মাহমুদুল্লাহকে নিয়ে ধোঁয়াশা
ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে তিন দিনের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্প শেষে দল ঘোষণা কবে বিসিবি। এর আগে প্রশ্ন উঠেছে- দলে মাহমুদুল্লাহর নাম থাকবে কি না। তবে এই প্রশ্নের জবাবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কিছুটা ধোঁয়াশা রেখে দিলেন।
টানা ব্যর্থতার পর মাহমুদুল্লাহর জাতীয় দলে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এত আগেই সরাসরি উত্তর দিতে চাইলেন না সুজন। তিনি বলেন, 'টু আর্লি টু আন্সার! যেহেতু এখনও রিয়াদ ক্যাম্পে আছে সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। এখনও চিন্তা করিনি তা না, চিন্তা আছে মাথায়। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। দল করার সময় সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি থাকবে না বা রিয়াদকে আমাদের দলে প্রয়োজন আছে কি না। তবে এটুকু বলি- রিয়াদ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'
মূলত অভিজ্ঞতার কারণেই স্ট্রাইক রেট কম হওয়া সত্ত্বেও রিয়াদকে বিবেচনায় রাখার ইঙ্গিত দিয়ে সুজন বলেন, 'রিয়াদ কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না- এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। রিয়াদ যে অটোমেটিক চয়েজ না- সেটাও বলা যাবে না। আমাদের সবকিছু নিয়েই চিন্তা করতে হবে। দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করব।
রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ।'
প্রীতি / প্রীতি
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি