ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন ইলন মাস্ক, দাবি রিপোর্টে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ৩:৪৭

মাইক্রো ব্লগিং সাইট ‘টুইটার’ কেনার  প্রক্রিয়া চালাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনি ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার মালিক ইলন মাস্ক। এখনও তা সম্পন্ন হয়নি। কিন্তু তার আগেই ইলন মাস্ক পরিকল্পনা প্রতিষ্ঠানটির ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন।

তিনি জানিয়েছেন, টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবেন মার্কিন এই ধনকুবের। টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন ইলন মাস্ক। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে আশঙ্কার কালো মেঘ দানা বেঁধেছে টুইটারের কর্মীদের মনে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুইটারের মালিকানা যার হাতেই থাকুক না কেন, আগামী কয়েক মাসেই কর্মী ছাঁটাই করা হতে পারে। যদিও সংস্থার এক এইচআর কর্মী আশ্বস্ত করেছেন- এখনই গণহারে কর্মী ছাঁটাই করার কোনও পরিকল্পনা নেই। কিন্তু ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পরিকাঠামো খাতে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার অনেক আগেই করা হয়েছিল।

বস্তুত, চলতি মাসের শেষে ৪,৪০০ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। আমেরিকার হাইকোর্ট টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি নিজের সুগন্ধি ব্যবহার নিয়ে টুইট করে চর্চা বাড়িয়েছিলেন ইলন। তিনি লিখেছিলেন, “আমার সুগন্ধি ব্যবহার করুন, যাতে আমি টুইটার কিনতে পারি।”

প্রসঙ্গত, টুইটারকে নিজের মালিকানাধীন করতে উদগ্রীব হয়ে উঠেছিলেন টেসলা-কর্তা ইলন মাস্ক। ৪,৪০০ কোটি ডলারের চুক্তি ভেঙে হঠাৎই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে গিয়েছিলেন এই ধনকুবের। সে সময় বিশ্বের বৃহৎ ব্যাংকগুলো মোটা অর্থ ঋণ দেয় ইলন মাস্ককে। কিন্তু মাস্ক সিদ্ধান্ত বদলালে তীব্র আর্থিক লোকসানের সম্মুখীন হয় ব্যাংকগুলো। ফলে শেষমেশ আদৌ তিনি টুইটার কিনতে পারবেন কি না, এ নিয়ে জল্পনা চলছে ব্যবসায়ী মহলে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান, দ্য টাইমস, দ্য হিল

প্রীতি / প্রীতি

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা-কক্সবাজার- ফ্রি এয়ার টিকেট জেতার সুযোগ দিল পিপলএনটেক