কুতুবদিয়ায় করোনা বৃদ্ধির শঙ্কা
কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঘরে বৃদ্ধি পাচ্ছে জ্বর, সর্দি ও কাশির রোগী। করোনা উপসর্গ নিয়ে তারা ঘোরাঘুরি করছে হাট-বাজারে। রোগীর ভিড় দেখা গেছে হাসাপাতাল গেট এলাকার প্রাইভেট চেম্বারগুলোতে।
কাইছার নামের এক সংবাদকর্মী জানান, দ্বীপের বাইর থেকে অনেক রোগী করোনা উপসর্গ নিয়ে গোপন পথে কুতুবদিয়ায় প্রবেশ করছে। পারাপারের ঘাটগুলোতে চেকপোস্ট থাকলেও মানুষ বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা খরচ করে পারাপার অব্যাহত রেখেছে। প্রশাসনের কঠোর উপস্থিতি ছাড়া স্বাস্থ্যবিধি কেউ মানছে না। নির্বিঘ্নে চলাচলের পাশাপাশি জমায়েত করছে স্থানীয় বাজারগুলোতে। কোরবানির পশুর হাটকে ঘিরে মানুষের ভিড় আরো বাড়তে পারে।
এমন পরিস্থিতিতে কুতুবদিয়ায় করোনার রোগীর সংখ্যা বাড়ার সাথে মৃত্যুর সংখ্যা দীর্ঘ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা রেজাউল হাছান। তিনি জানান, গত কয়েক দিন ধরে কুতুবদিয়ায় জ্বর, সর্দি ও কাশির রোগী আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইতোমধ্যে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের ৪০ শতাংশ পজিটিভ। বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত কুতুবদিয়ায় মোট টেস্ট হয়েছে ১ হাজার ৬০টি। এরমধ্যে পজিটিভ হয়েছে ১১৭ জনের। সুস্থ হয়েছেন ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।
তিনি জানান, ৭ জুলাই থেকে কুতুবদিয়া হাসপাতালে শুরু হয়েছে র্যাপিড এন্টিজেন (কোভিড ১৯এজি ) পরীক্ষা। এন্টিজেন পরীক্ষার মাধ্যমে ১ থেকে ৫ মিনিটের মধ্যে ফলাফল জানা যাবে। টেস্টের নির্ভুলতা সম্পর্কে তিনি বলেন, এই টেস্টে Sensitivity 71% specificity 99.38%।
হাসপাতাল সূত্রে জানা যায়, এন্টিজেন পদ্ধতিতে প্রথম দিন ৫টি পরীক্ষায় মাস্টার আবুল কাশেম (৮৫) নামে এক রোগী করোনা পজিটিভ হয়েছেন। তিনি কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়ার বাসিন্দা। ৮ জুলাই ৯টি পরীক্ষায় বড়ঘোপ বাজারের পরিচিত ব্যবসায়ী আবিদ কালেকশনের মালিক আব্বাস উদ্দিন সওদাগর পজিটিভ হয়েছেন বলে জানা যায়। বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য নমুনাগুলো কক্সবাজার ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
একদিকে কঠোর লকডাউন, অন্যদিকে পেটের ক্ষুধা। নিরুপায় হয়ে পেটের দায়ে কাজের খোঁজে রাস্তায় বের হয়েছেন শ্রমজীবী মানুষ। দোকানদাররা শাটার টেনে একটুখানি ফাঁক রেখে বসে রয়েছেন দোকানের সামনে। টমটমগুলো চলছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী দ্বীপে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থানে রয়েছেন। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি নির্দেশনা অমান্যকারীদের জরিমানাও করছেন।
এমএসএম / জামান
ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক
তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির
আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
Link Copied