ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

প্রযুক্তিপ্রেমীদের চমকে দিয়েছে অ্যাপল ওয়াচ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১২:৫০

এবারের অ্যাপল ওয়াচের সিরিজ এইটের স্মার্ট হাতঘড়িতে থাকছে কার ক্রাশ ডিটেকশন প্রযুক্তি। ব্যবহারকারী গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে দশ সেকেন্ডের মধ্যে সাড়া না দিলে নিজে থেকে জরুরি ফোন নম্বরে যোগাযোগ করবে এই স্মার্ট ওয়াচ। 

এ ছাড়া ৫ সেকেন্ড পরপর স্মার্ট ওয়াচটি কবজির তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে যোগ করবে অ্যাপল হেলথ অ্যাপে। 
আকৃতিতে আগের অ্যাপল ওয়াচের সঙ্গে এর খুব একটা পার্থক্য থাকছে না অ্যাপল ওয়াচ এইট সিরিজে। 

এতে থাকছে অ্যালুমিনিয়াম ক্যাসিং। ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার দুই সাইজে পাওয়া যাবে অ্যাপল ওয়াচ এইট। এর ব্যাটারি লাইফও বাড়ানো হয়েছে।

সূত্র : এভিজি

প্রীতি / প্রীতি