ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়ায় বন কর্মকর্তার যোগসাজশেই কাটা হচ্ছে সরকারি গাছ ও পাহাড়


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ৩:১১
চট্টগ্রামের সাতকানিয়ায় অধিকাংশ জায়গায় বন কর্মকর্তা এবং ফিল্ডের বিট অফিসারদের ম্যানেজ করেই উজাড় করা হচ্ছে বন এবং কাটা হচ্ছে পাহাড়। আর পাহাড়কেই সমতল ভূমি বানানোর প্রতিযোগিতায় পাহাড়খেকোদের সাথে যোগ দিয়েছে উপজেলার এওচিয়া মাদার্শার রেঞ্জ অফিসার মামুন মিয়া এবং চূড়ামনির বিট অফিসার শফিক।
 
চূড়ামনির বিট অফিসার শফিক এওচিয়ার চূড়ামনি আসার পর থেকেই স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য পদপ্রার্থী নাজিম উদদীন যেন আঙ্গুল ফুলে কলাগাছ। বিট অফিসার শফিককে ম্যানেজ করেই নাজিম, মালেক মিলে সেগুন বাগান থেকে অবাধে কাটছে গাছ। আর সরকারি জায়গায় নাজিম গড়ে তুলেছেন বিশাল ফসলাদির বাগান। সরকারি পাহাড়ে নাজিম-ফজল-কবিররা স্কেভেটর লাগিয়ে পাহাড়কে পরিণত করেছেন সমতলভূমিতে। এসবের প্রতিটি সেক্টর থেকে নিয়মিত মাসোয়ারা যায় চূড়ামনির বিট অফিসার শফিকের পকেটে। আর সন্ধ্যা হলেই শফিক ওই পকেটভর্তি টাকার ভাগ দিতে ছুটে যান মাদার্শা রেঞ্জ অফিসের রেঞ্জার মো. মামুন মিয়ার কাছে- এমনটাই জানা যায় দীর্ঘ অনুসন্ধানে।
 
উপরোক্ত অপকর্মের পাশাপাশি বিট অফিসার শফিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাসে ১০ দিনও অফিস না করার।তিনি অফিস না করে মোটরবাইক নিয়ে ঘুরে ঘুরে এলাকার সকল অবৈধ করাতকলে গিয়ে রেঞ্জ অফিসার মামুন মিয়ার হয়ে মাসিক ২০০০ টাকা করে মাসোয়ারা তোলেন। আর মামুন মিয়ার হয়ে সাতকানিয়া-বাঁশখালী সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে বিট অফিসার শফিক বালু ও মাটিবাহী এবং বাঁশ-কাঠ বহনকারী ডাম্পারকে থামিয়ে টাকা তোলেন ১০০০/৫০০ করে। পশ্চিম সাতকানিয়ায় মাটি কাটার স্কেভেটর নামলেই টাকা ঢোকে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা আর শফিকদের পকেটে।
 
চূড়ামনি এলাকার স্থানীয়দের অভিযোগ, এসব করতে করতে দিন চলে যায় মামুন মিয়া ও শফিকের। তাই এলাকার ইউপি সদস্য নাজিম-মালেক-ফজলরা সেগুন গাছ কাটলেও তার কোনো খবর নেই।
 
নাজিম আর মালেক কর্তৃক কাটা সেগুন গাছটি পরের দিন লোকমুখ ও মিডিয়ার  চাপে চূড়ামনির  ফরেস্ট অফিসে নিয়ে এলেও স্থানীয় পাহাড়খেকো নাজিম, মালেক ও ফজলের বিরুদ্ধে এখনো কোনো মামলা করেননি বন বিট অফিসার শফিক। সরকারি গাছ চুরি করে কাটার পরদিন উদ্ধার করেও কেন এখনো মামলা করা হয়নি এবং কাটার আগে কেন সতর্ক হওয়া যায়নি আর সতর্কতার অভাবেই সরকারি গাছ কাটার সুযোগ পেয়েছে স্থানীয় নাজিম ও মালেক গং- এমন প্রশ্নের জবাবে বিট অফিসার শফিক বলেন, আমি এ বিষয়ে মালেকসহ মোট ৪ জনকে শনাক্ত করেছি। আরো তদন্ত করে মামলা করব। তবে এখনো কোনো মামলা করিনি। গাছ পাহারার বিষয়ে আমাদের কোনো অবহেলা নেই। চোররা আমাদের সাথে যোগসাজশ করে গাছ কাটিনি এবং আমরা ইটভাটায় পাহাড় কাটার জন্য কাউকে সহযোগিতা করিনি।
 
অপরদিকে, পাহাড়খেকোদের পাহাড় কাটার সহযোগিতা করে ভুমিদস্যুদের থেকে মাসোয়ারা নিয়ে ওই মাসোয়ারার অর্ধেক ভাগ সাতকানিয়া উপজেলা প্রশাসনকেও দেয়ার অভিযোগ রয়েছে চূড়ামনির এই বিট অফিসার শফিকের বিরুদ্ধে।
 
চূড়ামনির পাহাড় কেটে সমতল বানানোর প্রক্রিয়ার টাকার ভাগ  সাতকানিয়া উপজেলা প্রশাসনের কাকে দেয়া হয়- এমন প্রশ্নের জবাবে বিট অফিসার শফিক বলেন, এগুলো আপনি মিথ্যা বলছেন। এসব ডাহা মিথ্যা কথা।
 
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, শফিক আসার পরই পাহাড়খেকোরা নতুন করে মাথাচাড়া  দিয়ে ওঠার স্বপ্ন দেখছে। আর পর্দার অন্তরালে থেকে তাদের পরোক্ষভাবে শেল্টার দিচ্ছেন মাদার্শার রেঞ্চ অফিসার মামুন মিয়া। এই মামুন মিয়ার হাত সরাসরি সাতকানিয়া উপজেলায়, এ কারণেই মূলত ধরাছোঁয়ার বাইরে নাজিম, মালেক, শফিক, মামুন মিয়া সিন্ডিকেট।
 
এদিকে বিট অফিসার শফিককে এই অপকর্মে সমর্থন দেয়া হয় কিনা- জানতে চাওয়া হয় মাদার্শার রেঞ্জ অফিসার মামুন মিয়ার কাছে। তিনি সব অভিযোগ অস্বীকার করলেও সদ্য সরকারি সেগুন গাছ কাটার বিষয়ে বিট অফিসার শফিকের কোনো যোগসাজশ বা দায়িত্বে অবহেলা আছে কিনা খতিয়ে দেখবেন বলে প্রতিবেদককে জানান।
 
এদিকে সরকারি সেগুন গাছ কাটার বিষয়ে রহস্যজনক কারণে মামলা না হওয়া এবং বিট অফিসার  শফিক ও রেঞ্জ অফিসার মামুন মিয়ার অপকর্মের বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাকে কল করা হলে ফোনে পাওয়া যায়নি। পরে অবশ্য এ বিষয়ে ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো জবাব আসেনি।
 
এদিকে চূড়ামনির পশ্চিমে হালুয়া ঘোনায় কাট্টলতলী এলাকায় পাহাড়কে সমতল ভূমিতে পরিণত করার মাস্টার মাইন্ড ফজল কবিরও উপজেলা প্রশাসন ও চূড়ামনির বিট অফিসার শফিককে ম্যানেজ করেই চলছে বলে সূত্র নিশ্চিত করেছে।
 
এদিকে সেগুন গাছ কাটার অভিযুক্ত মালেক ও নাজিম বলেন, আমরা সেগুন গাছ কাটিনি। কারা কেটেছে সে বিষয়ে আমরা আপনাদের আসল তথ্য দেব এবং কারা প্রকৃত দোষী তাও বিট অফিসার সাহেব জানেন।
 
পরে কাটার বিষয়ে কী তথ্য দেবেন সেটা রয়ে গেল এখনো অধরা। পরে একপর্যায়ে সাংবাদিকদের আরো তথ্য দিতে পুরোপুরি অস্বীকার করেন নাজিম, মালেক ও বিট অফিসার শফিক।

এমএসএম / জামান

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত

স্বচ্ছতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে

ডামুড্যায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা করেন শরীয়তপুরের জেলা প্রশাসক

চরাঞ্চলের মানুষের জীবনের চিকিৎসা মানেই যুদ্ধ

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজাদপুরে ছাত্র বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষক আটক

টুঙ্গিপাড়ায় মাদক সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি, ৯ লাখ টাকা ফেরতের নির্দেশ

ত্রিশালে মোটরসাইকেল চাপায় নারী নিহত

টুঙ্গিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আসন্ন নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকতে বললেন তারেক রহমান

চাঁদপুরে শতাধিক কৃতি শিক্ষার্থী পেল বাইসাইকেল