গোবিন্দগঞ্জে ছেড়া জাতীয় পতাকা শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন বিষয়ে জানতে চাইলে সাংবাদিককে হুমকি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টাঙ্গানো হয়েছে ছেড়া জাতীয় পতাকা। ঘটনাটি ঘটেছে বানীহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালে। সরকারী বিধি মোতাবেক সরকারী,বে-সরকারী, স্বায়ত্বশাসিত কোন প্রতিষ্ঠান বা কোন অনুষ্ঠানে ছেরা জাতীয় পতাকা উত্তোলন করলে রাষ্ট্র বিরোধী বা রাষ্ট্রদ্রহীকাজের শামিল অপরাধ। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে কয়েক জন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক স্কুল পাশে পেশাগত দায়িক্ত পালনের জন্য যায়। এসময় এলাকার কিছু যুবক আমাদের জানায় স্কুলে ছেড়া পতাকা টাঙ্গানো হয়েছে। ঘটনার সত্যতা প্রমানের জন্য বিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে সত্যতা প্রমান পাওয়া যায়। বিদ্যালয়ে উপস্থিত হয়ে জানাযায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে অন-উপস্থিত। ফলে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম এর নিকট মোবাইলে ফোন করে ছেড়া পতাকা টাঙ্গানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোন ছেড়া পতাকা টাঙ্গানো হয়নি তুইকে আমার সামনে আয়, সামনে এসে কথা বল তোকে সাংবাদিকতা শিখাবো এবং দেখে নেওয়ার হুমকি দেয়। উক্ত বিদ্যালয়ে গিয়ে দেখা যায় পঞ্চম শ্রেীতে মোট ছাত্র ছয়জন। বিদ্যালয়ের ২১-২২ অর্থ বছরে মোট বরাদ্দকৃত টাকা এক লক্ষ কিন্তু বিদ্যালয়ে গীয়ে উক্ত এক লক্ষ টাকার কাজ দেখা যায় বাজার থেকে পানি রাখার প্লাষ্ঠিকের একটা পট কিনে ছাদের উপর লাঘীয়ে তার সাথে পাইপ লাগীয়ে একলক্ষ টাকা ব্যয় দেখীয়েছেন। এলাকাবাসীর বক্তব্য মতে প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত হয় মাসে দু এক দিন। এ জন্য বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পরেছে । এ বিষয়ে সংম্লিষ্ঠ ক্লাষ্টারের এটিও বোর জাহান কবিরের সাথে মোবাইলে কয়েকবার চেষ্ঠা করে পাওয়া যায়নী। উক্ত বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী বলেন এটা একটি ঘ্রীনিত এবং রাষ্ট্র বিরোধী কাজ আমি বিষয়টি জানলাম প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ বলেন ছেড়া জাতীয় পতাকা ইত্তোলনের কোন সুযোগ নেই বিষয়টি খুবই দুঃখ জনক আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এবিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান জানান বাহাত্তরের বিধিমালা অনুসারে জাতীয় পতাকায় কোন প্রকার ভাজ করারও নিয়ম নেই ছেড়া জাতীয় পতাকা উত্তোলনের প্রশ্নই ওঠে না এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ
বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত