ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাতের ব্যথার লক্ষণ ও করণীয়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ২:৩৬

বাতের ব্যথা খুব পরিচিত একটি রোগ। এই রোগে সাধারণত দেহের জোড়া, আঙ্গুল, পায়ের বুড়ো আঙুলের গিড়া অথবা গোড়ালি আক্রান্ত হয়ে থাকে। যে কেউ, যেকোনো বয়সে এই রোগে আক্রান্ত হতে পারেন।


আসুন জেনে নেয়া যাক এই রোগের লক্ষণগুলো-

নখে, হাতের কব্জি, কুনুইসহ বিভিন্ন স্থানে প্রচুর ব্যথা অনুভব হওয়া।
পায়ের গোড়ালি এবং জোড়ায় অত্যাধিক ব্যথা অনুভব করা।
অল্প অল্প জ্বর হওয়া।
ব্যথা কমে যাবার পরেও বাতের ব্যথায় আক্রান্ত স্থান ফুলে থাকা।

উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে দ্রুত অভিজ্ঞ অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।একইসাথে রোগীকে যতটা সম্ভব বিশ্রামে রাখতে হবে। ভারি কাজ থেকে বিরত থাকবে হবে। বেশি পরিশ্রমের কাজ কমাতে হবে। আক্রান্ত স্থানে প্রতিদিন সরিষার তেল মালিশ করতে হবে, এতে আরাম মিলবে।

প্রীতি / প্রীতি