ভারতের মুখোমুখি বাংলাদেশ, জিতলেই গ্রুপসেরা
নারী সাফ ফুটবলে মালদ্বীপ ও পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ মেয়ে ফুটবল দলের বড় পরীক্ষা হবে ভারতের সঙ্গে। আজ কাঠমাণ্ডুতে এ ম্যাচ জিতলেই সাবিনারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যাবেন সাফ মহিলা ফুটবলের সেমিফাইনালে। ভারতও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া দল। তাদের সঙ্গে কখনো জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।
সাফ চ্যাম্পিয়নশিপের সব কয়টি শিরোপাই তাদের দখলে। তাই তাদের বিপক্ষেই হবে দেশের মেয়ে ফুটবলের আসল পরীক্ষা। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও বড় গলায় কিছু বলতে পারছেন না ম্যাচের আগে, ‘কোনো সন্দেহ নেই ভারত অনেক শক্তিশালী ও অভিজ্ঞ দল। এখন আমাদেরও অনেক অভিজ্ঞতা হয়েছে। ভালো কিছু করার জন্যই এখানে এসেছি আমরা। তা ছাড়া পুরো দল এখন ভালো ছন্দে আছে, আগের দুটি ম্যাচও জিতেছে দাপটের সঙ্গে। আশা করি, একটি ভালো ম্যাচ উপভোগ করবে দর্শকরা। ’
বাংলাদেশের মেয়ে ফুটবলারদের অভিজ্ঞতা অনেক বেড়েছে, এটা সত্যি। বয়সভিত্তিক দল থেকেই তারা একসঙ্গে খেলছে। সিনিয়র দলে সে রকম সাফল্য না পেলেও বয়সভিত্তিক টুর্নামেন্টে তাদের সাফল্য আছে। এবার সেই সাফল্যটা সিনিয়র দলে নিয়ে আসতে চান শিউলি আজিম, ‘ভারত শক্তিশালী হলেও আমরা লড়াই করব। ভালো ফল উপহার দিতে চাই এ ম্যাচে। ’
এটা কঠিন হলেও একদম অসম্ভব নয়। তাঁর সাহসের সঙ্গে আছে কৌশলী ফুটবল খেলার কথাও, ‘আমার মনে হয় আমাদের রক্ষণের ওপর একটু বেশি চাপ থাকবে। তাই রক্ষণ জমাট রেখে কাউন্টারে খেলাটাই হবে আমাদের কৌশল। ’ সাফে চারবারের মুখোমুখিতে ভারতের বিপক্ষে ১৮ গোল হজম করেছে বাংলাদেশ। এবার তাই গোল না খাওয়াটাও বড় চ্যালেঞ্জের হবে বাংলাদেশের জন্য।
প্রীতি / প্রীতি
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি