রংপুর বিভাগে এক দিনে সর্বোচ্চ ৮৩৩ জন করোনায় আক্রান্ত
রংপুর বিভাগে শুক্রবার (৯ জুলাই) আবারো অতীতের রেকর্ড অতিক্রম করে করোনায় সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। এই বিভাগের ৮ জেলায় শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৩৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৫ জেলায় এক দিনে ১২ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে ঠাকুরগাঁও জেলায় ৫ জন, দিনাজপুরে ২ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ২ জন এবং পঞ্চগড় জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৭২ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩১ হাাজার ৬৯০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২২ হাজার ৬০১ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের রংপুরে এক দিনে সর্বোচ্চ ২৩৪ জন, ঠাকুরগাঁওয়ে ১৫১, দিনাজপুরে ১২৩, গাইবান্ধায় ১১০, নীলফামারীতে ৬২, পঞ্চগড়ে ৬৩, কুড়িগ্রামে ৫৯ এবং লালমনিরহাট জেলায় ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন সীমান্তের ৫টি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এ পর্যন্ত ৪৮ হাজার ৭৪১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। এরমধ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি ১৭ হাজার ৫৭১ জন, লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১৭ হাজার ২১৮ জন, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১২ হাজার ৫০০ জন ও রাধিকাপুর স্থলবন্দর দিয়ে ৯৭১ জন এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্তের তুরারোড স্থলবন্দর দিয়ে ৪৮১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৯ হাজার ৯৭৯ জন আক্রান্ত ও ২১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৭ হাজার ৬৬ আক্রান্ত ও ১২৩ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ৩৮৬ জন আক্রান্ত ও ১১৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৫৭৩ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ২৮০ জন অক্রান্ত ও ৪২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ১৭৫ জন আক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭৭২ জন আক্রান্ত ও ৩৯ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ১ হাজার ৪৪১ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু হয়েছে।
এমএসএম / জামান