ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিপুণকে সত্যিকার যৌনকর্মী ভেবেছিলেন কাস্টমাররা : ইমন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১:৫৫

সিনেমায় নিপুণ যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন। আর শুটিং হয় একটি যৌনপল্লীতে। সেখানে থাকাকালীন নিপুণের কস্টিউম আসল যৌনকর্মীদের মতোই ছিল। এ কারণে সেখানকার কাস্টমাররা (খদ্দেররা) নিপুণকে সত্যিকারের যৌনকর্মী ভেবেছিলেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসিতে ‘বীরত্ব’ সিনেমার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চিত্রনায়ক ইমন।

অনুষ্ঠানে চিত্রনায়ক মামনুন ইমন ‘বীরত্ব’ সিনেমার বিষয়ে কথা বলেন। সিনেমায় নিপুণের চরিত্রের বিষয়ে ইমন জানান, একজন সুন্দরী মেয়ে নিপুণ। তাকে সবাই কাছে পেতে চায়। শুটিংয়ের সময় ওই জায়গায় (পতিতালয়) অনেক মেয়ে ছিল। সাথে নিপুণও ছিল; আর তার সাজসজ্জা ছিল তা দেখেই সেখানে কিছু কাস্টমার এসে আলাপ শুরু করে দিয়েছিল।

ইমন বলেন, আমরা নিজেরাও খুব মজা করেছি। গল্পগুলো খুবই রিয়ালিস্টিক মনে হয়েছে। আমরা আমাদের সব্বোর্চ দিয়ে চেষ্টা করেছি। আর এ সিনেমায় আমি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছি।

‘বীরত্ব’ সিনেমায় নিপুণ ও ইমন ছাড়াও অভিনয় করেছেন নবাগতা সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু প্রমুখ।

এমএসএম / জামান