ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন যেন থামছেই না


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৯-৮-২০২২ রাত ৮:৬
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন যেন থামছেই না, প্রশাসন রয়েছেন নীরব ভূমিকায়। প্রশাসন বলছে তাদেরকে আটক করা সম্ভব হচ্ছে না আর স্থানীয় জনগণ বলছে পাঁচহাট বাজারেই থাকে নৌকাসহ ড্রেজার মেশিন। দীর্ঘদিন যাবত নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদ থেকে অত্র উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজার পর্যন্ত একদল বালু দস্যু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সরকার  যেমন হারাচ্ছে রাজস্ব ঠিক তেমনি নদীর তীরবর্তী গ্রাম গুলো পড়ছে হুমকির মুখে।
 
 অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর, রসুলপুর ও গাজীপুর ইউনিয়নের চরগ্রাম দিনে দিনে বিলীন হয়ে পড়ছে যেন দেখার কেউ নেই। জনমনে প্রশ্নের উদ্বেগ দেখা দিয়েছে কার ঈশারায় এভাবে বালু দস্যুরা বালু উত্তোলন করে চলছে। তারা কি এতই শক্তিশালী?  
গত ১৭ আগষ্ট গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের বাসিন্দা তাঁর ফেসবুক আইডি থেকে "ভাসতে  চাই না, বাঁচতে চাই" শিরোনামে একটি পোস্ট দিয়েছেন তাতে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তৈরী হয়েছে। তিনি তাঁর আইডিতে "ভাসতে চাই না,বাঁচতে চাই" পর্ব (১) এ উল্লেখ করেন, খালিয়াজুরী উপজেলার ৬নং গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের চলতি ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে বিলীন প্রায় চরপাড়া গ্রামের শতাধিক পরিবার। এই ভাবে আর কিছু দিন চলতে থাকলে ধনু নদীতে বিলীন হয়ে যাবে পুরো পাচঁহাট গ্রাম ও দৈলং বিলের পাশে থাকা গ্রামের ধানের ফসলি জমি। 
সরেজমিন দেখা যায়, অবৈধভাবে প্রতিদিন ভোর থেকে মধ্য রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টাই ৫ থেকে ৭টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আর তা ৮-১০ টি ভল্কহেড ও কার্গো দিয়ে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। এইভাবে বালু উত্তোলন করা সম্পূর্ণ ভাবে অবৈধ। যে চক্রটি বালু উত্তোলন ও বিক্রি করছে তাদের এ-সংক্রান্ত কোনো অনুমতি বা অনুমোদনও নেই। প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার বালু। পেশিশক্তির বলে সিন্ডিকেটটি অবৈধভাবে বালু বিক্রি করে আসছে। এ জন্য এলাকায় মধ্যে চরম ক্ষোভ, তীব্র অসন্তোষ ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। জানতে চাইলে ড্রেজার মালিক সাফ সাফ জানিয়ে দিলেন, আমরা সবসময়ই স্থানীয় চেয়ারম্যানের লোক।  যখন যে চেয়ারম্যান থাকেন  ওই চেয়ারম্যানের একটি সিন্ডিকেট থাকে, তাদের তত্ত্বাবধানে আমরা এই বালু উত্তোলন করি।
প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করে টাকার পাহাড় গড়ছে। আর বালুর উত্তোলনের প্রভাবে চড়পাড়া প্রায় বিলুপ্তের পথে এবং পাঁচহাট গ্রাম সহ ধনু নদীর পাড়ের ফসলি জমি ঝুঁকিতে। নিজেদের বসত ভিটার টানে সকলে এগিয়ে আসুন। চুপ থাকা মানে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছেন! 
ধারাবাহিক এই দুর্নীতি ও অনিয়ম এর পর্ব দেখার জন্য চোখ আমার এই ফেইসবুক আইডিতে।
অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন বলেন,এ বিষয়ে আমার কোন হাত নেই। তবে শুনেছি ফেসবুকে অনেক লেখালেখি করছে তাতে আমি এ বিষয়ে সম্পৃক্ত নই। অবৈধভাবে বালু উত্তোলনে চড়পাড়া গ্রাম ঝুকিতে পড়ছে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন যাবত বালু উত্তোলন চলছে তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে অবগত করেছি। এখন তারা কি পদক্ষেপ নিবেন এটা তাদের বিষয়। আব্দুর রউফ স্বাধীন আরো বলেন যারা বালু উত্তোলন করছে তারা নাকি বি আর টি এর অনুমতি নিয়ে এসেছে। অনুমতির কাগজপত্র নিজে দেখেছেন কি না জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। 
 
 অপরদিকে চাকুয়া ইউনিয়নেও চলছে অবৈধভাবে বালু উত্তোলন। লেপসিয়া বাজার কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন,লেপসিয়া বাজার বনিক সমিতির সভাপতি আঃ কুদ্দুছ মিয়া তাঁর নিজস্ব কয়েকটি ড্রেজার মেসিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে সরকার হারাচ্ছে রাজস্ব  আর নুরালীপুর ও রসুলপুর গ্রাম বিলীনের দিকে ধাবিত হচ্ছে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন,আমি নিজেও দেখেছি এ ফেসবুকে লেখালেখি হচ্ছে। তবে অবৈধ বালু উত্তোলন কারীদের ধরার জন্য প্রশাসন তৎপর রয়েছে। বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা যায়নি। অবৈধ বালু উত্তোলনকারীদের আটক করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। 
 
অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে  ও  গ্রামগুলিকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা  নিবে সরকার এমনটাই আশাবাদ ব্যক্ত করেন ভুক্তভোগী জনসাধারণ। 

এমএসএম / এমএসএম

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা

দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন

মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ

বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.

বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট আটক