ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সাতকানিয়ায় কাজীর বিরুদ্ধে ভুয়া বিয়ে করানোর অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ১১:৫৫

চট্টগ্রামের সাতকানিয়ায় মাত্র নবম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীকে ভুয়া জন্মসনদের মাধ্যমে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতে কাজী খলিলুর রহমানকে আসামি করে মোট ১২ জনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। শুক্রবার মামলার বাদী আলী আহমদ গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আসাদতলী এলাকার আবু তাহেরের বিরুদ্ধে তার কন্যার জন্মসনদে জালিয়াতি করে ফুঁসলে এক যুবকের সাথে বিয়ে দেয়ার অভিযোগ করেছেন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত মোজাহের মিয়ার ছেলে আলী আহমদ। এ ঘটনায় আলী আহমদ বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছিলেন। পরবর্তীতে ওই অভিযোগ অনুসারে আদালতে সিআর মামলা দায়ের করেন।

আদালতে দায়ের করা অভিযোগমতে ও স্থানীয় সূত্রে জানা যায় গত ১০ আগস্ট সন্ধ্যায় আলী আহমদের ছেলে মোহাম্মদ জোনায়েদকে আবু তাহের মুঠোফোনে বাড়িতে ডেকে নিয়ে যান। জোনায়েদের সাথে আরো ২ বন্ধুও যান আবু তাহেরের বাড়িতে। কিন্তু তিনজনকে সুকৌশলে আটকে রাখেন আবু তাহের। পরদিন জোনায়েদের ২ বন্ধুকে ছেড়ে দিলেও ছাড়া হয়নি জোনায়েদকে। জোনায়েদ থেকে যায় আবু তাহেরের বাড়িতে। আবু তাহের ১১ আগস্ট শহরে নিয়ে গিয়ে ভুয়া জন্মসনদ দিয়ে তার নবম শ্রেণিতে অধ্যয়নরত মেয়ের বয়স ২১ বছর দেখিয়ে বিয়ে পড়িয়ে দেন।

অনুসন্ধানে জানা যায়, মেয়ের বিয়ের বয়স না হওয়ায় স্থানীয় কাজী আবু তাহেরের মেয়ে বিয়ে পড়াতে অপারগতা প্রকাশ করলেই শহরে গিয়ে বিয়ে পড়ান। কিন্তু সেখানেও জালিয়াতি করে বিয়ের তারিখ বসানো হলো ২৯/৭/২০২২।অথচ জোনায়েদ আবু তাহেরের বাড়িতে গেল ১০ তারিখ সন্ধ্যায়।

এদিকে, আবু তাহেরের মেয়ে লেখাপড়া করে মীর্জারখিল বাজারের দক্ষিণ পাশের একটি দাখিল মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে নবম শ্রেণিতে যে পড়ে তারও সত্যতা পাওয়া যায়। নবম শ্রেণির হাজিরা খাতায় দেখা যায়, আবু তাহেরের কন্যার রোল নং ৭৩। সে হিসাবে বয়স ১৪ বছর। কিন্তু জন্মসনদ নেয়া হলো ২১ বছর বয়স দিয়ে।

সাতকানিয়া থানার এসআই সুব্রত দাশ আসাদতলীতে আবু তাহেরের বাড়িতে গেছেন বলেও নিশ্চিত করেন অভিযোগের বাদী আলী আহমদ।

অভিযুক্ত আবু তাহের বলেন, জোনায়েদের জন্য আমার মেয়ের আরেকটা বিয়ের কাবিন ভাঙতে হলো। জোনায়েদই প্রথমে বন্ধুদের নিয়ে আমার মেয়েকে শহরে নিয়ে কোর্ট ম্যারেজ করতে চেয়েছিল। কিন্তু কোর্ট বন্ধ থাকার কারণে সে বিয়ে করতে না পারায় আমার মেয়েকে তার বন্ধুদের দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিলে সমাজে আমার সম্মান নষ্ট হয়। পরে আমি কৌশলে জোনায়েদকে ডেকে তার ইচ্ছা মোতাবেক আমার মেয়েকে তার কাছে বিয়ে দিই। এখানে জোরাজুরির কিছুই ছিল না। তবে স্থানীয়ভাবে বিয়ে পড়ানো হয়নি, সেটাও স্বীকার করেন তিনি।

এদিকে মানবাধিকার নেতা ও পরিবেশ নিয়ে কাজ করা সাতকানিয়ার সরোয়ার কামাল বলেন, আমি মেয়েটির জন্মসনদ থেকে শুরু করে পিএসসির সনদ, চেয়ারম্যানের প্রত্যয়ন, মাদ্রাসার রেজিস্টারের তথ্য; সবকিছু নিয়ে চট্টগ্রামের কাজীর দেওড়ী এলাকার কাজী খলিলুর রহমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে ভুক্তভোগী আলী আহমদকে মামলা করার পরামর্শ দিয়েছি। এ মামলায় মূলত মেয়ের পরিবার ফেঁসে যাবে।

এমএসএম / জামান

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টেকসই কৃষির লক্ষ্যে মহম্মদপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন

এসডিআই চট্টগ্রাম জোনের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক সেবনে যুবকের কারাদণ্ড