সাতকানিয়ায়-ব্যবসায়ী নাছিরের জায়গা দখলের জন্য মরিয়া একটি প্রভাবশালী সিন্ডিকেট

চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের ব্যবসায়ী নাছিরের জায়গা দখলের জন্য মরিয়া একটি শক্তিশালী ভুমিধস্যু চক্রের সিন্ডিকেট।আর এমন প্রভাবশালী সিন্ডিকেটের বিষয়ে আশংকা প্রকাশ এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাতকানিয়া থানায় অভিযোগও করেছেন ভুক্তভোগী সাতকানিয়ার কেরানীহাটের পোল্ট্রি ব্যবসায়ী মোঃনাছির উদ্দিন(৬০)
আজ শনিবার( ১০ই সেপ্টেম্বর) ভোরবেলা উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাদারবাড়ির মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল গফুর গং ৩০/৩৫জন বহিরাগত লোক নিয়ে পোলট্রি ব্যবসায়ী নাছির উদদীনের দীর্ঘ একযুগেরও বেশী দখলে রাখা জায়গায় রাতের আঁধারে একটি টিনশেড ঘর বেধেঁ বেদখল করার পায়ঁতারা চালানোর অভিযোগ ওঠেছে।অভিযোগও স্থানীয়সূত্রে জানাযায়-ব্যবসায়ী নাছির উদদীন উপজেলার জনাঁর কেওঁচিয়ার মৌজা থেকে মৃত আব্দুর রশিদের ছেলে মোঃসোলাইমান থেকে আরএসও বিএস রেকর্ড পর্যালোচনাপূর্বক ২০১৩সালের ১২ই মার্চ জায়গা খরিদ করেন।
ওই জায়গা নিয়ে একবার ২০১৬সালেও স্থানীয় ওয়ারিশের একাংশ মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল গফুর,এবং গফুরের ছেলে মোঃআরিফ,সাইফুল,সাকিবরা প্রশ্ন উত্থাপন করে গফুর নিজেই নাছিরকে বিক্রি করে দেয়া( মূল মালিক)বিএস রেকর্ডীয় মালিক সোলেমানের বিরুদ্ধে ১৪৫ধারা জারী করলে তখন সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড তৎকালীন বাদী গফুরের বিরুদ্ধে প্রতিবেদন প্রদান করেন।গফুরের করা মিস-মামলা নং ছিল ১১৩৬/২০১৬-আর সরেজমিনে গিয়ে গোপনেও প্রকাশ্যে ভুমি অফিস কর্তৃপক্ষ মিছ মামলার বাদী গফুরের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন গত ২০১৬সালের ২৪শে সেপ্টেম্বর।
পরে বিবাদী সোলেমানও ব্যবসায়ী নাছিরের পক্ষে ওই প্রতিবেদন আদালত গ্রহন করে ওই মিস- মামলাটিকে নথিজাত করার আদেশও প্রদান করেন।এর কিছুদিন পর স্থানীয় মানগন্য ব্যক্তিবর্গের সমন্বয়ে স্থানীয় তাহেরকে দিয়ে মাটি ভরাট করে এখন অবধি দখলে আছেন ব্যবসায়ী নাছির উদদীন শুধু তাই নয়-ব্যবসায়ী নাছির তার নিজের নামে খরিদা মালিক হিসেবে সৃজিত খতিয়ানও সৃজন করেন। স্থানীয়রা জানান-কেঁওচিয়ার মৌজার জায়গার দর বেড়ে যাওয়ার লোভে সাইফুলরা এই দখলবাজির খেলায় মেতেছে।
এদিকে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দেয়া পোল্ট্রি ব্যবসায়ী নাছির উদদীন বলেন-আব্দুল গফুরদের ওয়ারিশ সোলেমান থেকে আমি ২শতক জায়গা খরিদ করে মাটি ভরাট করে এখন পর্যন্ত ভোগদখলে আছি সম্পূর্ন শান্তিপূর্ণ ভাবেই।কখনো ঝগড়া-ঝামেলা ছিলনা তবুও ২০১৬সালে আমার খরিদা জায়গার দখলেরও মালিকানার কাগজপত্রের বিষয়ে প্রশ্ন তোলেছিলেন আজকের এই আব্দুল গফুর।আর সেই প্রশ্নের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে একটি ১৪৫ধারার ফৌজদারি মিস-মামলাও করেছিলেন, পরে সাতকানিয়া থানা এবং সাতকানিয়া উপজেলা ভূমি অফিস সরেজমিনে এসে নোটিশ জারী করেন,উভয় পক্ষকে ডেকে দফায় দফায় শুনানী করে বাদীর বিরুদ্ধে প্রতিবেদনও দিয়েছেন।কিন্তু গত ৪ঠা সেপ্টেম্বর আমি ব্যবসায়ীক কাজে একটু বাইরে গেলে ভূমিধস্যু আব্দুল গফুরও তার ছেলেরা মিলে আমার জায়গা দখল করার কু-মানসে কিছু বাশঁ গাছের খুঁটি দিয়ে ঘর করতে চাচ্ছে।
আমি থানায় অভিযোগ করে থানার কথা মত বার বার বৈঠকে বসলেও কোন সূরাহা পাচ্ছিনা।তাদেরকে পুলিশ প্রশাসন অ বাঁধা দিলেও তা কর্ণপাত করছেননা আব্দুল গফুরও তার ছেলেরা।তারই ধারাবাহিকতায় ভোরবেলায় কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে আবারো কাজ করেছেন-যা পুলিশ আগে বাধাঁ দেয়ার চেয়েও বেশী পরিমাণ কাজ তারা শনিবার ফজরের নামাজের আগে আগেই করে ফেলছেন।তারা জায়গার প্রকৃত মালিকও কাগজপত্র ঠিক থাকলে কেনইবা চুরি করে করে কাজ করবে!আমি আসলে এখন খুব অসহায়!আমি মূলত বিচার পাচ্ছিনা আমার বিরোধীপক্ষ প্রভাবশালী হওয়ার কারণেই।আমি আমার ভোগ-দখলীয় জায়গা আগের মত ফিরে পেতে চাই,তারা আমার থেকে পেলে কাগজপত্র দেখিয়ে নিয়ে যাক সমস্যা নেই।
আমার থেকে কাগজপত্র দেখিয়ে বৈঠকের মাধ্যমে নিয়ে যাক দিয়ে দিব তবে সন্ত্রাসী কায়দায় নয়-আমি ব্যবসায়ী হওয়ার কারণে তাদের সন্ত্রাসী কায়দার জবাব দিতে না পারাটাি এখন আমার ব্যর্থতা।তাদের দখলবাজির কারণে -ভোরে আমি সাতকানিয়া থানায় কল করলে ওসি সাহেবও ওসি তদন্তসহ আমার জায়গা পরিদর্শন করে গেছেন এবখ আরেকটি পেরেকও না মারার জন্য বলেছেন।
সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-খবর পেয়ে আমি নিজেই গেলাম স্পটে, দখল হয়নি দখল করতে দেয়া হবেনা,তবে দখল করার চেষ্টা চালিয়েছে একটি পক্ষ।
আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কিছুই সাতকানিয়ার জনপদে মোটেও ঘটতে দেয়া যাবেনা।
এদিকে সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন- জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে আপোষে না আসায় উভয়পক্ষকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিই।তবে আদালতের সিদ্ধান্তের আগে কেউ জায়গা দখল করতে পারবেনা।ওখানে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ কেইস নেয়া হবে।
এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
