ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

পাকিস্তানের নাটকীয় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২২ বিকাল ৫:৫৯

করাচিতে অনুষ্ঠিত সাত ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের নিশ্চিত জেতা ম্যাচে ৩ রানের নাটকীয় জয় পেয়ে সিরিজ সমতায় ফিরেছে স্বাগতিক পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তুলে পাকিস্তান। জবাবে ১৬৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

রান তাড়া করতে নেমে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফররত ইংল্যান্ড। তবে শুরুর ধাক্কা সামলে দলকে ম্যাচে ফেরান বেন ডাকেট-হ্যারি ব্রুক ও অধিনায়ক মঈন আলিরা। চতুর্থ উইকেটে ডাকেট-ব্রুক ৩২ বলে ৪৩ ও পঞ্চম উইকেটে মঈন-ব্রুক ৩৬ বলে ৪৯ রান যোগ করেন।

৩৩ রানে ডাকেট ও ২৯ রানে মঈন আলি আউট হন। আর ব্রুককে ৩৪ রানে ফেরান পেসার মোহাম্মদ ওয়াসিম। ১১ রানে সাজঘরের পথ ধরেন ডেভিড উইলি। জয়ের জন্য শেষ ৩ ওভারে ইংলিশদের দরকার ছিল মাত্র ৩৩ রান। হাসনাইনের করা ১৮তম ওভারে ২৪ রান তুলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিয়াম ডুসেন।

কিন্তু ১৯তম ওভারের টানা দুই বলে দুই উইকেট লুফে নেন পাকিস্তানি পেসার হ্যারিস রউফ। আর শেষ ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের শেষ উইকেট হিসেবে রান আউট হন টপলি। তাতেই জিতে যায় স্বাগতিকরা। পাকিস্তানের রউফ ৩২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

এর আগে ব্যাট করতে নেমে বাবরের বিদায়ের পর শান মাসুদ কেনিয়ে পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন রিজওয়ান। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৫২ রান করেন রিজওয়ান-মাসুদ জুটি। মাসুদ ২১ রানে থামলেও, ইনিংসের শেষ ওভারে আউটের আগে ৮৮ রানের নান্দনিক ইনিংস খেলেন রিজওয়ান। ৬৭ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। শেষদিকে ২টি ছক্কায় ৩ বলে অপরাজিত ১৩ রান করেন আসিফ আলি। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান পায় পাকিস্তান।

প্রীতি / প্রীতি

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি