ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে ইউপি মেম্বার লেবুর অত্যাচারে পরিবারসহ গ্রামছাড়া মজিদ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৯-৭-২০২১ বিকাল ৫:০
টাঙ্গাইল সদর উপজেলার ১২নং মাহমুদনগর ইউনিয়নের ধুলচর গ্রামের ৩নং ওয়াডের্র সাবেক মেম্বার মো. লেবু মিয়ার বিরুদ্ধে আব্দুল মজিদ ও তার পরিবারকে অত্যাচার করে গ্রামছাড়া করার অভিযোগ ওঠেছে। এ বিষয়ে মামলা হওয়ায় ইতোমধ্যেই এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী জানান, সাবেক মেম্বার লেবু মিয়া সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় তার ভয়ে গ্রামে প্রবেশ করতে পারছে না ভুক্তভোগী পরিবারটি।
 
এ ব্যাপারে ভুক্তভোগী মো. আব্দুল মজিদ কর্তৃক টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে জানা যায়, গত ১ জুলাই দুপুরে কাগমারী এলাকায় আব্দুল মজিদ জমি ক্রয়ের দুই লাখ টাকা বায়না দেয়ার জন্য যাচ্ছিলেন। ওই সময় পূর্বশত্রুতার জের ধরে মামুদনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. লেবু মিয়ার নেতৃত্বে আবুল কালাম, সোহাগ মিয়া, জহিরুল ইসলাম, পিতা সাত্তার প্রামানিক, আরিফুল ইসলাম পিতা লেবু মিয়া দেশীয় অস্ত্র দিয়ে তার গতিরোধ করে এবং মেরে ফেলার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করে। তাকে মারাত্মকভাবে আহত করে সঙ্গে থাকা দুই লোখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসায় সেখান থেকে আসামিরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার সাক্ষী আব্দুল লতিফ, আব্দুল হানিফ, আব্দুল আলীম ও আলী আকবর তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যার রেজিস্ট্রেশন নম্বর ৪৪২১/৩। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
 
অভিযোগের ভিত্তিতে গত ২ জুলাই বেআইনি জনতাবদ্ধ ও পথরোধ করে খুনের উদ্দেশ্যে মারপিটকরত সাধারণ ও গুরুতর জখম করাসহ চুরির অপরাধে ধারা ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৩৭৯ পেনাল কোড ১৮৬০ মূলে ৫ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের নামে মামলা রুজু করা হয়।
 
এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মজিদ মিয়া বলেল, আমি একজন নিরীহ প্রকৃতির লোক। আমি ১২নং মাহমুদনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি। আমি এবং আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। আমার পরিবারের ওপর অত্যাচারকারী মো. লেবু মিয়া ও তার ভাই জামায়েত-শিবির সমর্থক। সে তার বাহিনী নিয়ে আমার ওপর আক্রমণ করে তুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালের সার্জারি বিভাগের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বলেও জানান তিনি।
 
টাঙ্গাইল সদর উপজেলার ১২নং মাহমুদনগর ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন জানান, লেবু মিয়া তার লোকদের নিয়ে আবদুল মজিদের ওপর হামলা চালানোর বিষয়টি আমরা জেনেছি। প্রকৃতপক্ষে লেবু মিয়া একজন খারাপ প্রকৃতির লোক। বিষয়টি তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দারি জানান তিনি।
 
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর বলেন, বিষয়টি আমি শুনেছি। ইতিপূর্বে আমরা তাদের বিরোধ মীমাংসার চেষ্টা করেছি। সাবেক মেম্বার লেবু মিয়া উগ্র ও গোয়ার প্রকৃতির লোক। সে কারো কথা শোনে না, কারো কথা মানে না।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 
এ ব্যাপারে মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
 
ওই মামলার আসামি লেবু মিয়ার মন্তব্য জানার জন্য ওই এলাকায় গিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত