ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পুষ্টিগুণে ভরপুর চিয়া সিড


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ২:৫১

পুষ্টি সম্পন্ন একটি খাদ্য চিয়া সিড। শরীরের জন্য বেশ উপকারি চিয়া সিড। এতে রয়েছে ভিটামিন সি যার শরীরের জন্য বেশ কার্যকরী। এছাড়া চিয়া সিড শরীরের আয়রন এর ঘটতি পূরণ করতেও সাহায্য করে।

প্রতিদিন সকালে চিয়া সিড পানির সাথে মিশিয়ে খালি পেটে খেলে খুব উপকার পাবেন। এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া যেকোনো ফলের শরবতের সাথে চিয়া সিডের বিজ মিশিয়ে খেতে পারেন। এছাড়া সালাদের সাথেও মিশিয়ে খেতে পারেন।

আসুন জেনে নেয়া যাক এর উপকারিতা সম্পর্কে-

# শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে।

# শরীরে প্রোটিন যোগায়।

# হাটুর ব্যথা দূর করে।

# শরীরের বাড়তি মেয়াদ ঝরাতে সাহায্য করে।

# ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে।

# হজমে সাহায্য করে।

# ঘুম ভালো হয়।

# রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 

প্রীতি / প্রীতি