা করলেন, ওলার তৈরি করা এটিই সবচেয়ে উচ্চমানের স্পোর্টস কার। এটিতে রয়েছে কাচের আবরণের ছাদ। ফলে গাড়িটি দেখতে অন্য অনেক গাড়ির থেকে একেবারে আলাদা। এছাড়া গাড়িটিতে রয়েছে উচ্চগতির জন্য বিশেষ সুবিধা। মাত্র চার সেকেন্ডে গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারবে।

এছাড়া গাড়িটি একবার চার্জ দিলে চলবে ৫০০ কিলোমিটার। অতিরিক্ত ফিচারের মধ্যে ওলার আসন্ন বিদ্যুচ্চালিত ইলেকট্রিক গাড়িটিতে থাকছে ০.২১ এর ড্র্যাগ কোএফিশিয়েন্ট। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে ২০২৪ সালে এটি ভারতের বাজারে আসতে পারে গাড়িটি। তবে নির্দিষ্ট মাস বা তারিখ এখনো ঘোষণা করা হয়নি। গাড়িটি এখনো ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে।

সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

প্রীতি / প্রীতি

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে

স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে

গুগল ক্রোম বিক্রি করতে হবে না!

সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি