ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কোহলির অবসর নিয়ে আফ্রিদির পর শোয়েবের ‘ভবিষ্যদ্বাণী’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৪:২৩

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন বিরাট কোহলি। এই ইভেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান। এরই মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়ে দিয়েছে, কোন সময় কোহলির অবসর নেওয়া উচিত। এবার তার সঙ্গে যোগ দিলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

১০৪ টি-টোয়েন্টি খেলা কোহলি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বলে মত শোয়েবের, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি অবসর নিতে পারে। অন্য ফরম্যাটগুলোতে বেশিদিন খেলতে চাইলে সে এটা করতে পারে। আমি যদি তার জায়গায় হতাম, দীর্ঘমেয়াদী চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতাম।’

এর আগে আফ্রিদি বলেছিলেন, ‘বিরাট যেভাবে খেলেছে, শুরুতে কিন্তু তার কষ্ট হতো রান করতে, তারপর নিজেকে প্রতিষ্ঠিত করলো। সে একজন চ্যাম্পিয়ন এবং আমি বিশ্বাস করি একটা সময় আসবে যখন অবসর খুব কাছে। সেক্ষেত্রে তার লক্ষ্য হওয়া উচিত মাথা উঁচু রেখে বিদায় নেওয়া। এমন পর্যায়ে অবসর নেওয়া উচিত নয়, যখন দল থেকে বাদ পড়ছে এবং সেরা ফর্ম থেকে অনেক দূরে।’

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের ২৩ রানে হারার পর মোহাম্মদ রিজওয়ানের পারফরম্যান্স নিয়েও সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব, ‘আমরা কি আবারও ভুল দল খেলাচ্ছি? মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে প্রশ্ন আছে কারণ সে খেলা শেষ করতে পারে না, অন্যদের কাছ থেকে সমর্থন দরকার হয়। বল ধরে ধরে ইনিংস খেলেছে সে এবং যদি সে ম্যাচ শেষ করতে না পারে তাহলে সমস্যা হচ্ছে। আমি মনে করি পাকিস্তান খুব বাজে ক্রিকেট খেলেছে, টস জেতার পর তাদের ব্যাট করা উচিত ছিল। জানি না তাদের কী পরিকল্পনা ছিল।’  

প্রীতি / প্রীতি

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি