আইসিসি থেকে ভারতীয় সিইও বরখাস্ত
আচরণগত সমস্যার অভিযোগে গত মার্চে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর এবার প্রধান নির্বাহী (সিইও) মানু সোহনির সাথে সম্পর্ক ছিন্ন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির জরুরী বোর্ড সভায় বহিস্কার হওয়ায় ভারতীয় এই ক্রিকেট ব্যক্তিত্ব আর আইসিসির সাথে যুক্ত নন।
বৃহস্পতিবার (৮ জুলাই) আইসিসি সভাপতি গ্রেগ বার্কলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সোহনির সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়। মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই শেষ হয়ে গেছে আইসিসির প্রধান নির্বাহীর পদে তার অস্তিত্ব।
সোহনির আচরণে খুশি ছিলেন না আইসিসির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। কড়া, সহানুভূতিহীন ও কর্তৃত্বপরায়ণ আচরণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। দুবাইয়ে অবস্থিত আইসিসির প্রধান কার্যালয়ের ৯০ শতাংশ কর্মীই সোহনির বিরুদ্ধে অভিযোগ জানান। যার সত্যতা উঠে আসে নিরীক্ষার জন্য বিশ্বজুড়ে স্বনামধন্য আন্তর্জাতিক সংস্থা প্রাইসহাউজ ওয়াটার কুপার্সের তদন্তে।
সোহনিকে অপসারণের ক্ষেত্রে আইসিসিকে বোর্ড অব ডিরেক্টরসের অনুমতির প্রয়োজন হয়নি। কেননা তাকে অপসারণের সিদ্ধান্তে আপত্তি জানাননি কেউই।
২০১৯ সালের জানুয়ারিতে প্রধান নির্বাহী নির্বাচিত হওয়ার পর সোহনি দায়িত্ব গ্রহণ করেন ১ এপ্রিল। তিনি স্থলাভিষিক্ত হন জনপ্রিয় সংগঠক ডেভ রিচার্ডসনের। ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি নিজেকে প্রতিষ্ঠিত করেন পেশাদার সাংবাদিক হিসেবে। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এছাড়া সিঙ্গাপুর স্পোর্টস হাবের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
প্রীতি / প্রীতি
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে
বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার
সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা