ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

কুতুবদিয়ায় করোনা বৃদ্ধির শঙ্কা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:৫৬
কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঘরে বৃদ্ধি পাচ্ছে জ্বর, সর্দি ও কাশির রোগী। করোনা উপসর্গ নিয়ে তারা ঘোরাঘুরি করছে হাট-বাজারে। রোগীর ভিড় দেখা গেছে হাসাপাতাল গেট এলাকার প্রাইভেট চেম্বারগুলোতে।
 
কাইছার নামের এক সংবাদকর্মী জানান, দ্বীপের বা‍ইর থেকে অনেক রোগী করোনা উপসর্গ নিয়ে গোপন পথে কুতুবদিয়ায় প্রবেশ করছে। পারাপারের ঘাটগুলোতে চেকপোস্ট থাকলেও মানুষ বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা খরচ করে পারাপার অব্যাহত রেখেছে। প্রশাসনের কঠোর উপস্থিতি ছাড়া স্বাস্থ্যবিধি কেউ মানছে না। নির্বিঘ্নে চলাচলের পাশাপাশি জমায়েত করছে স্থানীয় বাজারগুলোতে। কোরবানির পশুর হাটকে ঘিরে মানুষের ভিড় আরো বাড়তে পারে। 
 
এমন পরিস্থিতিতে কুতুবদিয়ায় করোনার রোগীর সংখ্যা বাড়ার সাথে মৃত্যুর সংখ্যা দীর্ঘ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা রেজাউল হাছান। তিনি জানান, গত কয়েক দিন ধরে কুতুবদিয়ায় জ্বর, সর্দি ও কাশির রোগী আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইতোমধ্যে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের ৪০ শতাংশ পজিটিভ। বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত কুতুবদিয়ায় মোট টেস্ট হয়েছে ১ হাজার ৬০টি। ‍এরমধ্যে পজিটিভ হয়েছে ১১৭ জনের। সুস্থ হয়েছেন ১০৭ জন ‍এবং মৃত্যু হয়েছে ২ জনের।  
 
তিনি জানান, ৭ জুলাই থেকে কুতুবদিয়া হাসপাতালে শুরু হয়েছে র‌্যাপিড এন্টিজেন (কোভিড ১৯এজি ) পরীক্ষা। এন্টিজেন পরীক্ষার মাধ্যমে ১ থেকে ৫ মিনিটের মধ্যে ফলাফল জানা যাবে। টেস্টের নির্ভুলতা সম্পর্কে তিনি  বলেন, এই টেস্টে  Sensitivity 71% specificity 99.38%।
 
হাসপাতাল সূত্রে জানা যায়, এন্টিজেন পদ্ধতিতে প্রথম দিন ৫টি পরীক্ষায় মাস্টার আবুল কাশেম (৮৫) নামে এক রোগী করোনা পজিটিভ হয়েছেন। তিনি কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়ার বাসিন্দা। ৮ জুলাই ৯টি পরীক্ষায় বড়ঘোপ বাজারের পরিচিত ব্যবসায়ী আবিদ কালেকশনের মালিক আব্বাস উদ্দিন সওদাগর পজিটিভ হয়েছেন বলে জানা যায়। বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য নমুনাগুলো কক্সবাজার ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 
 
একদিকে কঠোর লকডাউন, অন্যদিকে পেটের ক্ষুধা। নিরুপায় হয়ে পেটের দায়ে কাজের খোঁজে রাস্তায় বের হয়েছেন শ্রমজীবী মানুষ। দোকানদাররা শাটার টেনে একটুখানি ফাঁক রেখে বসে রয়েছেন দোকানের সামনে। টমটমগুলো চলছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী দ্বীপে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থানে রয়েছেন। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি নির্দেশনা অমান্যকারীদের জরিমানাও করছেন।

এমএসএম / জামান

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন