মাঈনুর কারণে আবারো অশান্তের পথে হাঁটছে সাতকানিয়ার নলুয়া
সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আবারো গোলাগুলি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পোল্ট্রি ব্যবসায়ী ইলিয়াসকে হত্যার উদ্দেশ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাড়িতে এ হামলা চালানো হয় এবং ইলিয়াসের মুরগির ফার্মের ছোট ছোট বাচ্ছা মেরে ফেলা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী ইলিয়াস।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলার নলুয়ার ৮নং ওয়ার্ডে বোর্ড অফিস এলাকার নজিউল্লার মুরগির ফার্মে ও বাড়িতে গিয়ে ভাংচুর ও গোলাগুলির ঘটনার চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়ার ৮নং ওয়ার্ডের একাধিক মামলার আসামি মুন্সি মিয়ার ছেলে মাইনুদ্দীন, সিরাজুল হকের ছেলে আব্দুর রশীদ এবং একই এলাকার বাবুর সাথে পূর্ববিরোধের জের নিয়ে ঝামেলা চলে আসছিল একই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী ইলিয়াসের। তারই সূত্র ধরে বেশ কিছুদিন ধরে মাইনু এবং তার চাচা রশিদ মিলে ইলিয়াসকে এলাকায় পোল্ট্রি ব্যবসা করতে দেবে না বলে হুমকিও দিয়ে আসছিল।
তারই ধারাবাহিকতায় গত রোববার গভীর রাতে বাবু, মাইনু, রশিদদের একটি অস্ত্রসজ্জিত গ্রুপ পোল্ট্রি ব্যবসায়ী ইলিয়াসের একটি ফার্মে হামলা চালায়। ওখান থেকে ডাম্পারযোগে ৭০টি মুরগির খাদ্যের বস্তা নিয়া যায় ও শতাধিক মুরগির বাচ্চা মেরে ফেলে এবং পোল্ট্রি ফার্মের বিদ্যুতের লাইন কেটে দেয়।
এসব তাণ্ডব শেষে ব্যবসায়ী ইলিয়াসের বাড়িতে গিয়ে ইলিয়াস ডেকে বাইরে আনার চেষ্টা চালায়। পরে বাইরে আনার চেষ্টা ব্যর্থ হলে বাড়ির দরজায় একাধিক গুলি করে বলে জানা যায়।
এ বিষয়ে ভুক্তভোগী ইলিয়াস বলেন, আমার সাথে মাইনুর চাচা রশিদের একটা ভিসা নিয়ে মূল ঝামেলা। ওই ঝামেলার বিচারটা আমি পরিষদে দিলে আমার প্রতি সন্ত্রাসী মাইনু, বাবু, রশিদ বিগড়ে গিয়ে এই হামলা করে এবং স্থানীয়ভাবে ব্যবসা করছি তাই নাকি মাইনুদের চাঁদা দিতে হবে। তারা আমাকে হত্যার জন্য একের পর এক হামলা করেই যাচ্ছে। সর্বশেষ তারা গত রোববার গভীর রাতে আমাকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। আমি আজ মঙ্গলবার থানায় যাচ্ছি এজাহার জমা করার জন্য।
তিনি বলেন, ঘটনার সময় আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশও নিয়েছি ঘটনাস্থলে এবং ঢেমশার ফাঁড়ির এসআই কাজী জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করছেন।
ঢেমশা ফাঁড়ির এসআই কাজী জাহাঙ্গীর বলেন, হ্যাঁ, আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থল থেকে ৪টি তাজা ও পুরাতন গুলির খোসা উদ্ধার করি। এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি তারা গুলির আওয়াজ শুনেছেন। আরো ব্যাপক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নলুয়ার চেয়ারম্যান লিয়াকত বলেন, মাইনু এলাকায় সন্ত্রাসী প্রকৃতির ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে মামলায় জামিনে বেরিয়ে আবারো তাণ্ডব চালাচ্ছে। এটাও সে ঘটিয়েছে বলে আমি জেনেছি। ইলিয়াস বাদী হয়ে এ ঘটনায় মামলা হবে বলেও আমাকে জানান ভুক্তভোগী ইলিয়াস।
এদিকে তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত মাইনুর চাচা রশীদ বিষয়টা ঘটেনি বলে অস্বীকার করেন এবং কেন এটা ঘটাচ্ছে তাও সাংবাদিকদের জানাবেন বলে লাইন কেটে দিয়ে পরে ফোন বন্ধ করে দেন।
এমএসএম / জামান
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল