ব্রাজিলের জয়ে রিকারলিসনের জোড়া গোল
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘানার মুখোমুখি হয় ব্রাজিল। ফ্রান্সের লে হার্ভে স্টেডিয়ামে রিকারলিসনের জোড়া গোলে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেকাওরা। ব্রাজিলের প্রথমার্ধের পারফরম্যান্স দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হতে পারেন। তারুণ্য নির্ভর একটি দল, যেটা নিয়ে তারা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছ থেকে এমন পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া।
ম্যাচের শুরু থেকেই তারা ঘানার বিপক্ষে দুর্দান্ত প্রভাব বিস্তার করে খেলছিল। তাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে ঘানা এক প্রকার অসহায় আত্মসমর্পণ করে বসেছিল। বিশেষ করে ভিনিসিউস জুনিয়র, রাফিনহা, রিকারলিসন ও নেইমারের সম্মিলিত দফায় দফায় আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ঘানার রক্ষণভাগ।
তাতে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। এ সময় কর্নার পায় ব্রাজিল। কর্নার থেকে রাফিনহার উড়িয়ে মারা বলে বুলেট গতির হেড নিয়ে জালে জড়ান মারকুইনহোস। ২৮ মিনিটে রিকারলিসনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় নেইমারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালে পাঠান রিকারলিসন।
৪০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন টটেনহ্যামের তারকা রিকারলিসন। তাতে ব্রাজিল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় সেট পিচ থেকে ক্রসে রিকারলিসনকে বল বাড়িয়ে দেন নেইমার। সেটাতে বুদ্ধিদীপ্ত হেড নিয়ে বল জালে জড়ান রিকারলিসন।
বিরতির পর তিতে একাধিক পরিবর্তন আনেন দলে। তবে আর গোল পায়নি তারা। যদিও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল তার শিষ্যরা। ৭৫ মিনিটে লুকাস পাকুয়েতার ক্রস থেকে প্রায় গোল করে বসেছিলেন অ্যান্থনি।
পুরো ৯০ মিনিট খেলা নেইমার ৮০ মিনিটে ঘানার তিনজন রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু জালে জড়াতে পারেননি। তাতে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে মেসি-ভিনিসিউসরা।
প্রীতি / প্রীতি
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি