ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ইয়াসিন গং এর অত্যাচারের অতিষ্ঠ মাহফুজ


কফিল উদ্দিন photo কফিল উদ্দিন
প্রকাশিত: ১৫-১০-২০২২ বিকাল ৬:৩৩

সুদ বা দাদন ব্যবসা সম্পর্কে জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুসকিল। ১৮ শতকে দাদন ব্যবসা কোম্পানি নিযুক্ত দালালদের মাধ্যমে পরিচালিত হলেও পরে ১৭৫৩ সালে তা রহিত করা হয়। অতীতে কোম্পানীর স্বার্থে শুরু হওয়া এই দাদন ব্যবসা ২১ শতকের বর্তমান বাংলাদেশে শুধু ব্যপক আকারই ধারন করেনি, বরং সমাজের কেন্দ্রে পৌঁছে গেছে এর আগ্রাসী রুপ। দাদন প্রথা সংস্কার হয়ে বর্তমানে রুপ লাভ করেছে সুদের ব্যবসায়। পূর্বে ধনী মানুষেরা অংশ নিলেও বর্তমানে এই ব্যবসায় ঝুঁকে পড়েছে মধ্যবিত্তরা। বিনা লোকসানে রাতারাতি কোটিপতি হতে অভাবি ও নিম্নবিত্ত মানুষদের চড়া সুদে টাকা দিচ্ছেন দাদন ব্যবসার নব্য কর্ণধার সুদারুরা। সুদে টাকা নিয়ে নির্ধারিত সময় সুদের টাকা দিতে ব্যর্থ হলেই গ্রহীতার উপর চালানো হয় মানষিক ও অনেক ক্ষেত্রে শারীরিক নির্যাতন। গালাগালিও করা হয় অশ্লীল ভাষায়। কোন ক্ষেত্রে দু’এক মাস সুদের টাকা দিতে না পারলে সুদের সুদ টেনে হিসাব পাকা পোক্ত করে গ্রহিতার উপর চাপ সৃষ্টি করেন সুদারুরা।
তাদের কাছে গচ্ছিত ব্যাংকের চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর থাকায় প্রতিবাদও করতে পারেনা দরিদ্র শ্রেণীর এসব মানুষ। এমনি একজন রাজধানীর জিগাতলা হাজারীবাগের ইয়াসিন গং। সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন এই ইয়াছিন। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আতঙ্কিত জিগাতলার সাধারন মানুষ। ইয়াসিন গং এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন এটিএম মাহফুজ ভূইয়া। ভূক্তভোগী এটিএম মাহফুজ ভূঁইয়া বলেন, ইয়াসিন আমার বাড়িতে ইলেক্ট্রিকের কাজ করতেন, সেই সূত্রে তার সাথে সম্পর্ক হয়। আমার বাড়ীর নির্মান কাজের জন্য আর্থিক সংকট দেখা দেয়। সেই সুবাদে সে আমাকে বলেন আমার কাছে কিছু টাকা আছে সেই টাকা নিয়ে আপনার বাড়ীর কাজ সম্পূর্ণ করেন। পরবর্তীতে ধীরে ধীরে দোকান ভাড়া থেকে পরিশোধ করে দিবেন। ২০১৭/১৮ সালে তিনি আমাকে ১,৬৫,০০০/- (এক লাখ পয়ষট্টি হাজার) টাকা ধার দেন। দ্বিতীয় ধাপে ২,০০,০০০/- (দুই লাখ) টাকা প্রদান করেন। সে দুইটি ষ্ট্যাম্পে লিখিত এগ্রিমেন্ট হয় উভয়ের পক্ষে। সেই এগ্রিমেন্ট দুইটির পরিপ্রেক্ষিতে তিনি ব্র্যাক ব্যাংকের একটি চেক নং-সিসিএ ২৩৭১৫৭ আরেকটি চেক নং-১১৯৯২৩৫ রূপালী ব্যাংকের চেক প্রদান করেন। উক্ত ধারের টাকা নির্মান কাজে ব্যয় করা হয়। পরে যখন কোন টাকা নাই, তখন দুর্বলতার সুযোগ নিয়ে ইয়াসিন বলেন ৩,৬৫,০০০/- টাকার বিপরীতে প্রতি মাসে সুদ হিসাবে ৫০,০০০/- টাকা করে প্রদান করিতে হইবে। তাকে অদ্যবধি আমি ১৪,০০,০০০/- টাকা সুদ আসল পরিশোধ করি। তার পরিবর্তে আমাকে লিখিত কোন প্রমান পত্র দেয় নাই। তিনি জোরপূবর্ক ঘরে পরিবারকে জিম্মি করে আমার কাছ থেকে অতিরিক্ত ১৬,০০,০০০/- টাকার চেক নিয়ে যায়। আরো একটি খালি চেক আমার কাছ থেকে হাতিয়ে নেন। আসল টাকা পরিশোধের জন্য মোঃ ইয়াসিনকে ৫০,০০০/- টাকা পরিশোধ করি ১৯/০৮/২০২২ সালে এবং
০৪/০৯/২০২২ সালে আরো ৫০,০০০/- টাকা সর্বমোট ১,০০,০০০/- টাকা তিনি গ্রহণ করেন। তারা গত ১৯/০৯/২০২২ইং তারিখে সন্ত্রাসী বাহিনি দিয়ে আমার ১ম তলার বাসাটির নীচ তলার দোকানে প্রবেশ করে, টাইলস্ধসঢ়; ভাংচুর করে এবং দোকান ভাড়াটিয়াদের হুমকি প্রদান করে তাহারা যাহাতে কোন প্রকার দোকান না খোলে অবৈধ আগ্নে অস্ত্র দেখিয়ে ভয়-ভিতি প্রদান করে। ইয়াসিন গংসহ আব্দুর রব (৪৮), আলেক চান (৪২), ইয়ামিন (২২), আরো অজ্ঞাত ১০-১২ জন মিলে সুপরিকল্পিতভাবে অবৈধ আগ্নে অস্ত্র দিয়ে আমার ১ম তলার ফ্লোরটি লিখিত বাবদ এবং দখল বুঝায় দিতে ট্যানারী মোড়ের একজন উকিল হারুনুর রশিদের মাধ্যমে জোরপূর্বক ষ্ট্যাম্পের উপরে লিখিত নিতে চায় (০৩/১০/২০২২) তারিখে। আমি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে হত্যার হুমকি দেন। অভিযুক্ত মো: ইয়াসিন বলেন, আমি এটিএম মাহফুজ ভূঁইয়াকে তিন লাখ পয়সট্টি হাজার টাকা ধার হিসাবে দিই। মাহফুজ এ পর্যন্ত সর্বমোট এক লাখ টাকা পরিশোধ করে। ভাংচুরের বিষয়ে বললে তিনি বলেন যে, আমি এবিষয়ে কিছুই জানিনা।

এ বিষয়ে হাজারীবাগ থানার ইন্সপেক্টর অপারেশন এনামুল হক খন্দকার জানান, আমি ওসি সাহেবকে এ বিষয়টি অবগতি করবো, তিনি আমাকে যে সিদ্ধান্ত দিবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করবো।হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, আমি ফাড়ির ইনচার্জকে তদন্তের জন্য নির্দেশ
প্রদান করবো এবং ইয়াসিনের বিরুদ্ধে অভিযোগ পেলে তারপর আমি মামলা অথবা উভয় পক্ষের সুষ্ঠ সমাধানের চেষ্টা করবো। 

এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত