ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে বিজয়ের সঙ্গী হচ্ছেন নাঈম?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১১:৫১

এশিয়া কাপে বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে এতদিন ছিল রাজ্যের অনিশ্চয়তা। তবে অনিশ্চয়তার সে মেঘ হয়তো কাটতে শুরু করেছে নেট অনুশীলনে নাঈমের পাওয়ার হিটিং ব্যাটিং দেখে। আগেই জানা ছিল দলের হয়ে ওপেন করবেন বিজয়, তবে জানা ছিল না তার সঙ্গী কে হবেন--গতকাল নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথায় কিছুটা স্পষ্ট হলো বিজয়ের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে নাঈম শেখকে।

এর আগে সোহানের ইনজুরিতে কপাল খুলে যায় নাঈম শেখের। কেননা প্রথম ঘোষিত দলে ছিলেন না এই ওপেনার। সর্বশেষ ক্যারিবিয়ান সফরে গিয়ে ‘এ’ দলের হয়ে করেছিলেন এক সেঞ্চুরি আর তাতেই বাজিমাত, সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপ দলে। গত দুই দিনে নেটের অনুশীলনে নাইমকে দেখা গিয়েছে ঝড় তুলতে আর তাতেই নির্বাচক সুমনের ওপেনিংয়ের ভাবনায় রয়েছেন নাঈম।

এ বিষয়ে সুমন বলেন, ‘(এনামুল) বিজয় অবশ্যই খেলবে। তার সঙ্গী কে হবে, আমরা আগামী দুয়েক দিনের মধ‍্যে ঠিক করে ফেলব। আমাদের মাথায় তো আছেই সেট আপ, দেখা যাক শেষ পর্যন্ত কী করি। নাইমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা আছে আমাদের। আমরা সম্ভাবনাটা খোলা রাখছি। এখনও ঠিক করিনি কে ওপেন করবে। তবে অবশ‍্যই নাঈম একটা অপশন। কারণ, এর আগেও সে টি-টোয়েন্টিতে ওপেন করেছে।’

দুবাই যাওয়ার আগে বাংলাদেশ দলের ওপেনিং ভাবনায় ছিল মুশফিক-সাকিবের নাম। তবে ধারণা করা হচ্ছে সে ভাবনা থেকে বের হয়ে এসেছে টিম টাইগার্স। গেল দুই দিনের অনুশীলনে নাইমের বড় বড় পাওয়ার শট নির্বাচকদের মন ভরিয়েছে। সে যদি সুযোগ পায় তাহলে ম্যাচেও এমন ব্যাটিং অব্যাহত রাখবে বলে আশাবাদী বাশার।

তার ভাষ্য, ‘আমরা এখন (টি-টোয়েন্টিতে) ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। নাঈমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাঈম খেলে, অবশ‍্যই সে সেভাবে (আক্রমণাত্মক) খেলার চেষ্টা করবে। আমরা আসলে ঠিক করিনি ওপেন কে করবে।’

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

এমএসএম / এমএসএম

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার