লামায় পার্বত্য নাগারিক পরিষদের পথসভা অনুষ্ঠিত
![](/storage/2022/September/FNHfnuJVHRDT0Iv9xewhkFzhPiINEJ3ksEuW92Bi.jpg)
১৪ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টায় লামা উপজেলায় আজিজনগর ইউনিয়ন জিপ স্টেশনে প্রধান সড়কে এই পথ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এ সময় প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামের কতিপয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন (জেএসএস, ইউপিডিএফ) সহ তাদের অঙ্গ সংগঠন প্রতিনিয়ত নিরীহ বাঙ্গালীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। গুম, হত্যা, নির্যাতন, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ সহ বর্বরতম সব ঘটনা ঘটিয়ে যাচ্ছে বাঙ্গালীদের উপর। এসব বর্বরতায় এবং অত্যাচারে বাঙ্গালীরা হারাচ্ছে তাদের ভিটেমাটি, এমনকি তাজা প্রাণও হারাচ্ছে অনেকেই। ১৯৯৭ সালের চুক্তির পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে এসব অত্যাচার চলে আসছে। আমাদের বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়া ও পত্রপত্রিকায় যেভাবে উপজাতীয়দের অনগ্রসর, পশ্চাৎপদ ও অসহায় চিহ্নিত করে একচেটিয়া শুধুমাত্র উপজাতি জন্য উন্নয়ন কর্মকাণ্ড চালানো হচ্ছে। যদি ও তারা বর্তমানে ততটা পশ্চাৎপদ নয়। বর্তমানে আমাদের দেশে অনেক বামপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ত্বরা শুধুমাত্র উপজাতিদের অধিকার, পশ্চাৎপদতা, অসহায়ত্বতা নিয়ে গবেষণার মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বে কাছে উপস্থাপন করছে যে পার্বত্য উপজাতিরা অনগ্রসর। কিন্তু তার বিপরীতে পার্বত্য চট্টগ্রাম দুর্গম পাহাড়ী এলাকাগুলোতে যে সব বাঙালী পরিবার উপজাতীদের চেয়ে অনেক বেশি অনগ্রসর, পশ্চাৎপদ ও বৈষম্যের শিকার তা নিয়ে কারো গবেষণা নেই, নেই কোন রিপোর্ট।
তিনি আরো বলেন, ‘বাস্তবিকভাবে দেখা যায় উপজাতীয়রা বর্তমানে মোটেও পশ্চাৎপদ নয়। প্রত্যক্ষভাবে দেখা যায় তারা বাংলাদেশের অন্যসব জেলার মানুষের চেয়ে অনেক উন্নত জীবন যাপন করছে। শিক্ষা, চাকুরী, ব্যবসায়-বানিজ্যে সর্বক্ষেত্রে তারা বাঙ্গালীর চেয়ে বহুগুনে প্রতিষ্ঠিত। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত হাজার হাজার উপজাতী ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সেনা অফিসার, প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা, এনজিও কর্মকর্তা-কর্মচারী, বিদেশী সংস্থার কর্মকর্তা। বিপরীত দিকে পার্বত্য অঞ্চলের বাঙালীরা হাজার থাক শতের কোটাও পার হতে পারেনি, যদিও বাঙালীরা সে অঞ্চলের মোট জনসংখ্যার অর্ধেক এবং উপজাতিদের তুলনায় দক্ষ।
তিনি বলেন, লক্ষ্য করলে দেখা যায়, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে ৮ম শ্রেণী পাস বেকার উপজাতীয় যুবক খুঁজে পাওয়া যাবে না একজনও। অথচ, বিপরীত দিকে একই অঞ্চলে বসবাসরত হাজার হাজার বাঙালী যুবক বেকার হয়ে দেশ ও অর্থনীতির বোঝা হয়ে রয়েছে। অগ্রাধিকারের নামে একচেটিয়া উপজাতীয় অদক্ষ যুবক নিয়োগের ফলে বঞ্চিত হচ্ছে বাঙালী শিক্ষিত যুবকেরা। ১৯৭৬ সালের পর থেকে অস্ত্রের মুখে, রাজনৈতিক চাপ প্রয়োগ করার মাধ্যমে যে কোন প্রতিষ্ঠানে একচেটিয়া পাহাড়ি যুবকদের নিয়োগ দিতে বাধ্য করছে পার্বত্য চট্টগ্রামের অনিবন্ধিত সংগঠন জনসংহতি সমিতি (জে.এস.এস), (ইউপিডিএফ) ও তার অঙ্গ সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রামের যে কোন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে বর্তমানে চাকুরীরত পার্বত্য বাঙালী কর্মকর্তা কর্মচারী খুঁজে পাওয়া দুষ্কর। একদিকে সরকারের তরফ থেকে দেয়া উপজাতি অগ্রাধিকার কোঠা, অন্যদিকে আঞ্চলিক পরিষদের চাপ, প্রয়োজনে তাদের অস্ত্রের ব্যবহারে চলছে প্রতিনিয়ত সুবিধা আদায়ের কৌশল।পথ সভায় উপস্থিত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা।
আরা উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক ও বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি এম. রুহুল আমিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সহ প্রমুখ।
পথসভায় আইনশৃঙ্খলা বজায় রাখতে লামা থানা পুলিশ ও সেনা সদস্যরা মোতায়েন ছিলেন।
এমএসএম / জামান
![](/storage/2025/February/nIKFlzFQAWxtZjUqEE6JuUmHCUFoYp9nLQQZrfNQ.jpg)
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
![](/storage/2025/February/QOJj9rgHCS8FmIrXcOxCSjTiV4xiWzEMSYkLkdDR.jpg)
নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
![](/storage/2025/February/FrEtnSUC7VUZJilGaP7ycKUZgZVyqzSxgknZmgVP.jpg)
বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন
![](/storage/2025/February/Zjq0MJMQpzv9Nk5gHtn2tzFJfGX19HrgZ9y6VAA8.jpg)
শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম
![](/storage/2025/February/NRJ4vg1paP9XscGRDodDRdzIpKm9MlfDtHZINmJh.jpg)
দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
![](/storage/2025/February/DKzQH0mvEagnuZlL5LkxMIxJLDdbSpgN7u8fpjbZ.jpg)
আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
![](/storage/2025/February/xX6lgmhSL1T2BPrVIu3FaobTmMOCJ4l7RHZkT67t.jpg)
এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন
![](/storage/2025/February/PiY2wZlKj8dHk8qwQyqyqiRVjSPRoJ9JpD5eBVXS.jpg)
বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার
![](/storage/2025/February/OEjeTgXmVQtBonlJZEg7vgiLrwOvvBZOeazbSQoL.jpg)
অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ
![](/storage/2025/February/2SG8VtpHjKiLsEqFClhXMnZyv8xWtSzTwA9b7rox.jpg)
ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি
![](/storage/2025/February/WqSEQXHT8FQ4qQDrrpLaIK6GWIjNkOaZLjiz9cWQ.jpg)
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার
![](/storage/2025/February/nUDfthQJmTEm6r8crNdLAwNslRdrQ1dMeqlFRDWK.jpg)
মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর
![](/storage/2025/February/uabXsSXMs9I2Q0AdXamZ06i3MJ3Gmr0CnT7VqXaI.jpg)
ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার
Link Copied