ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৩:৫৮

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ জয়ের সুবাদে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা। আজকের ম্যাচে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধে এক হালি ও দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোল দেয় সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমারা। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।

ভুটান এবারই প্রথম সাফের নারী ফুটবলের সেমিফাইনাল খেলছে। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে তারা শেষ চারে উঠেছে। ভুটান বাংলাদেশকে অতীতে হারানো তো দূরের কথা, বলই জালে পাঠাতে পারেনি। তাই ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট ছিলো বাংলাদেশ। পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা দাপুটে ফুটবলই খেলেছে। ভুটান একবারের জন্যও বাংলাদেশের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলতে পারেনি।

খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই বাংলাদেশকে এগিয়ে নেন সিরাত জাহান স্বপ্না। স্বপ্নার গোলের ছয় মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা।৩০ মিনিটে ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন। বাম প্রান্ত থেকে করা ক্রসে বক্সের মধ্যে আনমার্কড থাকা কৃষ্ণার হেডে গোল করতে কোনো সমস্যাই হয়নি। পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়ান বদলি ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তার গোলের মাধ্যমে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির থেকে ফিরে নয় মিনিট পর অধিনায়ক সাবিনা খাতুন করেন নিজের দ্বিতীয় গোল। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে নেয়া সাবিনার ফ্রি কিক গোলরক্ষকের হাত থেকে ফস্কে গেলে সামনে দাঁড়িয়ে থাকা মাসুরা পারভীন টোকা দিয়ে বল জালে পাঠান।

শেষ সময়ে তহুরা খাতুন ব্যবধানটা ৭-০ করেন। এরপর একেবারে শেষ মুহূর্তে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। তাতে বাংলাদেশ ৮-০ গোলের বিশাল জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে ফেলে। এর আগে, সাফে তিনবারের দেখায় প্রতিটিতেই ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। দেশটির বিপক্ষে বাংলাদেশের ৯-০ ব্যবধানের জয়ও আছে।

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটা নিশ্চিত হবে আজ সন্ধ্যার দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে। সেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল। নারীদের সাফে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ফাইনাল খেলা। সেবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার অপেক্ষার পালা শিরোপা জয়ের।

প্রীতি / প্রীতি

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি