সকালের সময় টপ ১০ কর্পোরেট সংবাদ
১.মিনিকেট চাল বলে কিছু নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মিনিকেট চাল বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের দেশের প্রকৃতি যেমন অস্থির, দেশের ব্যবসায়ীরাও তেমনি অস্থির। চালের সরাবরাহ প্রচুর আছে। সেখানে চালের দাম বৃদ্ধি পাওয়াটা অনুচিত বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যখন চালের দাম রাতারাতি ৭-৮ টাকা বাড়িয়ে দিলো, আমি সেদিন সারারাত ঘুমাইনি। অফিসে সময়ের আগেই চলে আসি। সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে ১ তারিখে (সেপ্টেম্বর) ওএমএস চালু হবে। ওইদিন এটা আমরা উদ্বোধনও করেছি এবং এখনো চালু আছে।মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমাদের আরও অনেক পরিকল্পনা আছে। ভোক্তারা যাতে শান্তি পায়, দেশে যেন হাহাকার না হয়। সেভাবেই আমরা কাজ করছি। অবশ্য দেশে যে মজুত আছে তাতে হাহাকার সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মিনিকেট চাল বলে কিছু নেই। মিনিকেটের উৎপত্তি কোথায়। অনেক আগে উচ্চ ফলনশীল চিকন ধানের বীজ ভারত থেকে আমদানি করা হত। সেই বীজ মিনি প্যাকেটে আসতো। সেই মিনি প্যাকেট থেকে মিনিকেট নাম দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার এ নাম উচ্ছেদ করতে চেষ্টা করছে। এ বিষয়ে আইন অনুমোদনের অপেক্ষায় রয়েছে আইন মন্ত্রণালয়। বস্তার গায়ে নাম যাই লিখুক না কেন, ধানের জাত উল্লেখ থাকতে হবে। চালের ছাটাইয়ের একটা রেশিও থাকবে, তার বেশি ছাটাই করা যাবেনা।
দেশ এবং জনগণের উপকারে হবে এমন যেকোনো তথ্য জনসাধারণকে দেওয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোতাহার হোসেন। সংলাপে আরও উপস্থিত ছিলেন- বিএসআরএফের অন্যান্য সদস্যরা।
২.মেঘনা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। গত সোমবার অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৫ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৮ পয়সা। আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।
৩.ফের বাড়ল ডলারের দাম
নিজস্ব প্রতিবেদক
ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। ডলারের দাম আরও এক টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ৯৬ টাকা। যা আগে ছিল ৯৫ টাকা।সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এক টাকা বেশি দামে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার প্রতি ডলারের দাম ৯৫ টাকা ছিল। কিন্তু সোমবার তা বিক্রি হয়েছে ৯৬ টাকায়। এ নিয়ে চলতি বছরের শুরুর তুলনায় ডলারের দাম বাড়ল ১০ টাকা ২০ পয়সা। গত বছরের আগস্টে প্রতি ডলার ছিল ৮৫ টাকা।নতুন দামে ডলার বিক্রির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি খরচ বেড়ে গেছে। এতে দেশে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। তাই ডলারের দামও বাড়ছে।এদিন বিভিন্ন ব্যাংকের কাছে নতুন দামে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে চলতি অর্থবছরে রিজার্ভ থেকে মোট ২৮৩ কোটি ৪৫ লাখ ডলার বিক্রি করা হয়েছে। গত অর্থবছরে রিজার্ভ থেকে মোট ৭৬২ কোটি ১৭ লাখ ডলার বিক্রি করা হয়েছিল। গত বৃহস্পতিবার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।গত বছর রিজার্ভ বেড়ে ৪ হাজার ৮০০ কোটি ডলার হয়েছিল।
৪.বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
নিজস্ব প্রতিবেদক
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য আগামী তিন বছরে অর্থাৎ ২০২৩, ২০২৪, ২০২৫ মেয়াদে বাংলাদেশকে ৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।এ ঋণের পরিমাণ গত তিন বছরের তুলনায় ৮৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত জুলাইয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এ তথ্য জানায় সংস্থাটি। এডিবির বরাদ্দ ঋণের পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, ২০২৪ সালে ৩ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং ২০২৫ সালে ২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।ঋণের এ অর্থের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ দেশের মাথাপিছু জিডিপির ক্রমবর্ধমান অনুপাতে বাজারভিত্তিক শর্তে দেওয়া হবে। এর আগের ৩ বছরে এ ধরনের ঋণের পরিমাণ ছিল ৫৭ দশমিক ৫ শতাংশ।এই শর্তে বাংলাদেশ যে পরিমাণ অর্থ ঋণ পাবে সেটি পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর জন্য সুদের হার হবে লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের (এলআইওআর) সঙ্গে অতিরিক্ত দশমিক ৭৫ শতাংশ। এছাড়া ঋণের বাকি অর্থ পরিশোধের সময়সীমা একই থাকলেও সুদের হার হবে ২ শতাংশ।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশ। এরই মধ্যে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করেছে।জাতিসংঘের সাধারণ পরিষদে সুপারিশটি গ্রহণ করা হলেও চূড়ান্ত স্বীকৃতি পেতে বাংলাদেশকে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে ওই বছরের সাধারণ অধিবেশনে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের স্বীকৃতি পাবে।
৫.দীর্ঘমেয়াদী ঋণের অনুমতি পেয়েছে আইপিডিসি
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্স বাংলাদেশ ব্যাংক থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ঋণ সহায়তার অনুমোদন পেয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে কোম্পানিটি ১৫ মিলিয়ন ইউরো জার্মানি থেকে আর্থিক সহয়তা নেবে। যা দীর্ঘমেয়াদী ঋণের জন্য ব্যবহার করা হবে। কোম্পানিটি আরও জানায়, কিছু শর্তের মাধ্যমে এই অনুমোদনটি আসে। যার জন্য আইপিডিসিকে ঋণদাতার সাথে ঋণের শর্তাবলী নিয়ে পুনরায় আলোচনা করতে হবে।
৬.প্যাকেটজাত পণ্যে অতি মুনাফা করছে সুপারশপগুলো : ভোক্তা মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক
সুপারশপগুলোতে প্যাকেটজাত পণ্যে অতি মুনাফা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। তিনি বলেন, সুপারশপগুলো সর্বোচ্চ দামে প্যাকেটজাত পণ্য বিক্রি করে। সেক্ষেত্রে খোলা বাজার থেকে দামের ব্যবধান কখনো কখনো ২০ থেকে ৩০ শতাংশ হয়।মঙ্গলবার উৎপাদনকারী/সরবরাহকারী প্রতিষ্ঠান ও সুপারশপের প্রতিনিধিদের সঙ্গে প্যাকেটজাত নিত্যপণ্যের (চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ডাল, লবণ ইত্যাদি) মূল্য বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কোম্পানির প্রতিনিধি এবং সুপারশপ মালিকদের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মহাপরিচালক বলেন, সুপারশপে ১২০ টাকা কেজি দরে কেনা খোলা সুগন্ধি চাল প্যাকেটজাত করে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেটি হতে পারে না। এক কেজি চালের সর্বোচ্চ ৫ টাকা দামের ব্যবধান হতে পারে। কিন্তু প্যাকেটজাতে অস্বাভাবিক মুনাফার কারণে দামের প্রভাব পড়ছে খোলাবাজারে।তিনি বলেন, এর আগে আমরা যখন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা করেছি, তারা বলেছে, প্যাকেটজাত পণ্যের গায়ের দাম বাড়িয়ে চায় সুপারশপগুলো। সে কারণে পণ্যের গায়ের সর্বোচ্চ দাম বাড়িয়ে সরবরাহ করে কোম্পানিগুলো। ফলে দাম বৃদ্ধিতে তাদের হাত রয়েছে।
তিনি বলেন, এ ব্যবধান কমাতে কাজ করা হবে। কত দাম পর্যন্ত পণ্য বিক্রি করা যাবে সেটা নির্ধারণ করা দরকার।‘এছাড়াও বিভিন্ন আমদানি পণ্য বাড়তি দামে বিক্রি করা হয় সুপারশপে। আমদানি পণ্যে যথাযথ তথ্য থাকে না। সেগুলো দেখা হবে এখন থেকে।’ যোগ করেন তিনিএ সময় সুপারশপ মালিকরা খোলাবাজার থেকে তাদের পণ্যের দামের ব্যবধানের কারণ হিসেবে ৫ শতাংশ বাড়তি ট্যাক্স প্রদানের কথা উল্লেখ করেন। তারা ট্যাক্স প্রত্যাহারের অনুরোধ জানান। পাশাপাশি তারা দাম বাড়ানোর জন্য খুচরা ব্যবসায়ীদেরও দায়ী করেন।
৭.সবুজ কারখানার স্বীকৃতি পেল তিন পোশাক কারখানা
নিজস্ব প্রতিবেদক
ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সবুজ কারখানার স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড)’ সনদ পেল দেশের আরও তিন পোশাক কারখানা। কারখানা তিনটি হচ্ছে- ফতুল্লা অ্যাপারেলস, শরাফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ এবং ডেবোনেয়ার অ্যান্ড অরবিটেক্স নিটওয়্যার। তিনটি কারখানাই ইউএসজিবির সর্বোচ্চ মান প্লাটিনাম রেটিং পেয়েছে। এ নিয়ে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার মোট সংখ্যা দাঁড়াল ১৭১টিতে।সবুজ পোশাক কারখানা ভবন নির্মাণে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় নতুন তিনটিসহ দেশের ৫৩টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৪টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। চারটি কারখানা সাধারণ সনদ পেয়েছে। আরও বেশ কিছু কারখানা পাইপলাইনে রয়েছে।লিড সনদ পাওয়া নতুন কারখানার মধ্যে ফতুল্লা অ্যাপারেলস ১১০ রেটিং পয়েন্টের মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করেছে। সারাবিশ্বে নিটওয়্যার কারখানার মধ্যে এটি পাওয়া সর্বোচ্চ স্কোর। জানতে চাইলে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, নিট ক্যাটাগরির পোশাক কারখানার মধ্যে তাঁর ফতুল্লা অ্যাপারেলস শীর্ষ রেটিং পয়েন্ট পেয়েছে। ভবনের কাঠামো নির্মাণ থেকে পানির ব্যবহার জ্বালানির ব্যবহার সবকিছুর ওপর নির্দিষ্ট সূচক বিবেচনায় পয়েন্ট দেওয়া হয়। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁর কারখানায় পানির ব্যবহার এখন ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। সারাবিশ্ব থেকে উন্নতমানের মেশিনারিজ কারখানাটিতে স্থাপন করা হয়েছে। আরও উন্নত কোনো মেশিনারিজ আবিস্কার হলে তাও এনে প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।সবুজ কারখানা করার সুবিধা হচ্ছে ক্রেতা আস্থা। সাধারণত এ ধরনের কারখানায় উৎপাদিত পণ্যের গায়ে আলাদা একটি ট্যাগ থাকে। এর অর্থ হচ্ছে- পণ্যটি সবুজ কারখানায় উৎপাদিত। ফলে ভোক্তা পর্যায়েও আলাদা কদর থাকে। এসব কারণে ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো লিড সনদের কারখানাগুলোর প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে।
৮.বিশ্বব্যাংকের অর্থায়ন
বিদ্যুৎ খাতের ৬ প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিশ্বব্যাংক অর্থায়নের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যুত খাতের ছয়টি প্রকল্পে পরামর্শক নিয়োগ, জমি অধিগ্রহণসহ বিভিন্নকাজ দ্রুত শেষ করতে হবে।রোববার ও সোমবার বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পগুলো নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মধ্যে বৈঠক হয়। সভায় সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদ্যুৎ খাতের ছয় প্রকল্পকে ‘সমস্যাপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
সমস্যাকবলিত প্রকল্পগুলো হলো- বাংলাদেশ পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি অ্যান্ড ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট, এনহেন্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিওন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, ঘোড়াশাল চতুর্থ ইউনিট পুনঃ বিদ্যুতায়ন, পল্লী এলাকায় বিদ্যুতায়ন, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও বিদ্যুৎ বিতরণ আধুনিকীকরণ কর্মসূচি।ইআরডি সূত্রে জানা গেছে— বাংলাদেশ পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি অ্যান্ড ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রকল্পটি ২০১৭ সালে নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত মূলকাজ শুরু হয়নি। প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পর তাদের পরামর্শ অনুযায়ী প্রকল্পের মূল নকশা হবে। এনহেন্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিওন শীর্ষক প্রকল্পটির ৪৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। ২০২৪ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা। কোভিডের কারণে প্রকল্পটির বাস্তবায়নে ধীরগতি। এ ছাড়া ঘোড়াশাল চতুর্থ ইউনিট পুনঃ বিদ্যুতায়ন প্রকল্পটি পুনরায় সংশোধন করে বাস্তবায়ন করা হবে। বর্তমানে ৫৪টি প্রকল্প বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। এতে প্রায় ১৫০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।
সভায় অংশ নেওয়া ইআরডির একজন ঊর্ধ্বন কর্মকর্তা জানান, বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পগুলো বাস্তবায়নের গতি বাড়ানোর জন্য এ সভা হয়েছে। গতি বাড়াতে কি কি করতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে কী ধরনের প্রকল্পে বিশ্বব্যাংক বিনিয়োগ করবে, তা নিয়েও আলোচনা হয়।
দুই দিনব্যাপী সভায় ইআরডির নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব আবদুল বাকী এবং বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের পক্ষে নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন। প্রথম দিনে ইআরডি সচিব শরীফা খাতুন বক্তব্য দেন। ইআরডি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হলেও অনেকে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশ নেন।
৯. পাইকারি ও খুচরা ব্যবসায় ৯২ লাখ কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক
দেশের পাইকারি ও খুচরা ব্যবসায় কর্মসংস্থান বাড়ছে। পাশাপাশি এ ধরনের ব্যবসায় মূল্য সংযোজনও বেড়েছে। গত ১২ বছরে এ খাতে কর্মসংস্থান বেড়েছে ৩৯ লাখের বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশের ২৫ লাখ ৪১ হাজার পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ৯২ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।
বিবিএস গত রোববার পাইকারি ও খুচরা ব্যবসায় জরিপ-২০২১-এর ফলাফল প্রকাশ করেছে। এবারের জরিপে এ ধরনের ব্যবসায় নিয়োজিত স্থায়ী প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সর্বশেষ জরিপ হয়েছিল ২০০৯ সালে। ওই সময় জরিপে স্থায়ী ও অস্থায়ী ব্যবসায় নিয়োজিত সব প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়।
জরিপে দেখা গেছে, ২০২১ সালে দেশে পাইকারি ও খুচরা ব্যবস্থায় নিয়োজিত স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ২৫ লাখ ৪০ হাজার ৮৯৭। এর মধ্যে পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৮৪ হাজার ৩৪টি। আর খুচরা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫ লাখ ৩৯ হাজার ৪৫০। এর বাইরে ৩ লাখ ১৭ হাজার ৪০৯টি মোটরযান, মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা মেরামত প্রতিষ্ঠান রয়েছে।
২০০৯ সালে জরিপের সময় প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ছিল। ওই সময় দেশে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান ছিল ২৬ লাখ ৫০ হাজার ১২৪টি। যদিও এর মধ্যে অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। এই অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা কত, তা জরিপ প্রতিবেদনে অবশ্য উল্লেখ নেই। তবে গত দশকে দেশে পাইকারি প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে প্রায় চার গুণ। আর কমেছে খুচরা প্রতিষ্ঠানের সংখ্যা।
ব্যবসাপ্রতিষ্ঠান বাড়ার ফলে কর্মসংস্থানও বেড়েছে এ খাতে। ২০২১ সালের জরিপে দেখা গেছে, পাইকারি ও খুচরা ব্যবসার স্থায়ী প্রতিষ্ঠানগুলোতে ৯১ লাখ ৯৫ হাজার ৪২১ জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ২ লাখ ৩ হাজার ১৯১ জন নারী কর্মী। এসব প্রতিষ্ঠানে তিন থেকে ২০ জনের বেশি মানুষও কাজ করছেন। তিনজন কর্মীর প্রতিষ্ঠান সবচেয়ে বেশি। রয়েছে ব্যবস্থাপক, করণিক, বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন ধরনের বেতনভুক্ত কর্মী। আবার মালিক বা অংশীদার ও পারিবারিক অবৈতনিক কর্মীও রয়েছে এ খাতে। এ খাতে একক মালিকানা, অংশীদার, পাবলিক ও প্রাইভেট লিমিটেড ধরনের প্রতিষ্ঠানও রয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ বিষয়ে বলেন, সরকারি চাকরিতে সুযোগ বাড়েনি। অন্যদিকে দেশে বাজার বড় হচ্ছে। এ অবস্থায় বেসরকারি খাতে সামান্য বেতনে চাকরি বা বিদেশে গিয়ে কাজ করার চেয়ে অনেকেই নিজে কিছু করার চেষ্টা করছেন। ব্যবসায় ভালো মুনাফাও পাওয়া যাচ্ছে। যে কারণে স্থায়ী পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান এবং এ খাতে কর্মসংস্থান বাড়ছে। ছোট ব্যবসায়ীদের পুঁজির সহজ জোগান, সহজে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করা গেলে এ খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
জরিপের তথ্য বলছে, প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে ৩ দশমিক ৬২ জন কাজ করছেন; যা ২০০৯-১০ সালের জরিপে দেখা গেছে ১ দশমিক ৯৯ জন। অর্থাৎ প্রতিষ্ঠানপ্রতি কর্মীর সংখ্যাও বাড়ছে। প্রতিষ্ঠানের কর্মীদের পেছনে ব্যয়ও বেড়েছে।
১০.শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৪৬তম সভা

নিজস্ব প্রতিবেদক
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এরপরিচালক পর্ষদের ৩৪৬তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধানকার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিকদূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক উক্ত সভায় ডিজিটালপ্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশ গ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ ড.আনোয়ার হোসেন খান, এমপি, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো. তৌহিদুর রহমান, এ. কে. আজাদ, মো. নাছির উদ্দিন খান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, মিসেস জেবুননাহার ও ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত
পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য এএমএলন ও সিএফটি সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো আইএফআইসি ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা
তিতাস গ্যাসে প্রতিটি শেয়ারের বিপরীতে ২% নগদ লভ্যাংশ অনুমোদিত
অ্যাপার্টমেন্ট কেনার আগে ৫টি জরুরি বিষয়!
যমুনা ব্যাংক পিএলসি কক্সবাজারের হিমছড়িতে হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
*নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা*
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জন আটক