ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

জুড়ীতে সুবিধাবঞ্চিতদের আলোর পথ দেখাচ্ছে সানাবিল ফাউন্ডেশন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ১:১৮

মৌলভীবাজারের জুড়ীতে টেক্সাস ইউএসএ কর্তৃক প্রতিষ্ঠিত সানাবিল ফাউন্ডেশন উপজেলার সুবিধাবঞ্চিত মানুষদের আলোর পথ দেখাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে জেলাজুড়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এ ফাউন্ডেশনের কার্যক্রম।

সানাবিল ফাউন্ডেশন ‘সানাবিল সেন্টার’-এর মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মহিলাদের মাঝে প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে ৪০ জনকে সেলাই মেশিন বিতরণের একটি কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মহিলাদের প্রথমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশ নেয়া মহিলাদের মাঝে ফ্রি সেলাই মেশিন প্রদান করা হবে।

এ কার্যক্রমে ইতোমধ্যে যারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে বিভিন্ন সময় প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু সেলাই মেশিন পাননি, তাদের অগ্রাধিকারভিত্তিতে সানাবিল সেন্টারে সেলাই মেশিন দিয়ে সেলাইয়ের কাজ করার মাধ্যমে আয় করার সুযোগ করে দেয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলারা সেলাইয়ের মাধ্যমে  আয় করে পরিবারের অর্থনৈতিক ব্যয় মেটাতে ভূমিকা রাখতে পারছেন। এতে সুবিধাবঞ্চিত মহিলাদের পরিবারে ফুটেছে তৃপ্তির হাসি। একটু বাড়তি আয় করে তাদের পরিবারে বেড়েছে সচ্ছলতা। এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করছে এ ফাউন্ডেশন।

সেলাই প্রশিক্ষণে অংশ নেয়া কয়েকজনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, সানাবিল ফাউন্ডেশনের দেয়া সেলাই মেশিনের মাধ্যমে পরিবারে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। সানাবিল ফাউন্ডেশনের মাধ্যমে সেলাই মেশিন পেয়ে আমরা আশার আলো দেখছি।

সাবাবিল ফাউন্ডেশন করোনা মহামারী ও বন্যায় অসহায় মানুষদের জন্য কাজ করেছে সবচেয়ে বেশি। করোনাকালীন ও বন্যার সময় উপজেলার প্রায় ৫ হাজার মানুষকে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে। এছাড়া এ ফাউন্ডেশনের পক্ষ থেকে চক্ষু শিবিরের মাধ্যমে ১ হাজার হতদরিদ্র রোগীকে ফ্রি ব্যবস্থাপত্রসহ ওষুধ দেয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা  ফিল্ড অফিসার মোহাম্মদ সুজাউদৌল্লাহ বলেন, সানাবিল ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার অনেক বেকার মহিলার আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে।

সানাবিল ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে আলাপকালে এর  প্রধান সমন্বয়কারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া বলেন, সানাবিল ফাউন্ডেশনের ‘সানাবিল সেন্টার’-এর মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলারা আয় করে নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে। আগামীতেও সানাবিল ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

এমএসএম / জামান

মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা