ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ব্যক্তিগত খরচে পুনর্বাসন করছেন আফ্রিদি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১২:৪৯

চোট থেকে সেরে উঠতে লন্ডনে পুনর্বাসন করছেন শাহীন শাহ আফ্রিদি। এই লড়াইয়ে পাকিস্তানের বাঁহাতি পেসারের অগ্রগতিও হচ্ছে ভালোভাবে। তাই তাকে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সবকিছু স্বাভাবিকভাবে চললেও মেয়ের হবু জামাইকে নিয়ে শহীদ আফ্রিদি জানালেন, পুনর্বাসন করতে গিয়ে কতটা সমস্যার মধ্যে পড়েছেন এই পেসার।  

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান শাহীন আফ্রিদি। বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে তিনি লন্ডনে পুনর্বাসন করছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে নিজের অগ্রগতির জানান দেন। 

কিন্তু পুনর্বাসন যে কোনও ধরনের ঝামেলা ছাড়াই হচ্ছে, তা নয়। পাকিস্তানের সামা টিভিকে শহীদ আফ্রিদি জানান, নিজ খরচে ইংল্যান্ডে গেছেন এই পেসার।

থাকা-খাওয়া থেকে শুরু করে সবকিছুই নিজের পকেট থেকে দিতে হচ্ছে শাহীন আফ্রিদিকে। পিসিবি কিছুই করছেন না বলে অভিযোগ শহীদ আফ্রিদির, ‘নিজে টিকিট কিনে সে যুক্তরাজ্যে গেছে। নিজ খরচে সেখানে থাকছে সে, আমি ওখানে তার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করেছিলাম। তার সঙ্গে যোগাযোগ করেছিল সে। এসবের কোনও কিছুই করছে না পিসিবি।’

সাবেক অধিনায়ক আরও বলেন, ‘সমন্বয় থেকে শুরু করে থাকার জায়গা, সবকিছু নিজে থেকে করছে সে। জাকির খান (পিসিবির ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট) একবার কি দুইবার তার সঙ্গে কথা বলেছে।’

শহীদ আফ্রিদির এই মন্তব্যের পর পিসিবি শাহীন আফ্রিদির সঙ্গে যোগাযোগ করেছে এবং আশ্বাস দিয়েছে সব খরচ পরিশোধ করা হবে। সাবেক অলরাউন্ডারের বক্তব্যের কারণে পরে পিসিবি রাতেই এক বিবৃতি দেয়, ‘না বললেও চলে যে পিসিবি তার খেলোয়াড়দের যে কোনও চিকিৎসার প্রয়োজনে স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের দায়িত্ব সবসময় নিয়েছে এবং সেটা অব্যাহত রাখবে।   

প্রীতি / প্রীতি

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি