বিএনপির দলীয় কাউন্সিলে অনিয়মের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির ঝাড়ু মিছিল
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধিন বিএনপির ইউনিট কমিটিতে ব্যাপক অনিয়মের অভিযোগে প্রার্থীরা কাউন্সিলে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল কওে প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি তারা মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সংসদের অভিযোগ করেছে। আকবরশাহ থানায় বিএনপির সাংগঠনিক টিমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন ইউনিট কাউন্সিলররা। তবে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সিনিয়র নেতারা জানান তারা সদস্যদের গোপন ভোটে পরাজিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। সবার মতামতের ভিত্তিতে নির্বাচন এবং কাউন্সিলর করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ অক্টোবর আকবরশাহ থানার আওতাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ইউনিট কমিটি গঠনে ব্যাপক অনিয়মসহ দলের হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে সাংগঠনিক টিম এবং ওয়ার্ড বিএনপির সভাপতি /সাধারণ সম্পাদক কর্তৃক অপকৌশলের মাধ্যমে ভোট নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ তৃণমুল নেতাকর্মী সহ প্রার্থীরা। তারা লিখিতভাবে দলের হাইকমান্ড, মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। তাই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৪টায় নগরীর ফিরোজশাহ সড়কে সাংগঠনিক টিম প্রধান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, সদস্য সাহাবুদ্দিন কমান্ডার, ইকবাল চৌধরীসহ বিএনপির তিনজন সিনিয়র নেতা ভোটে অনিয়ম পছন্দের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ঝাড়ু ঝাড়ু মিছিল করেছেন। মিছিলকারীদের অভিযোগ, আমরা বিএনপি যারা করি তারা দলকে ভালোবেসে, দলের আদর্শ,গঠনতন্ত্র,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা প্রতিটি ইউনিটে তৃণমুল নেতাকর্মীদের কাউন্সিলর করে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে। গত ১৮ অক্টোবর বিকালে টিম প্রধান এসকে খোদা তোতনসহ টিম সদস্যরা কোন কাউন্সিলদের না জানিয়ে শুধু প্রার্থীদের ডেকে এক প্রকার জোরপূর্বক প্রার্থীদের বলে দলের সম্মেলন এখন হয়ে যাবে। এক প্রকার অগণতান্ত্রিক ভাবে আওয়ামীগ কায়দায় ভোট করে পেলে তাদের পছন্দ মত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দেন বলে অভিযোগ করেন প্রার্থীরা। বিএনপির যূগ্ম-মহাসচিব বর্তমানে কারাগারেবন্দি এবং চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের বিএনপির মনোনীত আসলাম চৌধূরীর তত্বাবধায়নে প্রত্যেক ইউনিটে তৃণমুল নেতাকর্মীরা স্বচ্ছ ব্যালটেরর মাধ্যমে উৎসবমূখর পরিবেশে সম্মেলন করেছিলেন। ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন ইউনিট প্রার্থী সাইফুল ইসলাম, আবসার মিয়া, জসিম, বেলাল, নুরুল আকবর কাজল, মাহবুবুর রহমান, নওশাদ দিদার, আব্দুর রহিম সজল প্রমূখ। কাউন্সিলের সভাপতি পদে প্রার্থী ছিলেন জসিম উদ্দীন, মাস্টার খরশীদ আলম, আলী আক্কাস, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন সাইফুর রহমান মামুন, আবুল হোসেন আবু,আবুল হোসেন ভুইয়া, জামাল হোসেন। সহ সভাপতি পদে মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম, আনোয়ারা হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু মিয়াসহ র্প্রাথীরা সবাই অঙ্গিকারনামা দেন ফলাফল মেনে নেয়ার।
কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করার কথা থাকলেও প্রধান নির্বাচন কমিশনার তোতন নিজের ইচ্ছেমত তার পছন্দের ব্যক্তিকে বিজয় ঘোষণা করেন বলে অভিযোগ উঠেছে। সভাপতি প্রার্থী জসিম উদ্দীন বলেন, আমাদের দাবি ছিল কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে যে বিজয় হবে তাকে আমরা মেনে নিব, কিন্তু তোতন সাহেব প্রভাব বিস্তার করে অনিয়মের মাধ্যমে রেজাল ঘোষণা করায় সবাই ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে শতশত নেতা কর্মী ঝাড়ু মিছিল করেছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.কে খোদা তোতন বলেন, নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। সবার মতাতের ভিত্তি করে নির্বাচন হয়েছে। বিজয়ীদের নাম ঘোষণা করার পর যারা পরাজিত হয়েছে তারা অপপ্রচার এবং বিক্ষোভ করেছে বলে জানান। বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল চৌধুরী বলেন, আমরা সবাইকে নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রশাসনিক জটিলতার কারণে সম্ভব হয়নি। সবার মতামতের ভিত্তি করে প্রার্থীরা নিজেরা নিজেদের প্রার্থী ঠিক করেছে সেখানে টিমের যারা দায়িত্বে ছিল তাদের কিছু করার নেই। যদি এতে কারো আপত্তি থাকে আমাদের সাথে কথা বলে সমস্যার কথা জানাতে পারত। এটা নাকে বাইরে গিয়ে মিছিল করাটা কাকে খুশি করার জন্য করেছে জানি না।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার