ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের কাজ শেষের পথে,ক্ষতিপূরণ না পাওয়ার শঙ্কায় ছয়শত পরিবার


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ৩:৪২

শেষ হচ্ছে বাংলাদেশের মেগা প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের কাজ।তবে এর মধ্যে টানেল প্রকল্পের কাজ শেষ হওয়ায় টানেল প্রকল্পে ক্ষতিগ্রস্ত হওয়া আনোয়ারা উপজেলার ৫০০ থেকে ৬০০ পরিবার তাদের প্রাপ্য  ক্ষতিপূরণ নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে।দেশের এই মেগা প্রকল্পের এক প্রান্থ পতেঙ্গা হলেও অন্য প্রান্ত হচ্ছে আনোয়ারা উপজেলা।ফলে এই টানেলের বহুলেন সড়কের কারণে বাড়ী-ঘর ফসলি জমিসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বন্দর ও আনোয়ারা উপজেলার বৈরাগ,চাতরী ইউনিয়নের প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবার।আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের আনুষ্ঠানিক  উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ইতি মধ্যে শেষ হয়েছে প্রকল্পের যাবতীয় কাজ।

জানা যায়,এই টানেলের মূল সংযোগ সড়ক বন্দর,রাঙ্গাদিয়া,বৈরাগ ও চাতরী মৌজার অংশ দিয়ে গিয়ে যুক্ত হয়েছে পিএবি ছয় লেন সড়কে।টানেল সড়কের ভূমি অধিগ্রহণ মালিকদেরকে এলএ শাখা হইতে ক্ষতিপুরণ প্রদানের পাশাপশি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক ভূমির মালিকদের পুনর্বাসনের অতিরিক্ত মঞ্জুরি দিয়ে আসছে।তবে ইতি মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ায় এই পূনর্বাসনের অতিরিক্ত মঞ্জুরি কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ।ফলে এই পূনর্বাসন প্রকল্পের অতিরিক্ত মঞ্জুরির এই এলাকা গুলোর ৫০০ থেকে ৬০০ পরিবারের প্রায় আড়াইশ কোটি টাকা পাওনা থেকে বঞ্চিত  হওয়ার শঙ্কায় রয়েছে।

টানেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৈরাগ মৌজা হইতে ২০.৪০৩০ একর ও বন্দর , চাতরী , রাঙ্গাদিয়া হইতে প্রয়োাজনীয় নাল,বাড়ী,ঘর,ভিটা,পুকুর ইত্যাদি ভূমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষ। প্রকল্প কর্তৃপক্ষ গত ৩১আগস্ট  স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয় আগামী  ৩১অক্টোবরের পরে এই প্রকল্পের আর কোন প্রকার ক্ষতিপূরণ সংক্রান্ত ফাইল জমা নিবে না তারা।প্রকল্পের কাজ শেষ হওয়ায় তারা তাদের প্রকল্পের কাজ সেতু মন্ত্রনালয়ের কাছে হস্তান্তর করে তাদের কার্যক্রম স্থগিত করবে।

তবে টানেল নির্মানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দাবি, যে অধিগ্রহণকৃত ভূমির অনেক দাবীদার ( মালিক ) করোনাকালীন দেশে সবকিছু স্থবির থাকায় ও অনেকে প্রবাসে থাকায় এবং প্রকৃত মালিকানা ও ভূল বি.এস রেকর্ড সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা মোকাদ্দমা বিচারাধীন থাকায় ও নাবালক নাবালিকাদের অভিবাবক নিযুক্ত সংক্রান্ত সমস্যাসহ নানা জটিলতার ফলে অনেক ভূমির ক্ষতিপূরণের টাকা এখনো পর্যন্ত উত্তোলন করতে পারে নায় । এছাড়াও দুই আড়ই বছর ধরে করোনার জন্য  স্থবির হয়ে থাকাসহ নানা জটিলতার কারণে এখনও পর্যন্ত তিন ভাগের এক ভাগ ভূমির মালিকগন ক্ষতিপূরনের টাকা উঠাইতে পারে নাই। যার ফলে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অন্তত ৬শ পরিবার ক্ষতিগ্রস্ত হবে মনে করেন তারা।

এদিকে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিটি প্রকাশের পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো পাশ্বে দাড়িয়েছে স্থানীয় চেয়ারম্যানগন ও সংশ্লিষ্ট ইউপি সস্যরা। তারা ভূমির মালিকগণ  ন্যায্য অধিকার নিশ্চিত করতে এর মধ্যে প্রকল্প কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, ইউএনও স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রীর ধারস্থ হয়েছেন তারা।

বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ১৯৮০ সাল হইতে সি.ইউ.এফ.এল কাফকো, কে.ই.পি.জেড,চায়না ইকোনোমিক্যাল জোন,গ্যাস লাইন,বিদ্যুৎ লাইন সহ বিভিন্ন প্রকল্পের জন্য এলাকার বহু সম্পত্তি অধিগ্রহণ করা হয়।অথচ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ায় ও তাহারে সহায় সম্পত্তি হারাইয়া অনেকে ভূমিহীন হইয়া নিঃস্ব হয়ে যায়। বর্তমানে কর্ণফুলী নদীর তলদেশে বহুলেইন সড়কে টানেল নির্মাণ ক্ষতিপূরণ পায়নি অন্তত ৬শ পরিবার। এই অবস্থায় কর্তৃপক্ষের যে সিন্ধান্ত নিয়েছে তা হলে এই ক্ষতিগ্রস্তরা এই ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত হবে বলে আমাদের সংশয় রয়েছে। তাই আমরা আমাদের মন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি অন্তত আরো এক বছর সময় বাড়ানো হোক।


এবিষয়ে টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বলেন, আমাদের প্রকল্পের কাজ শেষ হচ্ছে এবিষয় নিয়ে তো আমরা বসে থাকতে পারি না। তারা নানা ঝটিলতার কারণে আটকে আছে এখন এই কারণে আমাদের বসায় রাখা যাবে না। নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে। ক্ষতিপূরণ নিয়ে কোন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য একাধিকবার মাইকিং এবং আমাদের নিয়োজিত সংস্থা গুলোর মাধ্যমে কাজ করে গেছি।তবুও আমরা চেষ্টা করব মানুষ যাতে ক্ষতিপূরণ টা ঠিকমত পায়।

এমএসএম / এমএসএম

কমলগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় দায়ের কূপে কিশোরীকে হত্যা

শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন-এড: আহমেদ আজম খান

আমি আপনাদের একজন হতে চাই- বাবুল

১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজগকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়ঃ এম সাখাওয়াত হোসেন

রাণীশংকৈলে কেজি স্কুলের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে:বক্কর

অপরাধ দমনে কোনাবাড়িতে পুলিশের বিশেষ মহড়া

আ' লীগ আমলে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপিঃ শামসুজ্জামান দুদু

বাউফল থেকে নিতে আসিনি দিতে এসেছি: একেএম ফারুক আহমেদ তালুকদার

ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডাক্তার ও নার্স নিয়োগ হলেও নির্মাণ হয়নি হাসপাতাল

চৌগাছায় কালবের ৯ম

কলমাকান্দায় আগুনে পুড়ে দোকান-বাড়ি সব শেষ জালাল উদ্দীনের