অভিষেকের আগে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার
১৫ বছরের বেশি সময় ধরে সুখে সংসার করছেন বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বিরিয়া রাই ও অভিষেক বচ্চন। ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। হাইপ্রোফাইল সেই বিয়েতে নিষিদ্ধ ছিল সংবাদমাধ্যম। তাই বিয়ের তেমন কিছুই প্রকাশ পায়নি। ফলে এই বিয়ে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে।
বিয়ের আগে কয়েক মাস থেকে পরের কয়েক মাস। অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে ঘিরে জল্পনা ছিল অনেক বেশি। ছিল রটনাও। শোনা যায়, অভিষেকের সঙ্গে বিয়ের আগে বারাণসীতে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার! সত্যি কি তাই? বিয়ের এক বছরের মাথায় নিজেই এই গুঞ্জনের জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
২০০৮ সালে একটি সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে রীতিমতো বিরক্তি প্রকাশ করে ঐশ্বরিয়া জানান, বিদেশে গিয়েও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে। লোকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি অভিশপ্ত?’ সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, এ রকম গুজব যে রটতে পারে, তার কি কোনো ধারণাই ছিল? ঐশ্বরিয়া বলেছিলেন, ‘কিছুটা প্রত্যাশিত ছিল। কিন্তু তাই বলে এতটা নয়।’
গাছের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘ওই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়েছিল। আমার মনে হয়, এতটা করার কোনো প্রয়োজন ছিল না। ওই একটা গুজবের জন্য যত কাগজের কালি খরচ হয়েছে, টিভি শোয়ে যত বিতর্ক হয়েছিল, তার কোনো প্রয়োজন ছিল না।’
নায়িকা বলেন, ‘পরিবার হিসাবে আমরা খুব নিবিড়। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই দিন-রাত জনসমক্ষে থাকি। তার পরও এই ঘটনা নিয়ে আমরা ব্যক্তিগত ভাবে মুখ খুলিনি। বরং সেই দায়িত্ব দিয়েছিলাম পরিবারের প্রধান, বাবাকে (অমিতাভ বচ্চন)। বাবাই সংবাদমাধ্যমকে জবাবটি দিয়েছিলেন।’
কী বলেছিলেন অমিতাভ বচ্চন? গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের অভিযোগ উড়িয়ে তিনি জানান, এসব কুসংস্কারে তার পরিবার বিশ্বাস করে না। এমনকি, ঐশ্বরিয়ার জন্মকুণ্ডলীও তাদের তরফ থেকে চাওয়া হয়নি।’
এর পরই বিগ বি বলেন, ‘যে গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়েছিল, সেটা কোথায়? দয়া করে আমাকে দেখাবেন। ঐশ্বরিয়ার সঙ্গে একমাত্র আমার ছেলেরই বিয়ে হয়েছিল। আর অভিষেক নিশ্চয়ই গাছ নয়।’অর্থাৎ, অমিতাভ বচ্চনের কথায় এটা পরিষ্কার যে, গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের বিষয়টি ছিল নিছক গুজব।
প্রীতি / প্রীতি
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই
ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী