ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

অপো সার্ভিস ডে’র ২ বছর পূর্তিতে চলছে দুই মাসব্যাপী কার্নিভাল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২-১০-২০২২ রাত ৯:৪৮

অপো সার্ভিস ডে’র ২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এবং ক্রমাগত সমর্থন প্রদানের জন্য ব্যবহারকারীদের ধন্যবাদ জানাতে একটি কার্নিভালের আয়োজন করেছে অপো। দুই মাসব্যাপী এ কার্নিভালটি গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। কার্নিভাল চলাকালীন ব্যবহারকারীরা তিন ধরনের সেবা নিতে পারবেন - মেইনবোর্ড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ৫০ শতাংশ, স্ক্রিন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং ব্যাক কাভারের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করার সুযোগ থাকছে।  

২০২০ সালের ১০ অক্টোবর অপো সার্ভিস ডে প্রাথমিকভাবে ৮টি রাষ্ট্র বা অঞ্চলে চালু করা হয়। এর পর, অপো গত জুনে সুপার সার্ভিস ডে-তে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে এবং আনুষ্ঠানিকভাবে তাদের সার্ভিস ডে ১ দিন থেকে বাড়িয়ে ৩ দিনে করে। অর্থাৎ প্রতি মাসের ১০-১২ তারিখ এ সার্ভিস ডে হবে। এরই ধারাবাহিকতায়, ১০ অক্টোবর অপো সার্ভিস ডে  ২ বছর পূর্ণ করে, যা নতুন একটি মাইলফলক তৈরি করেছে। এখন পর্যন্ত, অপো ব্যবহারকারীরা সারা বিশ্বের ২৪টি দেশ/অঞ্চলে ৯০০টিরও বেশি সেবা কেন্দ্রে সার্ভিস ডে’তে ৮টি প্রধান বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। 

“ইন্সপায়ারিং”হলো অপো’র সেবা কেন্দ্রিক দর্শনের অন্যতম মূলমন্ত্র। সার্ভিস ডে অনুষ্ঠানের উদ্দেশ্য শুধুমাত্র ফোন মেরামত নয়, বরং এর ব্যবহারকারীদের বন্ধুত্বপূর্ণ সেবা প্রদান করা। ব্যবহারকারীদের জন্য সেবা প্রদানের প্রক্রিয়াটি শুধুমাত্র তাদের ফোনের সমস্যাগুলো সমাধান করার জন্য নয়, বরং তাদের নতুন দক্ষতা অর্জন ও নতুন জ্ঞান প্রসারিত করতে সহায়তা করে। এটি অপো’র জন্য এমন একটি আয়োজন যেখানে তারা ব্যবহারকারীদের মতামত শুনে থাকেন, যা ক্রমাগত এর পণ্য ও পরিষেবাগুলোকে ‘অপ্টিমাইজ’ করা এবং যৌথ পথচলায় নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করে।
ভবিষ্যতে অপো আরও বন্ধুত্বপূর্ণ ও পেশাদারভাবে সেবা দিতে সচেষ্ট থাকবে এবং ব্যবহারকারীদের সাথে নিয়ে পরবর্তী ২ বছর একসাথে এগিয়ে যাবে! আগামী ১০-১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সার্ভিস ডে-তে অপো’র সাথে আবার দেখা হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://support.oppo.com/bd/serviceday

এমএসএম / এমএসএম

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা-কক্সবাজার- ফ্রি এয়ার টিকেট জেতার সুযোগ দিল পিপলএনটেক