আলিয়ার প্রতি রণবীরের ব্যবহারে বিরক্ত নেটপাড়া
প্রেম, বিয়ে, এখন আবার সন্তানের মা হতে চলা- তার পরও রণবীর কাপুরের প্রতি মুগ্ধতা বিন্দুমাত্র কাটেনি আলিয়া ভাটের। সেটা বলে দেয় রণবীরের প্রতি তার অভিব্যক্তি। প্রতি মুহূর্তে স্বামীর প্রতি খেয়াল রাখেন নায়িকা। তার ভালো-মন্দে কড়া নজর আলিয়ার। গত বুধবার সন্ধ্যাতেও তেমনটাই ঘটেছিল।
ওইদিন আলিয়াকে সঙ্গে নিয়ে পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রণবীর কাপুর। সে তো না হয় হলো, কিন্তু সেখানে গিয়ে আলিয়ার প্রতি এ কী ব্যবহার করলেন অভিনেতা! যা দেখে বিরক্ত নেট দুনিয়ার মানুষ। ঠিক কী ঘটেছিল সেদিন?
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আলিয়াকে নিয়েই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের অফিসে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। সঙ্গে ছিলেন বন্ধু অয়ন মুখোপাধ্যায়ও। ক্যামেরার সামনেই বন্ধু অয়নকে দেখে জড়িয়ে ধরেন অভিনেতা। তারপর পাশে দাঁড়িয়ে থাকা আলিয়াকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খান রণবীর।
ঠিক তখনই তার কপালে লেগে থাকা কিছু একটা হাত দিয়ে ঝাড়তে দেখা যায় আলিয়াকে। পরক্ষণেই রণবীরের ঘেঁটে যাওয়া চুলগুলোও ঠিক করে দিতে যান তিনি। কিন্তু নাহ, এটা রণবীরের ঠিক পোষালো না। হাত দিয়ে সরিয়ে দিলেন আলিয়াকে।
যদিও রণবীরের এই ব্যবহারে আলিয়া বিশেষ রাগ করলেন বলে মনে হলো না। কারণ, ঘটনার পরই তিনি রণবীরের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিলেন। তবে আলিয়া না রাগলেও রণবীরের ব্য়বহারে রেগে গেছে নেটপাড়া। নেট দুনিয়ায় উঠে আসা ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। যেখানে অনেকে রণবীরের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, ‘বিষয়টা আমার ভীষণ খারাপ লেগেছে।’ কারও কথায়, ‘রণবীর তো গায়ে হাতও দিতে দিচ্ছেন না’। রণবীর কাপুরকে কারও পরামর্শ, ‘রণবীর সিংয়ের থেকে কিছু শিখুন’। কারও কথায়, ‘দেখে মনে হচ্ছে রণবীর একেবারেই ভালোবাসেন না আলিয়াকে’। কারও দাবি, ‘এটা শুধুমাত্র ভিডিও নয়, দেখে মনে হচ্ছে চুক্তি করে কিছুদিনের জন্য বিয়ে করেছেন।’ তবে রণবীরের অনুরাগীদের দাবি, ‘বিষয়টা খুবই সাধারণ। ওদেরকে ওদের মতো করেই ছেড়ে দিন।’
গত ১৪ এপ্রিল মুম্বাইয়ে কাপুর বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর-আলিয়া ভাট। বিয়ের দুই মাসের মাথাতেই মা হতে চলার কথা ঘোষণা করেন আলিয়া। এদিকে গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ইতোমধ্যে ছবিটি ৩০০ কোটি টাকার ব্য়বসা করে ফেলেছে।
প্রীতি / প্রীতি
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই
ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী