আজ রাশেদ কাঞ্চন এর জন্মদিন
বাংলাদেশের স্যাটেলাইট টেলিভশনের যাত্রার শুরুর দিন থেকে আজ পর্যন্ত সংবাদ রিপোর্টিং এবং সংবাদ উপস্থাপনায় কোটি কোটি দর্শকের কাছে সুপরিচিত, জনপ্রিয় এবং টেলিভশন পর্দার আইকন হিসেবে পরিচিত রাশেদ কাঞ্চন। তিনি আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। এই বিশেষ দিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত রাশেদ কাঞ্চন।
সংবাদ পরিবেশনায় আধুনিকতার মিশেলে বৈচিত্র আনার কারনেই ব্যাপক দর্শক নন্দিত হন তিনি। এছাড়া জীবন বাজি রেঁখে ২০০৩ সালে ইরাকের রনাঙ্গনের রিপোরটিং রাশেদ কাঞ্চনকে দেশে-বিদেশে সাংবাদিকতার অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। লাভ করেন জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার। যুদ্ধ কাভারেজের অভিজ্ঞতা বর্ননার জন্য আমন্ত্রিত হন এবং বক্তব্য রাখেন পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে।
অতিথী পরায়ণ, সদা হাস্যোজ্জল, চিরসবুজ, ইশ্বনীয় বিনয় এবং কর্মদক্ষতার কারনে তিনি কর্মজীবনে অনেকের কাছেই আইডলে পরিনত হয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম তিনি রুচিশীল ও আধুনিক মনস্ক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক জনপ্রিয় তিনি। এই কর্মবীরের জন্মদিনে তাঁর জন্য রইলো-অসীম শুভেচ্ছা আর শুভকামনা। উল্লেখ্য, বর্তমানে রাশেদ কাঞ্চন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমএসএম / এমএসএম