ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সাতকানিয়া থানায় ক্লুলেস হত্যাকাণ্ডের আদ্যোপান্ত ও ২ কোটি ২০ লাখ মূল্যের মাদক উদ্ধার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১:৫২
খুব অল্ সময়ে সাতকানিয়ায় নিয়ন্ত্রণে এসেছে মাদক নেশা। কাঁপতে বসেছে মাদক কারবারিরা, পালাতে শুরু করল অস্ত্রবাজরা। এমনকি কাঁদতে শুরু করেছে তাদের সাঙ্গোপাঙ্গরাও। উপরোক্ত কথাগুলি বলা হচ্ছিল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান ওসি তারেক হান্নান ও এডিশনাল এসপি শিবলী নোমানের সময়কে ঘিরে।
 
অতীতের যে কোনো সময়ের চেয়ে সাতকানিয়ায় এখন বেশি আতংকে রয়েছে অস্ত্রবাজ ও মাদক কারবারিরা। গেল ৬ মাসে মাদক ব্যবসায়ী ও মাদকের গডফাদারদের ঘুমকে হারাম করে মাদকের রাজ্যে একের পর এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে সমগ্র চট্টগ্রামকে নিজস্ব স্বকীয়তার আলাদা পরিচয়কে জানান দিয়েছে সাতকানিয়া থানা পুলিশ প্রশাসন। আর এই দাপুটে বিরল অভিযানগুলো মাত্র অল্প সময়েই সফলভাবে সম্পন্ন হলো সাতকানিয়া সার্কেলের  এএসপি শিবলী নোমানের চৌকস নেতৃত্বে এবং সাতকানিয়া থানার বর্তমান ওসি তারেক হান্নানের হাত ধরেই।
 
মাদকের রাজ্যে খুব অল্প সময়েই হানা দিয়ে এএসপি শিবলী নোমান ও ওসি তারেক হান্নান হয়ে ওঠেন অত্র জনপদের আলোচনার কেন্দ্রবিন্দু। সাতকানিয়া থানাকে করেছেন জনবান্ধবমুখী এবং জনমনে আস্থার আশা জাগাতে সক্ষম হয়েছে শিবলী নোমান ও ওসি তারেক হান্নানের টিম।
 
এদিকে, পুরো চট্টগ্রামে খুব অল্প সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু ইস্যু হয়ে ওঠে মাত্র ৭ মাসে সাতকানিয়া থানা পুলিশের ২ কোটি ২০ লাখ টাকার মাদক উদ্ধারসহ মাদক কারবারি আটক ও অস্ত্র উদ্ধারের ঘটনাসমূহ। সেই ইস্যুকেই হাতে নিয়ে মাঠে নামে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিবেদক।
 
দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিবেদকের হাতে আসা শুরু হল-প্রতিটা মাদক উদ্বারে এবং প্রতিটা উদ্ধারের সাথে সাথে কারবারীদের আটকের নতুন নতুন চিন্তাচেতনাও নতুন কৌশলে অপরাধীদের পাকড়াঁও করার অনেকটা  অবিশ্বাস্য সব কাহিনী।
 
এদিকে সরেজমিনে-প্রতিটা মাদকের  ঘটনার অন্তরালের পেছনের ঘটনা জানতে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিবেদক সাতকানিয়া থানার গেল ৬ মাসের  মাদকও অস্ত্র মামলার রেকর্ড পর্যালোচনা করেন-নথিপত্রও মাসিক রিপোর্ট পর্যালোচনা করে ২কোটি ২০লক্ষ টাকার মাদকও উদ্ধার,এবং মাদকআটকের সময়  ৬৯জন-আসামীও আটক। ওই সময়ে আসামীদের বিরুদ্ধে নেয়া হয়েছে ৬৯টির মত মামলা। তার মধ্যে উদ্ধার করা হলো দেশীয় তৈরী ২টি অস্ত্র, সেখানেও আটক হয়েছে ২জন আসামী,এবং ওই  অস্ত্রবাঁজির ঘটনায়ও নেয়া হয়েছে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ২টি মামলা।
 
ওসি এবং এ্যাডিশনাল এসপির  নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের  বাঁজিমাত শুধু মাদকের সেক্টরেই শেষ নয়-গ্রেফতারী পরোয়ানাভুক্তির ক্ষেত্রে এই ৬মাসে রয়েছে ১০০% ওয়ারেন্ট তামিল। সাতকানিয়া থানায় আগত সেবাপ্রার্থীরা কোন ধরনের ফি ছাড়াই জমা দিচ্ছেন তাদের অভিযোগও জিডি,এমনকি মামলা করতেও ওসি এ্যাডিশনাল এসপি এবং কোন এসআই এএসআইদেরও দিতে হচ্ছেনা কোন টাকা পয়সা। গত ৬মাসেই কোন মামলা  করতে টাকা খরচ হয়েছে বলে কোন তথ্য এই অনুসন্ধানী টীমের হাতে আসেনি। পাহাড়কাটা মাটিকাটা অবৈধ বালু উত্তোলনে সাতকানিয়া থানা পুলিশ রয়েছে জিরোটলারেন্সে।
 
অপরদিকে বাল্যবিবাহ থেকে শুরু করে বিভিন্ন সামাজিকব্যাধি রোধে এ্যাডিশনাল এসপি শিবলী নোমানের কড়াঁ নির্দেশে প্রতি মুহূর্তে মাঠে কঠোর ভূমিকা পালন করতে দেখা যায় ওসি তারেক হান্নানকে।এদিকে অনুসন্ধানে আরো ওঠে আসছে   বাশঁখালীর ডাম্পার চালককে  সাতকানিয়ায় এনে ব্রীজের নিচে গলা কেটে ক্লু-লেস চাঞ্চল্যকর  হত্যাকান্ডের পুরো ঘটনার সাথে যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে।সাতকানিয়ার ১৭টি ইউনিয়নও একটি পৌরসভার সকল অপরাধ নির্মূলে ওসি তারেক হান্নানও এএসপি শিবলী নোমান  প্রতিনিয়ত সাধারণ জনগনের সাথে মিশছেনও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন। তারা -পুরোদমে চালিয়ে যাচ্ছেন বিট পুলিশিং কার্যক্রম। সেখানে দুজনেই সকল শ্রেনীর মানুষের কথা উপলব্ধি করার চেষ্টা চালাচ্ছেন। 
 
এদিকে সাতকানিয়া থানায় আসা রুবেল উদদীন রুকন নামে সাতকানিয়া সদর ইউনিয়নের এক ব্যক্তি বলেন-যে কোন সমস্যার জন্য গেলে বর্তমান ওসি তারেক হান্নানকে সহজ ভাবেই  সবকিছু খোলে বলা যায় -তিনি খুবই আন্তরিক এবং সেবাপ্রার্থীদের উল্টো আপ্যায়ন করান।ঠিক একই কথা বলেন-সাতকানিয়া কেরানীহাটের বিশিষ্ট ব্যবসায়ীও ন্যাশনাল বিল্ডার্সের চেয়ারম্যান মঈন উদদীন বলেন-আসলে এরকম মিশুক খুব ওসি ও এএসপি খুব কম আসছে, ওসি আর এ্যাডিশনাল এসপি হলেন  পুরোপুরিভাবে জনবান্ধব,ও গরীবের দরদী।এদিকে এওচিয়ার চেয়ারম্যান আবু সালেহও মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী বলেন-আসলেই ওসি তারেক হান্নানও এ্যাডিশনাল এসপি শিবলী নোমান তাদের ব্যবহারও কাজকর্ম দিয়ে এই জনপদের মানুষের মনজয় করেছেন।
 
আমরা সাতকানিয়াবাসী চাই-তারা দুজনের নেতৃত্বে আরো সু-শৃঙ্খলায় ফিরে আসুক এই জনপদ।দূর হোক সমাজের সকল অপকর্ম।

এমএসএম / জামান

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা