মাহমুদউল্লাহর ক্যারিয়ার সেরা ১৫০, স্বস্তি বাংলাদেশের

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৬৮/১০, ১২৬ ওভার (মাহমুদউল্লাহ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০; মুজারাবানি ৪/৯৪)
সাদা পোশাকে তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকেই। মাহমুদউল্লাহ রিয়াদ নিজেও কি ভেবেছিলেন এমন রাজকীয় প্রত্যাবর্তনের কথা? দলে চোট সমস্যা না থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তো খেলারই কথা ছিল না তার। সফরের আগ দিয়ে স্কোয়াডে সুযোগ পেলেন। সিনিয়র ক্রিকেটার ভাবনায় একাদশেও জায়গা মিললো। সেটি কিভাবে কাজে লাগাতে হয় সেই পণ নিয়েই ব্যাট হাতে নামেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
প্রত্যাবর্তন ম্যাচের শুরুটা নিজের নামে রাঙিয়েছেন মাহমুদউল্লাহ। নিজের ৫০তম ম্যাচে খেলতে নেমে শুধু সেঞ্চুরি করেই ক্ষান্ত হননি তিনি, খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। প্রথম ইনিংসে দল ৪৬৮ রান অলআউট হলেও ১৫০ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ২৭৮ বলের ইনিংসটি সাজান ১৭টি চার ও ১টি ছয়ের মারে। ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে থামে বাংলাদেশের ইনিংস। সবে মিলিয়ে ১২৬ ওভার ব্যাট করে টাইগাররা।
মাহমুদউল্লাহর দিনে ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন তাসকিন আহমেদ। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে এক ইনিংসে কখনোই ৪০ এর উপরে বল খেলার নজির ছিল না তার, প্রথম ইনিংসে দশ নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমে তিনিই কীনা খেললেন, ১৪৭টি বল! এতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটির স্বাদ পান তাসকিন।
মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে ১৯১ রানের পার্টনারশিপ গড়ে তাসকিন। যা বিশ্ব রেকর্ড থেকে মাত্র ৪ রান কম! দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও প্যাট সিমকক্স ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে নবম উইকেট জুটিতে গড়েছিলেন ১৯৫ রানের পার্টনারশিপ। যদিও বিশ্বরেকর্ড গড়া না হলেও টেস্টের নবম উইকেট জুটির দ্বিতীয় সেরা তালিকায় উঠেছে মাহমুদউল্লাহ ও তাসকিনের নাম। তারা পেছনে ফেলেছেন পাকিস্তানের আসিফ ইকবাল ও ইন্তেখাব আলমের গড়া ১৯০ রানের পার্টনারশিপকে।
বাংলাদেশের হয়ে অবশ্য তারা সবার ওপরেই নাম লিখিয়েছেন। ৯ম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ তাদের আজকের ১৯১ রান। ছাড়িয়ে গেছেন আগের ১৮৪ রানের রেকর্ডটিকে। যেটি ২০১২ সালে খুলনায় ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন মাহমুদউল্লাহ ও আবুল হাসান রাজু। রেকর্ড গড়ার পর তাসকিন আউট হন ব্যক্তিগত ৭৫ রানে।
বিশ্বরেকর্ড গড়া না হলেও টেস্টের নবম উইকেট জুটির দ্বিতীয় সেরা তালিকায় উঠেছে মাহমুদউল্লাহ ও তাসকিনের নাম। তারা পেছনে ফেলেছেন পাকিস্তানের আসিফ ইকবাল ও ইন্তেখাব আলমের গড়া ১৯০ রানের পার্টনারশিপকে।
সঙ্গে লিটন দাসের ৯৫ ও অধিনায়ক মুমিনুল হকের ৭০ রানের কল্যাণে প্রথম ইনিংসে ব্যাট করে ৪৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি নেন সর্বোচ্চ ৪টি উইকেট।
এমএসএম / এমএসএম

অশ্রুসিক্ত স্কালোনি, মেসির উত্তরসূরি ও নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!

নিষেধাজ্ঞা এড়ালেও শাস্তি থেকে মুক্তি নেই ব্রাজিল তারকার!

ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি

সাইফুদ্দিনকে একাদশে না দেখে সিলেটের দর্শকরা হতাশ

লিটনের অধিনায়কত্ব খুবই ব্রিলিয়ান্ট: বিসিবি সভাপতি বুলবুল

চোট নয়, অন্য কারণে ব্রাজিল দলে সুযোগ পাননি নেইমার!

টস জিতে কেন পরপর দুই-দিনই বোলিং নিলেন লিটন?

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন
