ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সকালের সময় টপ ১০ কর্পোরেট সংবাদ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ১১:৩৭

১.জাপান-ভারতে পোশাক রফতানি বাড়ছে


নিজস্ব প্রতিবেদক
ভারত ও জাপানে বাংলাদেশের পোশাক রফতানি বাড়ছে। গেল দুই মাসে (জুলাই-আগস্ট) ভারতে পোশাক রফতানি বেড়ে হয়েছে দ্বিগুণ (বেড়েছে ৯৮.৯২ শতাংশ)। আর জাপানে বেড়েছে ১২০ শতাংশ। সব মিলিয়ে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৩৮ শতাংশ। ভারত ও জাপানে পোশাক রফতানি বৃদ্ধি খাতটিতে আশার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে এই দুই দেশে পোশাক রফতানি আরও বাড়বে বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম দুই মাসে জাপানে ২১ কোটি ৭৫ লাখ ডলারের পোশাকপণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ১৭ কোটি ২৯ লাখ ডলারের পণ্য। এই সময়ে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ২৫.৮১ শতাংশ।
এদিকে, অর্থবছরের প্রথম দুই মাসে ভারতে পোশাক রফতানি হয়েছে ১৮ কোটি ৮২ লাখ ডলারের। আগের বছর একই সময়ে রফতানি হয়েছিল ৯ কোটি ৪৬ লাখ ডলার। অর্থাৎ ভারতে পোশাক রফতানি বেড়েছে ৯৮.৯২ শতাংশ। মালয়েশিয়ায় পোশাক রফতানি বেড়েছে ১১৬ শতাংশ। অর্থবছরের প্রথম দুই মাসে দেশটিতে রফতানি হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ডলার, আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২ কোটি ডলার।তবে যুদ্ধের প্রভাবে পোশাক রফতানি হোঁচট খেয়েছে রাশিয়ার বাজারে। সেখানে ৫৮.২৯ শতাংশ পোশাক রতফতানি কমেছে। প্রথম দুই মাসে চীনে ১৩.২১ শতাংশ কমে রফতানি ৩ কোটি ৩৮ লাখ ডলারে ঠেকেছে।

প্রসঙ্গত, পোশাক রফতানিতে বাংলাদেশের মূল বাজার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এর বাইরের বাজারগুলো অপ্রচলিত বাজার নামে পরিচিত। এই তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, কোরিয়া, চীন, ভারত ও লাতিন আমেরিকার কয়েকটি দেশসহ অন্যান্য দেশ।
তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ভারতে রফতানি বাড়াতে আমরা কাজ করছি। ভবিষ্যতে দেশটিতে আমাদের রফতানি আরও বাড়বে। ভারত থেকে আমরা কিছু প্রাথমিক উপকরণ আনছি। আর আমরা সেখানে ফাইনাল প্রোডাক্ট রফতানি করছি। এতে দুই দেশই উইন-উইন অবস্থায় রয়েছে। ভারতের বাজার নিয়ে আমরা আশাবাদী। একইভাবে জাপানে মার্কেটিং এ কাজ চলছে। সামনে একটি ফেয়ার রয়েছে, সেখানে আমরা অংশ নেবো। জাপানেও ভবিষ্যতে রফতানি আরও বাড়বে।

দেশের নিট গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ভারতে আমাদের রফতানি বাড়ছে। সেখানে নতুন নতুন পণ্য যাচ্ছে। গতকালও বেনাপোল দিয়ে আমার আড়াই লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। ভারতে কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের সেমি স্টোর স্থাপন করেছে। তারা তাদের পণ্য বাংলাদেশ থেকে নিচ্ছে। এছাড়া ভারতের জনসংখ্যাও অনেক বেশি। তারাও বাংলাদেশি পোশাকের উপর নির্ভরশীল হয়ে উঠছে। এসব কারণ ভারতে আমাদের পোশাক রফতানি বাড়ছে।

তিনি আরও বলেন, গত অর্থবছরের প্রথমবারের মতো ভারতে পোশাক রফতানি ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সামনের দিনে এটি আরও বাড়বে বলে আমাদের প্রত্যাশা। অপ্রচলিত বাজারের মধ্যে কেবলমাত্র চীনেই আমাদের পোশাক রফতানি কমছে। জাপান, কোরিয়া, মেক্সিকো, মালয়েশিয়া সব যায়গায় পোশাক রফতানি বাড়ছে। ভবিষ্যতে অপ্রচলিত বাজারও পোশাক রফতানির বড় গন্তব্য হয়ে উঠবে।এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রত্যেকটি দেশই সংকটের মধ্যে রয়েছে। সেখানে করোনার পরপরই ভারত ও জাপানে পোশাকের রফতানি বৃদ্ধি পাওয়া খুবই ইতিবাচক। ভারত একটি বিশাল মার্কেট। জাপান বড় নয়, তবে হাই ব্রান্ডেড মার্কেট। সেই যায়গায় রফতানি বাড়াটা কিন্তু খুবই ইতিবাচক খবর। ভারত আমাদের প্রতিবেশী দেশ, সেখানে ক্রেতাদের বড় অংশটিই মধ্যভিত্ত। আর জাপানের মার্কেট খুবই উঁচু মানের। এই দুই দেশে রফতানি বৃদ্ধি খুবই বড় খবর। আশা করা যায় ভবিষ্যতে এই দুই দেশে রফতানি আরও বাড়বে।

জাপানের বাজার নিয়ে উচ্ছ্বসিত বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, জাপানের বাজার আমাদের জন্য খুবই সম্ভাবনাময়। জাপান খুবই রিচ (ধনী) মার্কেট। জাপানের সঙ্গে আমাদের কমিউনিকেশও ইজি। দেশটির ক্ষেত্রে আমাদের লিড টাইমও (উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত ও দেশটি পণ্য পৌঁছে দেওয়ার সময়) কম লাগে। জাপানের সঙ্গে কাজ করার একটিই চ্যালেঞ্জ, তারা খুব সেনসেটিভ। হাই কোয়ালিফাইড না হলে পণ্য কিনবে না।তিনি বলেন, জাপান আমাদের সঙ্গে ব্যবসা বাড়াতে চায়। বাংলাদেশ থেকে তারা অনেক সোর্সিং করছে। জাপানের সবচেয়ে বড় ব্র্যন্ড বা বায়ার ইউনিক্লো বাংলাদেশ থেকে পোশাক নিয়ে থাকে। ভবিষ্যতে জাপানে ব্যবসা বাড়ার আরও বেশি সম্ভবনা রয়েছে।এদিকে ভারতের বাজার নিয়ে রুবেল আরও বলেন, পৃথিবীতে চীন ও ভারতের জনসংখ্যাই সবচেয়ে বেশি। ফলে দেশ দুটিতে পোশাকের চাহিদাও বেশি। ফলে ভবিষ্যতে ভারতেও পোশাক রফতানি আরও বাড়বে। কারণ বাংলাদেশ থেকে পণ্য নিলে ভারত সস্তায় নিতে পারবে। ভারতে মূলত টি-শার্ট ও জিনস ক্যাটাগরির পোশাক রফতানি হয়ে থাকে।

২.বন্ড ছাড়বে আইডিএলসি


নিজস্ব প্রতিবেদক
জিরো কুপন বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির সর্বশেষ পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, আইডিএলসি ফাইন্যান্স আনসিকিউরড নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হবে।
বন্ডটির মেয়াদ হবে দুই বছর। বন্ডের চূড়ান্ত অনুমোদনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হবে। কমিশন অনুমোদন দিলে এই টাকা উত্তোলন করবে আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রতিষ্ঠানটি।


৩. উই সামিট ১৪-১৫ অক্টোবর


বাণিজ্য ডেস্ক
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী উদ্যোক্তাদের ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর আয়োজনে উই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ ও ১৫ অক্টোবর এই সামিট অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে, এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বড় উদ্যোক্তা সম্মেলনের মধ্যে এটি অন্যতম হবে।
উই-এর জনসংযোগ বিভাগ জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এদিন ৩০ জন অতিথি আলোচনায় অংশ নেবেন।
এছাড়া, উদ্যোক্তাদের সুলভ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রাপ্তি, লজিস্টিক ইকোসিস্টেমে নিজেদের মানিয়ে নেওয়া এবং ব্যবসায় সম্প্রসারণে অর্থায়ন, ফেসবুক মার্কেটিং, ফটোগ্রাফিসহ বিভিন্ন বিষয়ে থাকবে দেশি-বিদেশি অতিথি বক্তাদের কর্মশালা। অনলাইনে চলবে মোট আটটি সেশন।
দ্বিতীয় দিনে থাকছে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে ‘ফ্যাশন শো’। আবার এই উদ্যোক্তারাই অনুষ্ঠান মাতাবেন সাংস্কৃতিক পরিবেশনায়। সমাপনী অধিবেশনে এবার ‘জয়ী’ সম্মাননায় ভূষিত হবেন সেরা ১০ জন নারী উদ্যোক্তা। এর মধ্যে ১০ জন থাকবেন উই সদস্য। বাকি ১০ জন হবেন অন্যান্য খাত থেকে।
আয়োজন নিয়ে উই সভাপতি ও ই-ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা বললেন, নারী উদ্যোক্তারা কীভাবে অর্থনীতির মূল চালিকা শক্তিতে রূপান্তরিত হচ্ছেন তা সম্মেলনে তুলে ধরা হবে।তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেশীয় নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণের আয়োজন করে আসছি। একই সঙ্গে উদ্যোক্তাদের সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্লাটফর্মে যোগসূত্র স্থাপন করে দিতে কাজ করে যাচ্ছি।

৪. পণ্যের শুল্কায়নে নতুন নিয়ম চালু


বাণিজ্য ডেস্ক
আমদানি পণ্য শুল্কায়নে নতুন নিয়ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিন্ন মূল্যে পণ্যের শুল্কায়ন করতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে এনবিআর।  সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এত দিন প্রতিটি কাস্টম হাউস পৃথকভাবে পণ্য মূল্যের ভিত্তিতে শুল্কায়ন করতো। নতুন নিয়মে চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি করা পণ্য যে মূল্যে শুল্কায়ন করা হবে, একই মূল্যে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে শুল্কায়ন করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার স্বার্থে এক ও অভিন্ন মূল্যে পণ্যের শুল্কায়ন এবং শুল্কায়নযোগ্য পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় এনবিআরের অধিভুক্ত সব কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনে আমদানি ও রফতানি পণ্য চালানের যথাযথ পরিমাণ নিশ্চিতকরণ এবং এক ও অভিন্ন মূল্যে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। এনবিআর বছরে যে পরিমাণ রাজস্ব সংগ্রহ করে, তার প্রায় ৩০ শতাংশই আসে আমদানি শুল্ক থেকে। 
প্রসঙ্গত, এখন এনবিআরের অধীনে পূর্ণাঙ্গ কাস্টম হাউস আছে ১২টি, আর সক্রিয় শুল্ক স্টেশন রযেছে ৩৬টি।


৫.
ডিএসইতে সর্বোচ্চ ২৮শ’ কোটির রেকর্ড লেনদেন


নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ৪২ শতাংশ লেনদেন বেড়ে ২ হাজার ৮০০ কোটির ঘর অতিক্রম করেছে। যা গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর ডিএসইতে ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এইদিন ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৮৪২ কোটি ৪৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৪০১ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৩৪২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৩২৭ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- একমি ল্যাবরেটরিজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, ইস্টার্ন হাউজিং, শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির এবং ১০৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

৬.
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর আহ্বান
বাণিজ্য ডেস্ক
বন্দরের দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে ‘জাতীয় লজিস্টিক নীতিমালা’ প্রণয়ন ও ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডরের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। ‘বন্দরের লজিস্টিক খাতে দক্ষ ব্যবস্থাপনা: ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
ডিসিসিআই সভাপতি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে যেকোনো দেশের সক্ষমতা যাচাইয়ে বন্দরের লজিস্টিক ব্যবস্থাপনায় দক্ষতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়ে থাকে। তাঁর মতে, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমের পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। তিনি মহাপরিকল্পনার মাধ্যমে বে-টার্মিনাল ও পতেঙ্গো টার্মিনাল বাস্তবায়ন, ক্যাপিটাল ড্রেজিং এবং জেটির সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন।
ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের প্রধান অতিথি নৌপরিবহনসচিব মো. মোস্তফা কামাল বলেন, পায়রা বন্দরের প্রথম টার্মিনালটি আগামী কয়েক মাসের মধ্যে ব্যবহারের উপযোগী হবে। তিনি জানান, বাংলাদেশের বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধিতে ডিপি ওয়ার্ল্ড, পিএসএ ইন্টারন্যাশনাল ও রেড সি পোর্টÍএসব বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানের সহযোগিতা দেশের বন্দরগুলোর সক্ষমতা আরও বাড়াবে। এতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। তিনি দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে সমন্বিত কৌশল প্রণয়ন, পিপিপি মডেলে অবকাঠামোর উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, লজিস্টিক সেবার মানোন্নয়ন এবং শুল্ক নীতিমালা সংস্কারের আহ্বান জানান।
সেমিনারে গ্রুপ বিজনেস ডেভেলপমেন্টের সহসভাপতি লি পেং জি, সামিট অ্যালায়েন্স পোর্টের এমডি সৈয়দ আলী জওহর রিজভী, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ, ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি আরমান হক, ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শামীম উল হক প্রমুখ বক্তব্য দেন।

৭.

আগস্টে রাজস্ব আদায় বেড়েছে ১৯ শতাংশ


নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২২ হাজার ৪৭২ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব সংগ্রহ করেছে। গত অর্থবছরের একই মাসের তুলনায় এটি ১৯ দশমিক ১২ শতাংশ বেশি। তবে মোট সংগ্রহে ভালো প্রবৃদ্ধি থাকলেও আমদানি পর্যায় ও আয়কর থেকে রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এনবিআরের রাজস্ব সংগ্রহবিষয়ক সাময়িক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৭৬০ কোটি ৬৮ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৭৪ শতাংশ বেশি।
আগস্ট মাসে ২৩ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৪৬৮ কোটি টাকা রাজস্ব আশা করা হয়েছিল আমদানি পর্যায় থেকে। কিন্তু এ খাতে সংগ্রহ হয়েছে ৮ হাজার ৯৭ কোটি টাকা। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন পণ্যের আমদানিতে এলসি মার্জিন বৃদ্ধি ও ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে এ খাত থেকে রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে।
এছাড়া স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে ৮ হাজার ২১৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ৭৩৪ কোটি টাকা। পণ্যমূল্য বাড়ার ফলে ভ্যাট সংগ্রহ বেড়েছে। আয়কর ও ভ্রমণকর থেকে ৬ হাজার ৩২২ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৫ হাজার ৬৪২ কোটি টাকা। মোট সংগ্রহ দাঁড়িয়েছে লক্ষ্যমাত্রার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। লক্ষ্যমাত্রার তুলনায় ৫৩২ কোটি টাকা কম সংগ্রহ হয়েছে।
গত বছরের আগস্ট মাসে এনবিআর মোট ১৮ হাজার ৬৬৫ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছিল, যা ছিল ওই সময়ের লক্ষ্যমাত্রার ৯৪ দশমিক ২৫ শতাংশ। গত বছর আগস্টে রাজস্ব সংগ্রহে প্রবৃদ্ধি হয় ২৪ দশমিক ৫৩ শতাংশ।
এনবিআরের সংশ্নিষ্ট কর্মকর্তারা বলছেন, পণ্যের দাম বাড়ার ফলে স্থানীয় পর্যায় থেকে ভ্যাট সংগ্রহ বেড়েছে। তবে সামগ্রিকভাবে আমদানি কমে যাওয়ায় এ খাত থেকে রাজস্ব সংগ্রহ কমেছে।

৮.
যান্ত্রিক ত্রুটিতে বিঘ্নিত চেক নিষ্পত্তি কার্যক্রম


নিজস্ব প্রতিবেদক    
অ্যাপসের ত্রুটির কারণে গত রোববার বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থায় বিঘ্ন ঘটে। এতে সেদিন কয়েক ঘণ্টা নিকাশব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সাময়িক সমস্যা তৈরি হওয়ায় কম অংক ও বেশি অংকের চেকের অর্থ নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। রোববার বিকেল পর্যন্ত অনেক চেক নিষ্পত্তি হয়নি। জমা হওয়া সেসব চেকের লেনদেন নিষ্পত্তি সোমবার করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রোববার দুপুর ১২টা পর্যন্ত চেক নিষ্পত্তিতে সমস্যা দেখা গিয়েছিল। দুপুরের পর থেকে সমস্যার সমাধান হয়। তবে একই সময়ে বেশি চেক জমা পড়ায় নিষ্পত্তি করতে পরদিন সোমবার পর্যন্ত সময় লেগে যায়। এখন সব ঠিকঠাক চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, রোববার কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ত্রুটি থাকায় শুধু শেষ বেলায় পাঁচটা চেকের নিষ্পত্তি হয়েছে। গত সোমবার সার্ভার সমস্যা না থাকলেও আগের দিনের জমে যাওয়া চেক নিষ্পত্তিতে ধীরগতি ছিল। এখন চেক নিষ্পত্তি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জানা যায়, রোববার কয়েক ঘণ্টা স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থার কার্যক্রম বন্ধ ছিল। দুপুরের পর সেটি চালু হলেও সব চেক নিষ্পত্তি সম্পন্ন হয়নি। সাধারণত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থায় সকালে এক ব্যাংকে অন্য ব্যাংকের চেক জমা দিলে, বিকেলে সেই টাকা গ্রাহকের হিসাবে জমা হয়। সে অর্থ গ্রাহক নিজের প্রয়োজনে লেনদেন করতে পারেন। তবে রোববার এক ব্যাংক অন্য ব্যাংকের চেক নিলেও গ্রাহকের হিসাবে টাকা জমা হয়নি। জমা হয় পরদিন সোমবার।
পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক নিষ্পত্তির জন্য বেলা ১১টার মধ্যে অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা বিএসিএইচে পাঠাতে হয়। এসব চেক দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হয়ে থাকে। নিয়মিত চেক বেলা সাড়ে ১১টার মধ্যে নিষ্পত্তির জন্য পাঠানো হলেও তা বিকেল ৪টার মধ্যে তা নিষ্পত্তি হয়।
গত জুন মাসে হাই ভ্যালু চেক নিষ্পত্তি হয় ২ লাখ ৬১ হাজার ১৫০টি। এসব চেকের অর্থের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ৯৪৩ কোটি টাকা। একই মাসে রেগুলার ভ্যালু চেক নিষ্পত্তি হয় ২০ লাখ ৩৫ হাজার ২৯৫টি। এ চেকের অর্থের পরিমাণ ছিল ৯৮ হাজার ১০৩ কোটি টাকা।
বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থায় দুই ধরনের আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি হয়। এর একটি হলো- বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। এটির মাধ্যমে ব্যাংকগুলোর ক্লিয়ারিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আর বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ডের আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি হয়।

৯.
‘এলপিজির অযৌক্তিক দাম মেনে নেব না’


নিজস্ব প্রতিবেদক    
সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাসের সিলিন্ডার-এমন অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়েও সেটার প্রমাণ মিলেছে। গত কয়েকদিন রাজধানীতে প্রতি সিলিন্ডার গ্যাস কিনতে ভোক্তার বাড়তি ২০০ থেকে ২৫০ টাকা খোয়া গেছে। তাতে ভোক্তার স্বার্থ বিশালভাবে ক্ষুণ্ন হয়েছে। সেজন্য এ অপরাধ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার এলপিজি গ্যাসের মূল্য বিষয়ে এর উৎপাদনকারী, বাজারজাতকারী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় ভোক্তা আধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন তিনি।এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আগে এ সেক্টরে খুব একটা সমস্যা হয়নি। এখন যত প্রয়োজন বাড়ছে তত সমস্যা হচ্ছে। সেজন্য এলপিজি গ্যাসের দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান বিইআরসি’র (বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন) একটি ভূমিকা রয়েছে।
এসময় এলপিজি গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ করে, বিশ্ববাজারে এলপিজির দাম বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি, আমদানি খরচ বৃদ্ধি এবং জ্বালানি তেলের কারণে পরিবহন খরচ বাড়ার পরও সেসব বিষয় আমলে না নিয়ে বিইআরসি গ্যাসের দাম নির্ধারণ করে দিচ্ছে। যা প্রকৃত দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এসময় সফিকুজ্জামান বলেন, তারপরও যখন সরকার দাম নির্ধারণ করে, সেটা মানতে হবে। ভোক্তারা নির্ধারিত দামে না পেলে সেটা প্রতারণা হবে। আপনাদের সমস্যাগুলো দাম নির্ধারণের পূর্বে কর্তৃপক্ষকে বোঝাতে হবে। সেটা আপনারা করতে পারছেন না এটা বিশ্বাসযোগ্য নয়।
তিনি বলেন, আমি বিইআরসির চেয়ারম্যানের সঙ্গে বসবো। তিনিই আমাকে এর আগে দাম নিয়ন্ত্রণে অভিযানের কথা বলেছিলেন। এখন সমস্যাগুলো নিয়ে আলোচনা করে ডেভলপ করতে পারবো।
এসময় ব্যবসায়ীরা দাম বেশি নেওয়ার পরও লোকসান হচ্ছে এমন তথ্য দেন। এরপর তাদের লোকসানের প্রসঙ্গে মহাপরিচালক বলেন, আমি কখনো কোনো ব্যবসায়ী লাভ করছে এমন শুনিনি। আপনাদের কথা, আপনারা শুধু লোকসানই করেন। তারপরও আমরা দেখি আপনাদের ব্যবসা বড় হয়।

১০.

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয়


নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের (আইএলএফএসএল) ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিংস অনুযায়ী, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’।২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগতসহ গুণগত তথ্েযর ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এমএসএম / এমএসএম

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত

পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য এএমএলন ও সিএফটি সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো আইএফআইসি ব্যাংক

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা

তিতাস গ্যাসে প্রতিটি শেয়ারের বিপরীতে ২% নগদ লভ্যাংশ অনুমোদিত

অ্যাপার্টমেন্ট কেনার আগে ৫টি জরুরি বিষয়!

যমুনা ব্যাংক পিএলসি কক্সবাজারের হিমছড়িতে হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

*নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা*

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জন আটক

যশোরে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী আয়োজন