ইউরোর সেমিতে কে কার মুখোমুখি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। সেমিফাইনাল খেলার টিকিট পেয়েছে স্পেন, ইতালি, ডেনমার্ক ও ইংল্যান্ড। এখন এই চার দল ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায়।
সেমিফাইনালের দুটি সহ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ স্পেন। আর দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।
এবার ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার পর ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ইতিহাস গড়ার কথা জানান।
সাউথগেট বলেন, ‘এখনও অনেক দূর যেতে হবে আমাদের। সামনে এখন এটিই লক্ষ্য। কখনও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারিনি আমরা। এবার সুযোগ এসেছে ইতিহাস গড়ার।’
তবে তাদের সেমিফাইনালের প্রতিপক্ষ ডেনমার্কও বেশ উজ্জীবিত ফুটবল খেলছে। আসরের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ান এরিকসেন অসুস্থ হয়ে মাঠ ছাড়ার পর দুটি ম্যাচ হেরে যায় তারা। পরে সেই হতাশাকেই শক্তিতে রূপ দিয়ে দারুণ পারফরম্যান্সে এগিয়ে যায় একের পর এক বাধা টপকে।
এদিকে, ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ অপেক্ষা করছে ইতালি-স্পেন ম্যাচে। ২০০৮ ও ১৯৬৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটির দুটো ট্রফি আছে লা রোজাদের। অন্যদিকে ইউরোতে ইতালির একমাত্র সাফল্য সেই ১৯৬৮ সালে। ২০১২ সালের ফাইনালে শিরোপা হারিয়েছিল এই স্পেনের কাছেই।
সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল
ইতালি বনাম স্পেন
৬ জুলাই, মঙ্গলবার (রাত ১টা)
দ্বিতীয় সেমিফাইনাল
ইংল্যান্ড বনাম ডেনমার্ক
৭ জুলাই, বুধবার (রাত ১টা)
প্রীতি / প্রীতি

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

বাংলাদেশের সিরিজ জয় নাকি নেদারল্যান্ডসের ম্যাচে ফেরা

মৌসুমে প্রথম হোঁচট বার্সার, গোলরক্ষকের দৃঢ়তায় হার থেকে রক্ষা

বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৩ গোল বাতিলের ম্যাচে রিয়ালকে জেতালেন ভিনিসিয়ুস-গুলার

তিন চমক রেখে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ

আন্তর্জাতিক সিরিজের মোড়কে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ

কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল
